বাংলাদেশ উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
১১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
আগের ম্যাচে ২৯৫ রান অনায়াসে টপকে ফেলা ইনফর্ম ওয়েস্ট ইন্ডিজ দলকে ২২৭ রান টার্গেটে আটকে রাখা দুরুহ কাজই ছিল।তবে কাজটা কঠিন হলেও বল হাতে তানজিদ-তাসকিনরা লড়াই করে ম্যাচ জমিয়ে তুলবেন এমনটা প্রত্যাশা ছিল টাইগার ভক্তদের।তবে তেমন কিছুই হয়নি।
দুই ওপেনারব্রান্ডন কিং ও এভিন লুইসের আগ্রাসী ব্যাটিংয়েসহজ লক্ষ্যকে আরও সহজ বানিয়ে ক্যারিবিয়ানরা জিতেছে ৭ উইকেট আর ৭৯ বল হাতে রেখে।
বুধবার (১১ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৫ বলে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভার ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ে ১০ বছর পর বাংলাদেশকে ঘরের মাঠে সিরিজ হারাল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে সর্বশেষ নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছিল উইন্ডিজ।
রান তাড়ায় শুরু থেকেই সাবলীল ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে দেখেশুনে খেলে ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন দুই ওপেনার এভিন লুইস এবং ব্রেন্ডন কিং। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে গড়েন ১০৯ রানের জুটি। এই জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
৪৯ রান করে রিশাদ হোসেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন লুইস। তবে কোনো চাপই আসতে দেননি কিং। তিনে নামা কেসি কার্টিকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৭৫ রানে নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন কিং। ৭৬ বলে ৩ ছক্কা ও ৮ চারে ৮২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
এর শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কার্টি। দলীয় ১৯৫ রানে ৪৭ বলে ৪৫ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর ক্রিজে আসা শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে ৭৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হোপ। রাদারফোর্ড ১৫ বলে ২৪ ও হোপ ২১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে বাংলাদেশ। শুরুটা হয় সৌম্য সরকারকে দিয়ে।প্রথম ম্যাচেও ব্যর্থ চতুর্থ ওভারের সময় মিড অনে গুদাকেশ মোতির হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার। তিনে খেলতে নেমে ব্যর্থ হন লিটন দাস।
ইনিংসের শুরু থেকেই রান করতে পারছিলেন না তিনি। ধৈর্যও তাই ছিল না। ১৯ বলে ৪ রান করে পুল করতে গিয়ে ঠিকঠাক পারেননি লিটন। ক্যাচ দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো এভিন লুইসের হাতে।
চারে নেমে ৫ বলে ১ রান করে বোল্ড হন মেহেদী হাসান মিরাজ। সিলসের বল তার ব্যাটে লেগে চলে যায় স্টাম্পে। তিন ব্যাটার আউট হলেও ওপেনার তানজিদ হাসান তামিম শুরু থেকেই খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে। তার ব্যাট থেকে আসছিল বাউন্ডারিও।
তবে সেটিও খুব বেশি লম্বা হয়নি। ৪ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৪৬ রানের ইনিংসটি থেমেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্রেভসের বলে ক্যাচ তুলে দিয়ে। চার উইকেট হারিয়ে ফেলার পর হাল ধরার চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।
চারে নেমে ৫ বলে ১ রান করে বোল্ড হন মেহেদী হাসান মিরাজ। সিলসের বল তার ব্যাটে লেগে চলে যায় স্টাম্পে। তিন ব্যাটার আউট হলেও ওপেনার তানজিদ হাসান তামিম শুরু থেকেই খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে। তার ব্যাট থেকে আসছিল বাউন্ডারিও।তবে দলীয় ৬৪ রানের মাথায় ৩৩ বলে ৪টি চার ২টি ছয়ে ৪৬ রান করে ফিরেন তিনি।
খাদের কিনারা থেকে এরপর বাংলাদেশের ইনিংস মেরামতের কাজটা এগিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে কার্যকর একটা জুটি গড়েন। আফিফ অবশ্য আজও সেট হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ, ফিরেছেন ২৯ বলে ২৪ রান করে।
এরপর গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা জাকের আলী অনিক (৩) ও লেগস্পিনার রিশাদ হোসেন (০) সঙ্গ দিতে পারেননি মাহমুদউল্লাহকে। তবে তরুণ পেসার তানজিম হাসান সাকিব আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন। অষ্টম উইকেটে ৯২ রানের জুটিতে সাকিবের অবদান ৬২ বলে ৪৫। এই রান করতে সাকিব চার হাঁকিয়েছেন ৪টি, ছক্কা ২টি। ৪৫তম ওভারে ৯২ বলে ২টি চার ৪টি ছয়ে ৬২ রান করে ফিরেছেন মাহমুদউল্লাহ। ৪৬তম ওভারে গুটিয়ে গেছে বাংলাদেশ। শেষ দিকে ৮ বলে ১৫ রান করেছেন পেসার শরিফুল ইসলাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান