ছন্দে থাকা রোনালদোই পর্তুগালের ভরসা
১২ মার্চ ২০২৫, ১২:৩২ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৫, ১২:৩২ এএম

১৭ মাস পর দলে ফিরে ভক্ত-সমর্থকদের খুশির বার্তা দিয়েছিলেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ বাছাই লাতিন অঞ্চলে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের জন্য শুক্রবার নেইমারকে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল। তিনদিনই পরই আবারো দুঃসংবাদ শুনতে হয়েছে অগনিত ব্রাজিল ভক্তদের। আবারো ইনজুরিতে পড়েছেন নেইমার। প্রায় এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরা নেইমারের শরীরে আবারও চোট ছোবল দিয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকালে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার অনুপস্থিতির কারণ হিসেবে দলের পক্ষ থেকে অবশ্য নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে নেইমার নিজেই তার অবস্থার কথা জানিয়েছেন। নেইমার বলেন,‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি। সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি কিছু পরীক্ষা করাই, ঐ পরীক্ষায় ঊরুতে অস্বস্তির কারণ ধরা পড়ে।’ এই একই জায়গার সমস্যায় অতীতেও অনেক ভুগতে হয়েছে নেইমারকে। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই মূলত নিয়মিত তাকে চোট ভোগাতে থাকে। গত জানুয়ারির দলবদলে সান্তোসে ফিরে পুরোনো ছন্দে ফেরার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন তিনি। সান্তোসে যোগ দেওয়ার পর চমৎকার পারফরম্যান্সে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য জাতীয় দলে ফেরেন নেইমার। তবে নতুন চোটে এই দুই ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জাগল। আগামী ২৬ মার্চ বুয়েন্স আয়ার্সে লিওনেল মেসিদের বিপক্ষে নামার আগে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন সেলেসাওরা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে খুব ভালো অবস্থায় নেই ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এদিকে, সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্সে পর্তুগাল দলে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪০ পেরিয়ে গেলেও আল নাসর তারকা এখনও জাতীয় দলে টিকে আছেন পারফরমেন্স দিয়েই। এমনটাই বললেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। এরপর পেরিয়ে গেছে ২২ বছর। গড়েছেন অসংখ্য রেকর্ড। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। রোনালদোর ঝুলিতে এখন পর্যন্ত ২১৭টি আন্তর্জাতিক ম্যাচ ও ১৩৫টি গোল রয়েছে, যা তাকে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার লক্ষ্য ১০০০ ক্যারিয়ার গোল পূর্ণ করা, তার আগে অবসরের কথা ভাবছেন না তিনি। সেই লক্ষ্য সামনে রেখে ২০২৬ বিশ্বকাপে খেলার পরিকল্পনা রয়েছে তার। রোনালদোকে এখনও জাতীয় দলে ডাকার কারণ জানিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি যখন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড়ের কথা বলি, তখন আমি তিনটি মূল বিষয় বিবেচনা করি। তার প্রতিভা প্রশ্নাতীত। তিনি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা। তার অভিজ্ঞতা অনন্য। ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা একমাত্র খেলোয়াড় এবং ২০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার।’ বর্তমানে ইউরোপীয় নেশন্স লিগ জয়ের আরেকটি সুযোগের অপেক্ষায় রোনালদোর পর্তুগাল। আসন্ন কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন