শেষ আটে পিএসজি, বার্সা,বায়ার্ন ও ইন্টার
১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম

প্রতিপক্ষের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট ঝুলিতে ভরে কোয়ার্টারের পথে অনেকটা এগিয়ে থেকেই নিজেদের আঙ্গিনায় শুরু থেকে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে দারুণ ফুটবল উপহার দিয়ে আয়েসী জয়ে কোয়ার্টারের টিকেট পেলো হ্যান্সি ফ্লিকের দল। মঙ্গলবার অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে পর্তুগিজ দল বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পৌঁছে গেছে তারা। রোজা রেখে ৮২ মিনিট পর্যন্ত খেলে দলের হয়ে অসাধারণ এক গোল করেছেন লামিনে ইয়ামাল। বাকি গোল দুটি এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার পা থেকে। গোটা ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সা গোলের খাতা খোলে ১১ মিনিটে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে রাফিনহাকে চমৎকার পাস দেন ইয়ামাল। কাল বিলম্ব না করে চমৎকার ভলিতে বল জালে পাঠান রাফিনহা। জবাব দিতে অবশ্য দেরি করেনি বেনফিকা। ত্রয়োদশ মিনিটে কর্নার থেকে হেডে সমতা টানেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্দি। ইয়ামালের নজরকাড়া গোলে ২৭ মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার ক্রস ধরে ডান দিকে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে দারুণ শটে বল জালে জড়ান ইয়ামাল। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই। ৪২ মিনিটেই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনহা। ডিফেন্ডার আলেসান্দ্রো বালদের বাড়ানো পাসে বাঁ পায়ের কোনাকুনি নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখলেও আর গোল বাড়াতে পারেনি বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল তারা।
এদিকে, ঘরের মাঠে হার এড়াতে পারলেই কোয়ার্টারের টিকেট নিশ্চিত হয়ে যেতো লিভারপুলের। কিন্তু নিজেদের মাঠে হারলেও প্রতিপক্ষের মাঠে পরিকল্পিত ফুটবল খেলে ম্যাচ জিতে নিলো ফরাসি জায়ান্ট পিএসজি। মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে অ্যানফিল্ডে লিভারপুলকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো লুইস এনরিকের দল। নির্ধারিত সময়ে পিএসজি ১-০ গোলে এগিয়ে থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় পিএসজি। খেলার ১২ মিনিটে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ওসমান দেম্বেলে। পরে ১২০ মিনিটের লড়াই শেষে সব আলো নিজের দিকে টেনে নিলেন পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা। টাইব্রেকারে পিএসজির চার জন শট নিয়ে জালের দেখা পেলেন সবাই বিপরীতে দারউইন নুনেস ও কার্টিস জোন্সের শট ঠেকিয়ে দলকে উৎসবের উপলক্ষ এনে দিলেন দোন্নারুম্মা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন