ভালভার্দে-ভিনি নৈপুণ্যে রিয়ালের জয়
মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারানোর পর আগের ম্যাচে বড় হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় দলটি। যা ছিল সব ধরনের প্রতিযোগিত মিলিয়ে ৩৬ ম্যাচ পর মাদ্রিদের হার। কঠিন সপ্তাহ অবশ্য দাপুটে জয়ে পেছনে ফেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদ।প্রথমার্ধে ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোদের হয়ে...