মেসি-এমাবাপের শেষ মিনিটে ঝলকে পিএসজির স্বস্তির জয়
চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখ থেকে হেরে বিদায় নেওয়া পিএসজি লীগে ওয়ানেও হোঁচট খেতে বসেছিল।ব্রেস্তের বিপক্ষে গতকাল ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল ১-১ সমতায়।
তবে পিএসজিকে নিশ্চিত পয়েন্ট হারানো থেকে বাঁচালেন দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। শেষ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে পিএসজির জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে।এই গোলেই ব্রেস্তেকে ঘরের মাঠে শনিবার রাতে...