জয়ে ফিরলো ব্রাজিল
২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর বাছাই পর্বে আগের দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে অনেকটা হুমকির মুখে পড়েছিলো ব্রাজিল। এবার ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিলো সেলেসাওরা। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণে দুই ম্যাচ পর জয়ে ফিরলো দরিভাল জুনিয়রের দল। ব্রাসিলিয়ায় গতকাল বাংলাদেশ সময় সালে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। রাফিনহা শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান কলম্বিয়ার লুইস দিয়াস। পরে অন্তিম সময়ে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়াস। বাছাই পর্বে দুই দলের প্রথম দেখায় কলম্বিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন রাফিনহা। ভিনিসিয়াসকে কলম্বিয়ার দানিয়েল মুনিয়োস ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। আট মিনিট পর রদ্রিগোর আড়াআড়ি শট বেরিয়ে যায় দূরের পোস্টের কাছ দিয়ে। চোট পেয়ে ২৭ মিনিটে মাঠ ছাড়েন জেহসন। তার জায়গয় নামেন জোয়েলিন্টন। ৪১ মিনিটে সমতায় ফেরে কলম্বিয়া। এই গোলে দায় বেশি জোয়েলিন্টনের। মার্কিনিয়োসের কাছ থেকে নিজেদের ডি বক্সের বাইরে বল পেয়ে শট নিতে দেরি করেন এই মিডফিল্ডার। কলম্বিয়ার একজনের চ্যালেঞ্জের মুখে বল হারান তিনি। জেমস রদ্রিগেসের পা ঘুরে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লুইস দিয়াস। এর আগে ব্রাজিলের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছিলেন লিভারপুলের এই ফরোয়ার্ড। গোল দুটির বাইরে দুই দলের কেউই প্রথমার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান ভিনিসিয়াস। ৪৭ মিনিটে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের আড়াআড়ি শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কামিলো ভার্গাস। ছয় মিনিট পর ডাবল সেভে সমতা ধরে রাখেন কলম্বিয়া গোলরক্ষক। রাফিনহার পর ভিনিসিয়াসের শটও ঠেকিয়ে দেন ভার্গাস। ৫৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রাফিনহা। ভিনিসিয়াসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি বার্সেলোনা ফরোয়ার্ড। ৭১ মিনিটে মাথায় সংঘর্ষে চোট পান অ্যালিসন ও সানচেজ। কিছুটা সময় শুয়ে থাকেন দুইজনই। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার। ঐ ঘটনায় মাঠ চেড়েচেন অ্যালিসন বেকারও। তার জায়গায় নামেন বেন্তো। আক্রমণ-পাল্টা আক্রমণে এরপর দারুণ জমে ওঠে লড়াই। ৮৪ মিনিটে অনেক উপর দিয়ে মেরে দলকে হতাশ করেন জোয়েলিন্টন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দূরের পোস্টে হেড করতে গিয়ে পোস্টে লেগে চোট পান ব্রাজিল ডিফেন্ডার গিয়ের্মে আরানা। হেডও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। এর কয়েক সেকেন্ড পর দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়াস। ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক। এই গোলে পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিল ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দুই নম্বরে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। চিলিকে হারিয়ে চারে উঠে এসেছে প্যারাগুয়ে। আগামী বুধবার পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে রিয়াল

ভোলায়'মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে মানুষের ঢল

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল কর্মীদের অবরোধ মূক্ত করে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন প্রক্টর

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চীনের ভিসানীতিতে ভারতীয়দের জন্য নজিরবিহীন ছাড়, সম্পর্ক উন্নয়নের বার্তা শি জিনপিংয়ের

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

স্থানীয় সমন্বয়কের কলরেকর্ড নাটকে ইটনা থানার ওসি বদলি প্রতিবাদে বিএনপির থানা ঘেরাও

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা কে হারিয়ে দিশেহারা পরিবার

সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন ৩ মে, শুরু প্রস্তুতি

মোংলায় মাঝিদের ছাতা বিতরণ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান

দ্রুতই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

বরগুনায় অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে মালিক-শ্রমিকদের মানববন্ধন

রিশাদের মাথায় ফাজাল মেহমুদ ক্যাপ

জুলাইয়ে জাতীয় নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে ইসি

৬দফা দাবিতে বরগুনায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অসাধুউপায় অবলম্বনে করায় এক পরীক্ষার্থী বহিষ্কার

মাদকের সঙ্গে কোনো আপোষ নেই আটঘরিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে-রেজানুর

যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা