বিশ্বকাপগামী আরচ্যারি দলে নেই রোমান সানা!
০২ এপ্রিল ২০২৩, ০৮:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৫৩ পিএম
সতীর্থ এক আরচ্যারের সঙ্গে অসৌজন্য আচরণের দায়ে দুই বছর নিষিদ্ধ হয়েছিলেন দেশসেরা আরচ্যার রোমান সানা। যদিও তার আবেদনের প্রেক্ষিতেই গত ৭ মার্চ শর্তসাপেক্ষে রোমানের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। নিষেধাজ্ঞামুক্ত হয়েই ঘরোয়া আসরে স্বর্ণপদক জিতে নিজেকে প্রমাণ করলেও এই তীরন্দাজকে রাখা হয়নি তুরস্কতে অনুষ্ঠেয় বিশ্বকাপগামী আরচ্যারি দলে!
গত নভেম্বরে নিষেধাজ্ঞায় পড়েছিলেন রোমান সানা। পরে বাংলাদেশ আনসারের এই আরচ্যার ফেডারেশনের কাছে আবেদন করেছিলেন নিষেধাজ্ঞা তুলে নিতে। সাড়ে ৩ মাস পর শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেয় ফেডারেশন। তবে নিষিদ্ধ থাকা অবস্থায় ক্যাম্পের বাইরে থেকে অনুশীলন ঠিকই চালিয়ে যান সানা। যার ফলশ্রুতিতে গত মাসে স্বাধীনতা দিবস আরচ্যারি টুর্নামেন্টের রিকার্ভ একক ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জিতে নেন ২০১৯ সালে আরচ্যারি বিশ্বকাপে ব্রোঞ্জপদক জেতা রোমান সানা। কিন্তু এতেও মিলছে না তার আন্তর্জাতিক আসরে খেলার টিকিট।
আগামী ১৮ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় বিশ্বকাপ আরচ্যারির স্টেজ-১ এ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত বাংলাদেশ জাতীয় আরচ্যারি দলে রোমান সানা না থাকলেও রাখা হয়েছে রিকার্ভ বিভাগে হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান, সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা ও দিয়া সিদ্দিকী এবং কম্পাউন্ড বিভাগে আতিকুজ্জামান ও পুস্পিতা জামানকে। আরচারি ফেডারেশন সূত্রে গতকাল জানা গেছে, রোমান সানাকে দীর্ঘ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে বিশ্ব আরচ্যারি ফেডারেশন। এরই মধ্যে রোমান সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও নাকি তাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের পক্ষ থেকে। যে কারণে তাকে বিশ্বকাপগামী আরচ্যারি দলে রাখা হয়নি। তবে সব ঠিক থাকলে আগামী নভেম্বরে ব্যাংককে অনুষ্ঠিতব্য অলিম্পিক বাছাই প্রতিযোগিতার দলে রোমানকে রাখা হতে পারে। রোমান প্রসঙ্গে জাতীয় আরচ্যারি দলের জার্মান প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক রোববার বলেন, ‘আসলে রোমান এখনও পর্যবেক্ষণে রয়েছে। বিশ্ব আরচ্যারি ফেডারেশন থেকে তদন্ত হচ্ছে শুনেছি। তাই এখনই তাকে জাতীয় দলে নেওয়া যাচ্ছে না। তবে তুরস্কের পর শিঘ্রই হয়তো কোনো টুর্নামেন্টে রেমানকে দেখা যেতে পারে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি