স্বাধীনতা দিবস হ্যান্ডবলের ফাইনাল শুক্রবার

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৬ মার্চ ২০২৩, ০৮:৫৮ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৪:০৬ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান স্বাধীনতা দিবস হ্যান্ডবল টুর্নামেন্টের নরী ও পুরুষ বিভাগের ফাইনাল খেলা শুক্রবার। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এদিন সকালে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার খেলবে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে। একই ভেন্যুতে বিকালে পুরুষ বিভাগের ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিপক্ষ বাংলাদেশ আনসার। এর আগে বৃহস্পতিবার বিকালে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বিজিবি ৩৫-২২ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে এবং দ্বিতীয় সেমিতে বাংলাদেশ আনসার ৪০-১৬ গোলে টিম হ্যান্ডবল ঢাকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে একই ভেন্যুতে নারী বিভাগের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৪৩-১৪ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ঢাকাকে হারিয়ে ফাইনালে জায়গা পায়। সন্ধ্যায় এই বিভাগের দ্বিতীয় সেমিতে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ৪৮-৩৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে।

শুক্রবার টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: জাফর উদ্দিন। এসময় বিশেষ অতিথি থাকবেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

 


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন