রাফিনিয়াকে ‘জবাব’, আর্জেন্টিনাকে মেসির অভিনন্দন
২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

সামাজিক মাধ্যমে খুব বেশি পোস্ট করতে বা লিখতে দেখা যায় না লিওনেল মেসিকে। তবে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেই সাথে এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে যেন একটু খোঁচাও দিলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে এই মাসের দুটি ম্যাচে অধিনায়ক মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালাসহ বেশ কজন ফুটবলারকে পায়নি আর্জেন্টিনা। তাদের ছাড়াই প্রথম ম্যাচে উরুগুয়ের মাঠে ১-০ গোলের জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় গতপরশু সকালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৪-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল।
বার্সেলোনার হয়ে এই মৌসুমে দারুণ সময় কাটানো রাফিনিয়া ম্যাচের আগে বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে আমরা হারাব... অবশ্যই! পর্যদুস্ত করব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করব... নিজের সবকিছু নিয়েই নামছি আমি...।’ ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের কণ্ঠে ছিল রাফিনিয়াকে জবাব দেওয়ার তৃপ্তি। বুধবার মেসির ইনস্টাগ্রাম পোস্টেও যেন মিশে রইল সেই ইঙ্গিত, ‘এই জাতীয় দল মাঠের ভেতরে, বাইরে, যেখানেই হোক না কেন, সবসময় ফুটবল দিয়েই জবাব দেয়। গত রাতের দুর্দান্ত ম্যাচ ও উরুগুয়ের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন।’
এদিকে, গত বিশ্বকাপের পর থেকেই প্রশ্নটি নানা সময়েই হয়ে উঠে আসছে। একটা সময় মনে হয়েছে, পরের বিশ্বকাপ তো অনেক দূরের পথ। সেই পথ এখন অনেকটাই শেষের কাছাকাছি। প্রসঙ্গটিও তাই জোরেসোরে উঠছে এখন। ২০২৬ বিশ্বকাপে নিশ্চয়ই খেলছেন মেসি! তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনই উত্তর খুঁজে হয়রান হতে চান না এবং মেসিকেও অস্থির করে না তোলার অনুরোধ করলেন তিনি।
বরং বিশ্বকাপে খেলা নিয়ে মেসিকে একদমই বিরক্ত করতে না করলেন কোচ, ‘আমরা দেখব কী হয়... এখনও অনেক সময় আছে। একটি একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। নইলে একই কথা বছরজুড়ে আমাদের বলে যেতেই হবে। আমাদের উচিত এখানে ক্ষান্তি দেওয়া, তাকে একটু নিষ্কৃতি দেওয়া। সময় হলে আমরা দেখব। সে যা চায়, নিজেই ঠিক করবে। দয়া করে তাকে এটা (বিশ্বকাপ) নিয়ে পাগল করে তুলবেন না।’
আগামী বছরের জুন-জুলাইয়ে বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। প্রথমবারের মতো এবার ৪৮ দল নিয়ে আয়োজিত হবে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ক্রীড়া আসর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

লালে লাল শাহজালাল স্লোগানে ঐতিহাসিক 'লাকড়ি তােলা' উৎসবে সিলেটে অসংখ্য ভক্ত অনুরাগী

কান উৎসবের মূল পর্বে বাংলাদেশি স্বপ্নদৈর্ঘ্য সিনেমা

রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদী ভূত রয়েছে তাঁদেরকে দূর করে নির্বাচন দিতে হবে --মানিকগঞ্জ দরবার শরীফের পীর

মাছের উৎপাদন ও রপ্তানিতে বিপুল সম্ভাবনা : কর্মশালায় বক্তারা

আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

রাজনৈতিক সেল্টারে বহাল তবিয়্যতে আ.লীগের দোসররা

যে কারণে বিএনপির কট্টর সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রনি

জিম্মিদের বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক মোসাদ প্রধানের

সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল হয়েছে আ.লীগের সময়ে : দুলু

বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে-দুলু

আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের

ভবিষ্যৎ ও অদৃশ্যের নিয়ন্ত্রণ কেবল আল্লাহ তা’য়ালারই হাতে

আমরা সবাই মিলেমিশে ঠাকুরগাঁও জেলাকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো : ফারুক হাসান

ভারতকে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

কাশ্মীর হামলায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে মসজিদ ,মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে -প্রিন্স

পদ্মার চরে জনমনে স্বস্তি ফিরিয়েছে সেনাবাহিনী

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ রাজধানীতে গ্রেপ্তার ৫