কারাগার থেকে মুক্তি মিললেও টেট ও তার ভাইকে থাকতে হবে 'গৃহবন্দী' হিসেবে
০১ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম
বির্তকিত কিক বক্সার এন্ড্রু টেট ও তার ভাইকে কারা হেফাজত থেকে সরিয়ে গৃহবন্দী হিসেবে রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বহুল আলোচিত এই মামলার শুনানি শেষে এক রোমানিয়ান বিচারপতি এই নির্দেশ দিয়ে সেটি তাৎক্ষণিক কার্যকরের জন্য সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ দেন।
এর আগে বুখারেস্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী টেইট ও অপরাধের সহযোগী হিসেবে আটক তার ভাইকে ২৯ এপ্রিল পর্যন্ত কারা হেফাজতের রাখার অনুমতি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।এই রায়ের পর আগের সেই সিদ্ধান্ত আর থাকছেনা।
দুই ভাই ছাড়াও তাদের আরো দুই সহযোগী জর্জিয়ানা নাগেল এবং লুয়ানা রাদুকেও মুক্তি দেওয়া হচ্ছে।তবে বিচারক অনুমতি দেওয়ার আগ পর্যন্ত এই চারজনে নিজ নিজ গৃহে কড়া নজরদারিতে থাকবেন।
এই রায়ের পর থেকে টেট ও তার ভাই উচ্ছ্বসিত ছিলেন বলে জানান আদালতে উপস্থিত তাদের এক শুভাকাঙ্ক্ষী।
এর আগে ৩০ ডিসেম্বর মানব পাচার, ধর্ষণ এবং সংঘবদ্ধ অপরাধ চক্র গঠনের অভিযোগে এন্ড্রু টেট ও তার ভাইকে গ্রেফতার করে রোমানিয়া পুলিশ। তাদের সঙ্গে দুই রোমানীয় নারীকেও গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে আসছেন টেইট।
গুরুতর এই অভিযোগে টেট দোষী সাব্যস্ত হলে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়া যায় সেই উদ্দেশ্যে গ্রেফতারের পরবর্তীতে বাজায়াপ্ত করা হয়েছে তার সব রকমের সম্পত্তি।
আদালতে দীর্ঘ তিন মাস ধরে জেলে রাখা অতিরিক্ত কঠোরতার প্রদর্শন উল্লেখ করে এর বিকল্প হিসেবে টেটকে গৃহবন্দী হিসেবে রাখা যায় কিনা সেটি বিবেচনা করার জন্য আদালতের কাছে আবেদন জানান। যার পরিপ্রেক্ষিতেই এ রায় এসেছে।
উল্লেখ্য,টেট একজন প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব। ২০১৬ সালে বিগ ব্রাদার নামে একটি রিয়েলিটি শো-তে অংশ নেন। কিন্তু এর পর বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই সময় বেল্ট দিয়ে এক নারীকে পেটাচ্ছেন–এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে রিয়েলিটি শো থেকে বাদ দেয়া হয়। তবে ওই ভিডিওকে ‘এডিট করা’ ও ‘মিথ্যা’ বলে দাবি করেন তিনি।
এরপর নারীদের নিয়ে একাধিক মানহানিকর মন্তব্যের জন্য আবারও সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন টেইট। বিশেষ করে যৌন নির্যাতনের ঘটনায় নারীদেরও দায় আছে-এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে বলেন এই কিক বক্সার।
পশ্চিমা গণমাধ্যম তাকে মিসোজিনিস্ট বা নারীবিদ্বেষী আখ্যা দেয়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের মতো মঞ্চে তাকে নিষিদ্ধ করা হয়। তবে এরপরেও বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি অতি বয়সের ছেলে মেয়েদের জনপ্রিয় হয়ে ছিলেন। পাঁচ বছর আগে তিনি ব্রিটেন ছেড়ে রোমানিয়া পাড়ি জমিয়েছিলেন। এর মাঝে ইসলাম ধর্ম গ্রহণ করেও আলোচনা এসেছিলেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আলাভেসকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সা
সউদী যুবরাজের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট জোলানির সাক্ষাৎ
ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন আরব মন্ত্রীরা
নববর্ষের ছুটিতে নিজ শহরে বীরোচিত অভ্যর্থনা ডিপসিকের প্রতিষ্ঠাতাকে
ট্রাম্পের নির্দেশে আইএসের বিরুদ্ধে সোমালিয়ায় বিমান হামলা শীর্ষ পরিকল্পনাকারী নিহত
সংঘাত নিরসন আলোচনা শুরুর প্রস্তুতি নিশ্চিত করেছেন জেলেনস্কি
সরে গেলো নৌকা
জানুয়ারিতে টার্কস্ট্রিম দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রফতানি রেকর্ড উচ্চতায়
ভারতের ৭৮ বিলিয়ন ডলার বাড়লো প্রতিরক্ষা বাজেট
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বী-বার্ষিক সম্মেলনে রেজাউল করিম
স্বামীর টাকা তাকে না বলে স্ত্রীর বাবা-মাকে দিয়ে দেওয়া প্রসঙ্গে।
মির্জাপুরে মাটিখেকোদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপজেলা প্রশাসনের
বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ
মির্জাপুরে মাটিখেকোদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপজেলা প্রশাসনের
নবাব সলিমুল্লাহ্'র ১১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আফ্রিদিকে মনে করালেন অভিষেক
ভারত সীমান্তের সেই বেড়িবাঁধ পরিদর্শনে যাবেন জামায়াত আমির
তৌহিদের সারা শরীরে নির্যাতনের চিহ্ন
গণতন্ত্রের আপসহীন সংগ্রামী বেগম খালেদা জিয়া
পাঠ্যপুস্তক ইতিহাস-সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের অনুগামী হতে হবে