বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার
২৩ মার্চ ২০২৫, ১২:৪৯ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১২:৪৯ এএম

বল দখলে এগিয়ে থাকল উরুগুয়ে, তবে পরিষ্কার সুযোগ বেশি তৈরি করল আর্জেন্টিনা। সেগুলোর একটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোল উপহার দিলেন থিয়াগো আলমাদা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জাল। উরুগুয়ের মাঠে জিতে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় গতকাল সকালে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা।
৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ্যে। অন্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ্যে। জয়ের ব্যবধানটা আরো বড় হতে পারতো। তবে সেটি হতে দেননি উরুগুইয়ান গোলরক্ষক সের্জিও রোচেত। তবে বেশ কিছু দুর্দান্ত সেভের পর ৬৮তম মিনিটে আর পারেননি তিনি। হুলিয়ান আলভারেসের কাটব্যাকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন আলমাদা। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি রোচেত। বাকি সময়ে গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে একুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প্যারাগুয়ে। টানা তিন হারে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। নিজেদের পরের ম্যাচে বলিভিয়া (১৩) পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা।
উরুগুয়ের মতো দলের বিপক্ষে জেতা, সেটাও তাদের মাঠে এবং লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসের মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া- স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জয়ের চেয়েও মেসি-মার্তিনেসদের অনুপস্থিতিতে আলমাদা, জুলিয়ানো সিমেওনেদের মতো নতুনরা দলের প্রয়োজনে এগিয়ে আসায় বেশি খুশি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি বললেন, দলের শক্তির গভীরতায় তিনি তৃপ্ত, ‘কীভাবে আমি সন্তুষ্ট না হতে পারি? জয়ের জন্য নয়, যেভাবে তারা নিজেদের সবটুকু দিয়েছে তার জন্য। এটা এমন মাঠ, যেখানে খেলতে এসে প্রতিপক্ষের প্রবল চাপ সামলাতে হয়, যখন গোলের সুযোগ আসে, সেটা কাজে লাগাতে হয়। যখন রক্ষণ সামলানোর প্রয়োজন পড়ে তখন সেটা করতে হয়- এটা কঠিন। জাতীয় দল একটা দল। এখানে যখন কেউ অনুপস্থিত থাকে তখন আরেকজন এগিয়ে আসে। এমনকি আজ যখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিল না, তখনও আমরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি। পারফরম্যান্স হয়তো ভিন্ন হয় তবে দল নামের উর্ধ্বে।’
ন্যুনতম ব্যবধানে জয়ের পরও স্কালোনির এমন উচ্ছ্বাস দল হয়ে পারফর্ম করায়। যার শেষাঙ্কে তিলক এঁকে নিয়েছেন বয়স ভিত্তিক ফুটবলের প্রতিটি ধাপ পেরিয়ে জাতীয় দলে এসে নিজেকে প্রমাণের লড়াইয়ে নামা আলমাদা। মহাতারকা লিওনেল মেসির অনুপস্থিতিতে শুরুর একাদশে খেলেন ২৩ বছর বয়সী উইঙ্গার। আক্রমণে সুর বেঁধে দেওয়ার পাশাপাশি প্রয়োজনের সময় রক্ষণেও ভূমিকা রেখেছেন তিনি। ব্যবধান গড়ে দেওয়া গোলটি এসেছে তা পা থেকেই। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আলমাদা বললেন, নিজের জায়গা করতে সামর্থ্যরে ছাপ রাখতে উন্মুখ ছিলেন তিনি, ‘কিছুটা উদ্বিগ্ন ছিলাম, খেলার জন্য উন্মুখ ছিলাম এবং দেখাতে চেয়েছিলাম কেন আমি ডাক পেয়েছি। আমি অনেক শিখছি এবং মানিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। এটা খুব কঠিন ম্যাচ ছিল। তবে ঠিকঠাক মতোই সব করতে পেরেছি এবং জয় পেয়েছি। শুরুতে ভুগছিলাম তবে একবার গুছিয়ে নেওয়ার পর আমরাই নিয়ন্ত্রণ করি এবং জায়গা বের করে নিই। এখন ভালোভাবে বিশ্রাম নেব এবং ব্রাজিল ম্যাচের অপেক্ষায় থাকব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইতি টানছে 'গঙ্গাবুড়ি' রিভার হেরিটেজ প্রকল্প

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ২, আহত অন্তত ৫

গাজায় ফের ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪০

গফরগাঁওয়ে এক সপ্তাহে প্রতিকেজি ৩৫টাকার স্থলে ৬০ দরে বিক্রি হচ্ছে পেয়াজ

ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেনা বেগমের আত্মহত্যা

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিল হামাস

ওয়াটসনে ফেডারেল লিবারেল পার্টির প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ভারত বলল নজরে রয়েছে

অর্ধেক মূল্যে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বিশ্বকাপের টিকেট পেল পাকিস্তান

৯ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে শেষ চারে ম্যান ইউ

সমাবর্তন, আবাসন, জকসু নির্বাচনে গড়িমসি জবি প্রশাসনের

২৩ এপ্রিল ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল

ভারতের সঙ্গে ট্রানজিট ও অসমচুক্তি বাতিলে নোটিশ

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে :জমিয়তে উলামায়ে ইসলাম

ইমারত নির্মাণ বিধিমালা না মানলে কঠোর ব্যবস্থা :রাজউক চেয়ারম্যান

২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

৫ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কার সমাধান হবে না : জয়নুল আবদীন ফারুক

জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল দাবিতে মামলা

ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়াসহ ৬ মামলা আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার