কারাগার থেকে মুক্তি মিললেও টেট ও তার ভাইকে থাকতে হবে 'গৃহবন্দী' হিসেবে
০১ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম

বির্তকিত কিক বক্সার এন্ড্রু টেট ও তার ভাইকে কারা হেফাজত থেকে সরিয়ে গৃহবন্দী হিসেবে রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বহুল আলোচিত এই মামলার শুনানি শেষে এক রোমানিয়ান বিচারপতি এই নির্দেশ দিয়ে সেটি তাৎক্ষণিক কার্যকরের জন্য সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ দেন।
এর আগে বুখারেস্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী টেইট ও অপরাধের সহযোগী হিসেবে আটক তার ভাইকে ২৯ এপ্রিল পর্যন্ত কারা হেফাজতের রাখার অনুমতি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।এই রায়ের পর আগের সেই সিদ্ধান্ত আর থাকছেনা।
দুই ভাই ছাড়াও তাদের আরো দুই সহযোগী জর্জিয়ানা নাগেল এবং লুয়ানা রাদুকেও মুক্তি দেওয়া হচ্ছে।তবে বিচারক অনুমতি দেওয়ার আগ পর্যন্ত এই চারজনে নিজ নিজ গৃহে কড়া নজরদারিতে থাকবেন।
এই রায়ের পর থেকে টেট ও তার ভাই উচ্ছ্বসিত ছিলেন বলে জানান আদালতে উপস্থিত তাদের এক শুভাকাঙ্ক্ষী।
এর আগে ৩০ ডিসেম্বর মানব পাচার, ধর্ষণ এবং সংঘবদ্ধ অপরাধ চক্র গঠনের অভিযোগে এন্ড্রু টেট ও তার ভাইকে গ্রেফতার করে রোমানিয়া পুলিশ। তাদের সঙ্গে দুই রোমানীয় নারীকেও গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে আসছেন টেইট।
গুরুতর এই অভিযোগে টেট দোষী সাব্যস্ত হলে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়া যায় সেই উদ্দেশ্যে গ্রেফতারের পরবর্তীতে বাজায়াপ্ত করা হয়েছে তার সব রকমের সম্পত্তি।
আদালতে দীর্ঘ তিন মাস ধরে জেলে রাখা অতিরিক্ত কঠোরতার প্রদর্শন উল্লেখ করে এর বিকল্প হিসেবে টেটকে গৃহবন্দী হিসেবে রাখা যায় কিনা সেটি বিবেচনা করার জন্য আদালতের কাছে আবেদন জানান। যার পরিপ্রেক্ষিতেই এ রায় এসেছে।
উল্লেখ্য,টেট একজন প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব। ২০১৬ সালে বিগ ব্রাদার নামে একটি রিয়েলিটি শো-তে অংশ নেন। কিন্তু এর পর বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই সময় বেল্ট দিয়ে এক নারীকে পেটাচ্ছেন–এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে রিয়েলিটি শো থেকে বাদ দেয়া হয়। তবে ওই ভিডিওকে ‘এডিট করা’ ও ‘মিথ্যা’ বলে দাবি করেন তিনি।
এরপর নারীদের নিয়ে একাধিক মানহানিকর মন্তব্যের জন্য আবারও সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন টেইট। বিশেষ করে যৌন নির্যাতনের ঘটনায় নারীদেরও দায় আছে-এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে বলেন এই কিক বক্সার।
পশ্চিমা গণমাধ্যম তাকে মিসোজিনিস্ট বা নারীবিদ্বেষী আখ্যা দেয়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের মতো মঞ্চে তাকে নিষিদ্ধ করা হয়। তবে এরপরেও বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি অতি বয়সের ছেলে মেয়েদের জনপ্রিয় হয়ে ছিলেন। পাঁচ বছর আগে তিনি ব্রিটেন ছেড়ে রোমানিয়া পাড়ি জমিয়েছিলেন। এর মাঝে ইসলাম ধর্ম গ্রহণ করেও আলোচনা এসেছিলেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বরশিালে গোপন বঠৈকরে অভযিোগে জামাতরে ৫ জন আটক
রাত ৮টায় বন্ধ হয়ে যাচ্ছে বরিশাল সিটির নির্বচনী প্রচারনা

ঈদ উপলক্ষ্যে ১ কোটি ভিজিএফ কার্ডধারী ১০ কেজি করে চাল পাবেন

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

বৃষ্টিতে ভিজেই সমাবেশ ও মিছিল করলো শ্রমিক দল

কোরবানির জন্য প্রধানমন্ত্রীকে কৃষক বুলবুলের গরু উপহার

আগারগাঁও থেকেই খুলনা-বরিশাল সিটিতে নজর রাখবে ইসি

কাল উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, পাঁচ বছরে বাড়বে ‘দ্বিগুণ’ : গবেষণা

প্রায় তিন দশক পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

মেঘলা দিনেও দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ভারতে প্রথমবার চালু হলো শুধুমাত্র নারীদের হজ ফ্লাইট

আসছে ‘জলি এলএলবি ৩, লড়াই হবে অক্ষয় ও আরশাদের

প্রথমবার এক ফ্রেমে মোশাররফ, চঞ্চল ও আফরান নিশো

ভূঁইফোড় সাংবাদিকদের যন্ত্রনায় অতিষ্ঠ গুলশানের ব্যবসায়ী সুমন, গুলশান থানায় অভিযোগ

অভিষেকেই বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবিয়ান ব্যাটার