শেষ আটে পিএসজি, বার্সা,বায়ার্ন ও ইন্টার
১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম

প্রতিপক্ষের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট ঝুলিতে ভরে কোয়ার্টারের পথে অনেকটা এগিয়ে থেকেই নিজেদের আঙ্গিনায় শুরু থেকে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে দারুণ ফুটবল উপহার দিয়ে আয়েসী জয়ে কোয়ার্টারের টিকেট পেলো হ্যান্সি ফ্লিকের দল। মঙ্গলবার অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে পর্তুগিজ দল বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পৌঁছে গেছে তারা। রোজা রেখে ৮২ মিনিট পর্যন্ত খেলে দলের হয়ে অসাধারণ এক গোল করেছেন লামিনে ইয়ামাল। বাকি গোল দুটি এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার পা থেকে। গোটা ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সা গোলের খাতা খোলে ১১ মিনিটে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে রাফিনহাকে চমৎকার পাস দেন ইয়ামাল। কাল বিলম্ব না করে চমৎকার ভলিতে বল জালে পাঠান রাফিনহা। জবাব দিতে অবশ্য দেরি করেনি বেনফিকা। ত্রয়োদশ মিনিটে কর্নার থেকে হেডে সমতা টানেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্দি। ইয়ামালের নজরকাড়া গোলে ২৭ মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার ক্রস ধরে ডান দিকে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে দারুণ শটে বল জালে জড়ান ইয়ামাল। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই। ৪২ মিনিটেই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনহা। ডিফেন্ডার আলেসান্দ্রো বালদের বাড়ানো পাসে বাঁ পায়ের কোনাকুনি নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখলেও আর গোল বাড়াতে পারেনি বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল তারা।
এদিকে, ঘরের মাঠে হার এড়াতে পারলেই কোয়ার্টারের টিকেট নিশ্চিত হয়ে যেতো লিভারপুলের। কিন্তু নিজেদের মাঠে হারলেও প্রতিপক্ষের মাঠে পরিকল্পিত ফুটবল খেলে ম্যাচ জিতে নিলো ফরাসি জায়ান্ট পিএসজি। মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে অ্যানফিল্ডে লিভারপুলকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো লুইস এনরিকের দল। নির্ধারিত সময়ে পিএসজি ১-০ গোলে এগিয়ে থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় পিএসজি। খেলার ১২ মিনিটে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ওসমান দেম্বেলে। পরে ১২০ মিনিটের লড়াই শেষে সব আলো নিজের দিকে টেনে নিলেন পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা। টাইব্রেকারে পিএসজির চার জন শট নিয়ে জালের দেখা পেলেন সবাই বিপরীতে দারউইন নুনেস ও কার্টিস জোন্সের শট ঠেকিয়ে দলকে উৎসবের উপলক্ষ এনে দিলেন দোন্নারুম্মা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

বিগত স্বৈরতন্ত্রের সংবিধানের বদল হতেই হবে

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

ডিমের লোকসান ঘোচাতে স্বল্প সুদে ঋণসহ ৬ প্রস্তাব

লিপি খান ভরসার হাইকোর্টে জামিন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : সাইফুল আলম

পাঁচ দফা দাবি : নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তাদের মানববন্ধন

বাউবিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার বিতরণ

স্ত্রীসহ মির্জা আজমের সম্পদ জব্দ, ৩১ ব্যাংক হিসাবে ৩ কোটি টাকা অবরুদ্ধ

নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে গরু লুট : আরো ৫ ডাকাত গ্রেফতার

দেবিদ্বারে সাংবাদিক সমিতির কমিটি গঠন

ভূমি সচিবকে হুমকি দিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সুজন মোল্যা

যারা লুটপাট করে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি -হাসনাত

জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ -স্বরাষ্ট্রসচিব

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যা

খুলনায় গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের বিক্ষোভ

অগ্নিকা-ের ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তিরোধে তদন্ত কমিশন গঠন করতে হবে : গোলাম পরওয়ার