অনুশীলন মাঠ পেতে ভোগান্তি জামালদের!
২৪ মার্চ ২০২৫, ০১:০৪ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:০৪ এএম

যেকোন খেলায় ঘরের মাঠে অতিথি দলকে সব সময়ই অসহযোগিতা করে থাকে ভারত। অনুশীলন থেকে শুরু করে মূল ম্যাচে মাঠে নামার আগ পর্যন্ত ভারতীয় দল সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করলেও তাদের বিপক্ষে খেলতে যাওয়া সফরকারী দল থাকে সুবিধাবঞ্চিত। যা আবারও দেখা গেল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে ভারত-বাংলাদেশ ম্যাচের আগে। আগামীকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা হবে ঘাসের মাঠে। সে অনুযায়ী ঘাসের মাঠেই নিয়মিত অনুশীলন করছে স্বাগতিক ভারত। কিন্তু সেই মাঠ পেতে ভোগান্তিতে পড়েছেন জামাল ভূঁইয়ারা। অনুশীলন মাঠ পেতে গলদঘর্ম হতে হচ্ছে পুরো বাংলাদেশ দলকে! আগের দিন ম্যাচভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামের টার্ফে টাকার বিনিময়ে অনুশীলন করেছেন হামজা চৌধুরী-জামাল ভূ্ইঁয়ারা। গতকালও সেখানে অনুশীলন করতে চাইলে শুরুতে নেহু গ্রাউন্ডে যেতে বলা হয় বাংলাদেশ ফুটবল দলকে। এ নিয়ে বাংলাদেশের ম্যানেজার আমের খান কাল সকাল থেকেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রতিনিধির সঙ্গে শিলংয়ে দেনদরবার করেন। পরে তিনি জানান, বাংলাদেশ দলের আজ (গতকাল) টার্ফে অনুশীলন করার কথা। কিন্তু হঠাৎ তারা বলছে এখানে অনুশীলন করার সুযোগ নেই। প্রথম দিন যে মাঠে অনুশীলন করেছে লাল-সবুজরা (শিলংয়ের নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ড) সেখানে যেতে বলছে ম্যাচের আয়োজকরা। এ নিয়ে দেনদরবার চলছে। অনুশীলনের মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমের খান বলেন, ‘এখানে না আসলে বুঝবেন না মাঠ নিয়ে ভোগান্তি কেমন হয়েছে। একবার বলে ৬টা, আবার বলে ৪টা। আমরা লাঞ্চ করবো কখন, আর অনুশীলন করবোই বা কখন। টিম হোটেল থেকে এক ঘণ্টার দূরত্বের সেই মাঠে কেনই বা যাবো আমরা। টার্ফ ব্যবহার করতে টাকা দিতে হয়েছে। তারপরও হোটেল থেকে সেখানে যেতে সময় লাগছে। অবশেষে শেষ মুহূর্তে এসে জওহরলাল নেহরু স্টেডিয়ামে টার্ফের মাঠ দিয়েছে ওরা। বিকাল ৪টায় থেকে এই মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে আমাদের ফুটবলাররা। তবে এখনও আমাদের ফ্লাডলাইটে অনুশীলন করা হয়নি।’ শিলংয়েল আবহাওয়া নিয়ে বাংলাদেশ দলের সমস্যা হওয়ার কথা নয় বলে জানান আমের খান। তার কথায়,‘এত প্রতিকূলতার মধ্যেও আমাদের খেলতে হবে, সেই প্রস্তুতি নিয়েই শিলং এসেছি। সউদী আরবের তায়েফে যে আবহাওয়া ছিল, এখানেও প্রায় একই। তাই কন্ডিশনের সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি বলা যায়।’
ভারতের আক্রমণভাগকে রুখে দিতে প্রস্তুত হচ্ছেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মণ। কাল অনুশীলন শেষে সেই দায়িত্বের কথা নিজেই জানালেন তিনি, ‘ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তবে এই ম্যাচ ভিন্ন। কারণ অনেক হাইপ উঠেছে এই ম্যাচকে ঘিরে। দেশের ফুটবল সমর্থকরা সবাই তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। বড় দায়িত্ব থাকবে আমার উপর। গোল হজম না করাই থাকবে আমার মূল লক্ষ্য। সঙ্গে দলকেও উজ্জীবিত করতে হবে। লক্ষ্য থাকবে আমার সঙ্গে যে তিনজন থাকবে, তাদের নিয়ে একটা ভালো ফাইট দেওয়া এবং গোল হজম না করা।’ প্রতিপক্ষ ভারতকে নিয়ে তপু বলেন, ‘ভারত সবসময়ই ভালো দল। আইএসএলে নিয়মিত খেলে থাকে ভারতের ফুটবলাররা। তাদের বদলি খেলোয়াড়রাও খুবই ভালোমানের। তবে সুনিল ছেত্রীর অবসর নেওয়ার পর থেকে ভারত আর ম্যাচ জেতেনি। আমরা বুঝতেই পারছি ভারতীয় দলে সুনিল ছেত্রীর গুরুত্ব কতটা। সে আসার পর আবার ভারত ম্যাচ জিতেছে। তাই সুনিলকে নিয়ে বাড়তি পরিকল্পনা রাখতেই হবে আমাদের।’ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের তারকা হামজা চৌধুরীকে নিয়ে বেশ উৎফুল তপু বর্মণ, ‘হামজা আমাদের প্রত্যেকের সঙ্গেই বেশ ভালো ভাবে মিশেছে। সবার সঙ্গেই খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে ইতোমধ্যে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি সবসময় তার কাছ থেকে শেখার চেষ্টা করি। কিভাবে ভালো করতে হবে।’ এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদি ফরোয়ার্ড মো. ইব্রাহিমও। তিনি বলেন, ‘ভারত ম্যাচের আগে আমাদের দলের সবার অবস্থা ভালো। অনেকদিন পরে জাতীয় দলে ফিরেছি। সেরা একাদশে থাকতে পারলে অবশ্যই ভালো লাগবে। বদলি হিসেবে নামলেও ভালো খেলার চেষ্টা থাকবে। আসলে সব জায়গায় প্রতিযোগিতা থাকবে, সেই চ্যালেঞ্জ নিয়েই এতদূর আসা। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ মিছিলে মূর্তি ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত

ফার্নান্দেসের রিয়ালে যাওয়ার ব্যাপারে যা বললেন তার কোচ

রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন এমবাপে: আনচেলত্তি

উইন্ডিজের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি

আমাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমির

বাকিটা জীবন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)

লক্ষ্মীপুরে অস্ত্রধারীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ

রামুতে গুলিতে নিহতের ঘটনায় ২ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার আটক ২

সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোরেলগঞ্জের পথে প্রান্তরে বিএনপি নেতা কাজী শিপন

ঈদে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

কুমিল্লায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের, নিহত ৩

দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

ঈদের পাঞ্জাবি নিয়ে বিপাকে বাবর, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী আদিত্যনাথের

মির্জাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিরোধপূর্ণ দুই ঈদগাহসহ আড়াই শতাধিক মাঠে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত