সালাউদ্দিনের কথায় পাপনের প্রতিক্রিয়া!
০৭ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৮ পিএম

অর্থ সংকট দেখিয়ে প্যারিস অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্ব খেলতে মিয়ানমারে জাতীয় নারী দলকে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিস্তর প্রতিবেদন প্রকাশ ও প্রচার হয়েছে দেশের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায়। যে কারণে নিজেদের অবস্থান পরিস্কার করতে গত সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। এখানেই গণমাধ্যমের সামনে বিষয়টির ব্যাখ্যা দেন বাফুফের সভাপতি কাজী মো.সালাউদ্দিন। তিনি অকপটে স্বীকার করেন- অর্থ সংকটে মেয়েদের মিয়ানমারে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো উচিত ছিল তার। প্রধানমন্ত্রীকে না জানানোটা তার ভুল ছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই খেলাধুলার প্রতি অন্তঃপ্রাণ। ফুটবলবোদ্ধাদের মতে, বিষয়টি ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে জানালে মেয়েদের মিয়ানমারে যাওয়ার একটা ব্যবস্থা হতোই। কিন্তু অজানা কারণে বাফুফে সভাপতি তা করেননি। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ইঙ্গিত করে খোঁচা দেন সালাউদ্দিন। বিসিবি সভাপতির ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাপনকে কটাক্ষ করে সালাউদ্দিন বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়েছেন। আমি ওই রকম না। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ওই নাটক করতে পারবো না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। আমি লোক দেখানো কাজ করতে পারবো না।’
চার দিন পর সালাউদ্দিনের কথার প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন,‘দেখেন, সাধারণ জিনিস এটা। প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবোই। আমি জানি না, এটা নিয়ে কেন সে (সালাউদ্দিন) কথা বলেছে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।’
বিসিবির সভাপতি যোগ করেন,‘টাকা কোথায় গেছে সেই প্রশ্ন করাতেই আসলে খেপেছেন সালাউদ্দিন। সাংবাদিকদের উদ্দেশ্যে বিসিবি সভাপতির কৌশলী মন্তব্য, ‘আমার মনে হয় সমস্যাটা আপনাদের, আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করেছে। আপনারা এমন প্রশ্ন করতে যান কেন? এটা করলে তো উনার মাথা খারাপ হবেই, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন? করলে মাথা কি ঠিক থাকবে? তবে এটা সত্যি যে, টাকার অভাব দেখিয়ে অলিম্পিক গেমসের বাছাই পর্ব খেলতে মেয়েদের মিয়ানমারে না পাঠানোটা লজ্জাজনক।’
পাপনের ‘ব্যাকগ্রাউন্ড’ নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে বিসিবি সভাপতি বাফুফের সভাপতি সালাউদ্দিনকে একহাত নিয়েছেন,‘সব জায়গাতেই সব রকমের জিনিস আছে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন সব ফুটবলার...ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি নির্লজ্জ, বেহায়া, অহংকারী এটা বলা যাবে? তো- ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক কী, আমি জানি। এটা ব্যক্তির ব্যাপার। তবে আপনারা এসব প্রশ্ন না করাই ভালো।’ পাপন আরও বলেন,‘যে যত কথাই বলুক- আমার এগুলো নিয়ে মন খারাপ হওয়ার বা চিন্তা করার প্রশ্নই উঠে না। কথা কে বলছে সেটা আসলে বড় কথা। এ ধরনের লোক বললে কিছু যায় আসে না আমার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি

ডিসেম্বরে নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

স্পেশাল হেলথকেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

সংবিধানের মৌলিক সংস্কার টেকসই করতে জনগণের ম্যান্ডেট লাগবে: জোনায়েদ সাকি

কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি অধ্যাপক মো. ইউনুসের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার বিচার চান এলাকাবাসী

যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্টের সন্ধান

আওয়ামী লীগ ও তার দোসরদের সুযোগ দেওয়া যাবে না: আজাদ

মিশর উপকূলে সাবমেরিন ডুবে সলিল সমাধি ৬ পর্যটকের

গাজীপুরে যানজট নিয়ন্ত্রণ ও স্বল্পমূল্যে মাংস বিতরণে জিসিসির উদ্যোগ

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর হলেন লক্ষ্মীপুরের আবদুস সাত্তার পলোয়ান

ডেল্টা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ব্রাহ্মণবাড়িয়া ঘিরে নিজের পরিকল্পনার কথা জানালেন কবির আহমেদ ভূইয়া

আশুলিয়ায় অসহায়-দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

শিক্ষক নিবন্ধনে নারী কোটা

নাঙ্গলকোটে পুকুরে ডুবে খালাতো ২ ভাই-বোনের মৃত্যু

বিশিষ্টজনদের সম্মানে 'কমলনগর প্রেসক্লাবের' ইফতার

তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাইলট প্রকল্প

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দিন

জনগনের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব : আমিনুল হক