ছেত্রীর ফেরাকে স্বাভাবিক ঘটনা বলছেন সাদ উদ্দিনরা
০৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

যে কোনো খেলার মাঠে বাংলাদেশ-ভারত লড়াই মানে বাড়তি উন্মাদনা ও টান টান উত্তেজনা। এবার ফুটবলে সেই উত্তেজনার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দু’দল। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ে। এ ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। অন্যদিকে বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরে বাড়তি আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুনীল ছেত্রীর ফেরার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। গত এক যুগে সুনীলের গোলেই ভারতের বিপক্ষে একাধিকবার হেরেছে বাংলাদেশ, আবার কখনও তার গোলেই বাংলাদেশ জয় বঞ্চিত হয়ে ড্র করেছে খেলা। তাই সুনীলের ফেরা নিয়ে লাল-সবুজের ফুটবলেও এখন আলোচনা তুঙ্গে। ভারত ম্যাচকে সামনে রেখে বর্তমানে সউদী আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় দল। বৃহস্পতিবার সউদী আরবে মাঠের অনুশীলন শুরু করেন জামাল ভূঁইয়ারা। ভারতীয় দলে সুনীলের ফেরার খবরে অবাক হননি তারা। তাই তো সুনীল ছেত্রী ইস্যুতে গতকাল নিজেদের অভিমত ব্যক্ত করলেন বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং দুই ফুটবলার সাদ উদ্দিন ও শেখ মোরসালিন। ২০১৯ সালে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের গোলদাতা সাদ উদ্দিন সুনীলের ফেরা নিয়ে বলেন, ‘এটা (অবসর থেকে ফিরে আসা) ফুটবলে স্বাভাবিক। চাপের কিছু নাই। ওর (সুনীল) সঙ্গে খেলতে পারলে ভালো হবে। সমস্যার কিছু নেই।’ ভারতের বিপক্ষে আবারও গোলের প্রত্যাশা ব্যক্ত করে সাদ বলেন,‘ভারত ম্যাচের জন্য আমরা সবাই ব্যক্তিগত ও দলীয়ভাবে মুখিয়ে থাকি। সবাই সবার সেরাটা দেয়। সুযোগ পেলে আবার গোল করতে চাই।’ ২০২৩ সালে সাফ ফুটবলে অভিষেক হয়েছে শেখ মোরসালিনের। তিনি এখনও ভারতের বিপক্ষে খেলতে পারেননি। সুনীল ছেত্রী ফেরায় মোরসালিনও রোমাঞ্চিত। তার কথায়,‘সে (সুনীল) আসছে ভালো হয়েছে। না হলে অসম্পূর্ণ থাকত। আমরা ভারতের বিপক্ষে খেলতে প্রস্তুত। আমরা এবার সবকিছু আগে শুরু করেছি। আমাদের এই ম্যাচ জিততেই হবে।’
২০২২ সালে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিন বছরে ২০টির বেশি ম্যাচে তিনি কোচিং করালেও এখনও ভারতের মুখোমুখি হননি। ভারত বধের ছক যখন করছেন তখন আবার সুনীল অবসর ভেঙে ফিরলেন। ফুটবলে বাংলাদেশ দলের অন্যতম হন্তারক সুনীল হলেও নিজের প্রস্তুতিতেই মনোযোগী ক্যাবরেরা, ‘আমাদের কোনো পরিবর্তন নেই, মনোযোগ প্রস্তুতিতেই যতটা ভালো করতে পারি।’ সুনীলের ফেরাটা প্রত্যাশিত মনে করছেন ক্যাবরেরা, ‘সুনীল আমাদের সবারই চেনা। সে ব্যাঙ্গালুরুর হয়ে অসাধারণ খেলেছে সম্প্রতি। তাকে ফেরানোর সিদ্ধান্তটা তারাই (ভারতীয় ফুটবল ফেডারেশন) নিয়েছে। এতে এখন খেলাটি আরও বেশি উপভোগ্য হবে।’
বাংলাদেশ দল গত বছরও এই সময়ে সউদী আরবে অনুশীলন করেছিল। গতবারের তুলনায় এবার সুযোগ-সুবিধা আরও বেশি উল্লেখ করে ক্যাবরেরা বলেন,‘অনুশীলন মাঠ গতবারের চেয়ে ভালো। খাবার ও অন্যান্য ব্যবস্থাপনাও প্রস্তুতির জন্য যথার্থ। এই পরিবেশে আমরা ৩টি ম্যাচ খেলতে চাই।’
এদিকে বিলম্বে ভিসা পাওয়ায় দলের সঙ্গে গত বুধবার সউদী আরবে যেতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। তবে বৃহস্পতিবার রাতে তিনি সউদী আরবের তায়েফ শহরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কাল সকালে জিম না করলেও সন্ধ্যায় মাঠের অনুশীলনে ছিলেন রহমত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন