আইসিসির মাসসেরার লড়াইয়ে শারমিন
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম
'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ' হওয়ার দৌড়ে মেয়েদের বিভাগে মনোনীত হয়েছেন বাংলাদেশের শারমিন আকতার। তার সাথে লড়াইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।
নভেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা বৃহস্পতিবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পুরুষ ক্যাটাগরিতে সেরা লড়াইয়ে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ, পাকিস্তানের হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।
১৬ মাস বিরতির পর গেল মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন শারমিন। মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই খেলেন তিনি। প্রথম ম্যাচে ৯৬ ও দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করেন শারমিন।
ডিসেম্বর মাসের শুরুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭২ রান করেন শারমিন। আইরিশদের বিপক্ষে ৩-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রাখায় আইসিসির নভেম্বর মাসের সেরা দৌঁড়ে মনোনয়ন পান শারমিন।
গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮০ রান ও ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ডি ক্লার্ক। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রাখেন ইংল্যান্ডের ওয়াট-হজ। তিন ম্যাচে সিরিজ সর্বোচ্চ ১৪২ রান করেন তিনি।
পুরুষ বিভাগে গেল মাসে মাত্র ১টি টেস্ট খেলেছেন বুমরাহ। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়কত্বের সাথে বল হাতে নিজের কাজটা দারুণভাবে করেছেন বুমরাহ। পার্থে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩০ রানে ৫ এবং ৪২ রানে ৩ উইকেট নেন বুমরাহ। দলের ২৯৫ রানে জয়ে বড় অবদান রাখায় মাস সেরার তালিকায় আছেন এই ডান-হাতি পেসার।
গত মাসে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ৬টি ওয়ানডেতে ১৩ উইকেট ও অসিদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে সেরার দৌঁড়ে আছেন পাকিস্তানের রউফ।
গেল মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ও শ্রীলংকার বিপক্ষে একটি টেস্ট খেলেছেন দক্ষিণ আফ্রিকার জানসেন। ভারতের বিপক্ষে ১টি হাফ-সেঞ্চুরিতে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৩ উইকেট নেন জানসেন।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা