বিকেএসপির শাস্তি প্রত্যাহার করলো বাফুফে
০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগ লিগে খেলোয়াড় জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। গত মাসে বাফুফে ডিসিপ্লিনারি কমিটির দেওয়া এই শাস্তি প্রত্যাহার করল বাফুফে। মুলত বিকেএসপির আপীলের প্রেক্ষিতে এক বছর নিষিদ্ধ ও ১ লাখ টাকা জরিমানার শাস্তি প্রত্যাহার করে নেয় দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাটি। আবদুল মুয়ীদ চৌধুরির সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত বাফুফের আপীল কমিটির সভায় বিকেএসপির নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করা হয়। বিকেএসপির দুই কোচকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বাফুফে। আপীল কমিটি শাস্তি পর্যালোচনা করে সিনিয়র শাহেনুরকে ক্ষমা করলেও রবিউল ইসলামের শাস্তি বহাল রেখেছে। বিকেএসপি ইতোমধ্যে বাফুফের আপীল কমিটির সিদ্ধান্তের চিঠি পেয়েছে। তবে এক বছর নিষিদ্ধ ও ১ লাখ টাকা জরিমানার শাস্তি প্রত্যাহার করলেও ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক বিকেএসপি’র পয়েন্ট কর্তন এবং আরো কয়েকটি বিষয়ে শাস্তি বহাল রেখেছে আপীল কমিটি।
বাফুফের আপিল কমিটির সিদ্ধান্তে সন্তুষ্ট বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ। তিনি বলেন,‘আমরা সুস্পষ্টভাবে আমাদের অবস্থান তুলে ধরেছিলাম। প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপি কোনো অন্যায়-অনিয়ম করেনি। আপিল কমিটি আমাদের আবেদনটি গুরুত্ব সহকারে দেখেছে। এই সিদ্ধান্তের জন্য বাফুফের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই আমরা। এর মাধ্যমে প্রকৃত সত্যের জয় হলো।’ অদ্ভূত পরিস্থিতি নিয়ে বিকেএসপি আভ্যন্তরীণভাবে তদন্ত করছে। সেই তদন্ত নিয়ে বিকেএসপির মহাপরিচালক বলেন, ‘আমাদের অবস্থান সুস্পষ্ট, প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপির কোনো দায় নেই। ব্যক্তিগতভাবে ব্যক্তি জড়িত। তার ব্যাপারে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব।’
উল্লেখ্য সর্বশেষ তৃতীয় বিভাগ ফুটবল লিগে বিকেএসপির ফুটলাররা খেলেন চকবাজার কিংসের হয়ে। এ নিয়ে বিকেএসপির সঙ্গে চকবাজারের চুক্তি হয়। সেই চুক্তিবদ্ধ খেলোয়াড় অন্য নামে দ্বিতীয় বিভাগ লিগে খেলতে যাওয়ায় বিপত্তি ঘটে। যার ফলে বিকেএসপির উপর নেমে এসেছিল শাস্তি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে