স্বাধীনতা দিবস হ্যান্ডবল শুরু

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ ২০২৩, ০৮:১৫ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১১:০৭ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে স্বাধীনতা দিবস হ্যান্ডবল টুর্নামেন্টের খেলা। বুধবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নারী বিভাগের খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৪-৭ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে, ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ৩৬-১৬ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে এবং বাংলাদেশ আনসার ৪৩-২২ গোলে তেঁতুলিয়াকে হারায়। অন্যদিকে একই ভেন্যুতে পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ আনসার ৪১-১২ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩-১০ গোলে আইডিয়াল হ্যান্ডবল গার্ডেনকে হারায়।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজউকের সাবেক চেয়ারম্যান ও হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তাপতুন নাসরীন এবং সম্পাদক মো. মকবুল হোসেন।

 


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন