সপ্তাহে লিভারপুলের ‘তিন ফাইনাল’
০৯ মার্চ ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৫, ১২:১৩ এএম

আগামী ১৬ মার্চ লিগ কাপের ফাইনাল খেলবে লিভারপুল। তবে এর আগে ভিন্ন দুটি প্রতিযোগিতায় যে দুটি ম্যাচ আছে, সেই দুটিকেও ফাইনালের মতো দেখছেন আর্না সøট। দলের ফুটবলারদের প্রতি লিভারপুল কোচের বার্তা একটিই, এই সপ্তাহে লিভারপুলের সামনে তিনটি ফাইনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মঙ্গলবার ঘরের মাঠে তারা খেলবে পিএসজির সঙ্গে। পরের রোববার লিগ কাপের ফাইনালে প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচটিকে ফাইনাল বলায় অবশ্য ভ্রূ কুচতে তাকাতে পারেন অনেকে। আপাতদৃষ্টিতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ম্যাচ এটিই। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুলের অবস্থান সুসংহত। অতি নাটকীয় কিছু না হলে শিরোপা না জয়ের কোনো শঙ্কা তাদের নেই। সাউথ্যাম্পটন সেখানে পয়েন্ট টেবিলের তলানির দল। লিগের ২৭ ম্যাচে তারা জিততে পেরেছে স্রেফ দুটি। অবনমন তাদের একরকম নিশ্চিত।
তবে শুক্রবার সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বললেন, সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আমার পূর্ণ মনোযোগ এখন সাউদাম্পটনের দিকে। সামনের সপ্তাহে তিন ফাইনালের প্রথমটি এটি। আমার কাছে, অনেকটা এগিয়ে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটিই। তিন ফাইনালের প্রথমটি বলেই নয়, লিগের দিক থেকেও আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচ।’
পয়েন্ট তালিকার তুইয়ে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল। সাউথ্যাম্পটনকে হারাতে পারলে সেই ব্যবধান হবে ১৬ পয়েন্টের। আর্সেনাল পরে দুই ম্যাচ জিতলেও সমান ম্যাচে পয়েন্টের ব্যবধান থাকবে ১০।
সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটির গুরুত্ব যেমন ফুটবলারদের কাছে তুলে ধরেছেন সøট, তেমনি সমর্থকদের জন্যও তার থাকছে একই বার্তা, ‘প্রতিটি লিভারপুল সমর্থক তাকিয়ে থাকবেন এই সপ্তাহের ম্যাচগুলিতে। আমি জানি, সামনে লিগ কাপের ফাইনাল এবং এর মধ্যেই সবাই বলাবলি করছে, চ্যাম্পিয়ন্স লিগের রাতে এখানকার আবহ কেমন থাকবে। তবে আমি সত্যিই আশা করছি, আমাদের সমর্থকরা সবচেয়ে বেশি উচ্চকিত থাকবেন আগামীকাল (সাউদাম্পটনের বিপক্ষে)... ফাইনাল বা পিএসজির বিপক্ষে নয়, কালকের (গতরাতেই হয়ে গেছে) ম্যাচে। দলকে আমার বোঝাতে হচ্ছে তিন ফাইনাল নিয়ে। আশা করি তা প্রভাবিত করবে আমাদের সমর্থকদেরও, যাতে তারা বুঝতে পারেন কালকে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। তারা যেন খেলা শুরুর মিনিট পাঁচেক আগে মাঠে না আসেন। আমি চাইব, খেলা শুরুর আধ ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাক। সমর্থকদের সৃষ্টিশীল গান আমি নানা সময়ে শুনতে পাই। কালকেও তা হয়ে যাক। আমিও থাকব দর্শকের কাতারেই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন