এক ম্যাচ হাতে রেখেই প্রথম বিভাগ হকির চ্যাম্পিয়ন ঊষা
০২ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ঊষা ক্রীড়া চক্র। জিতলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ মাথায় নিয়ে রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হন ঊষার খেলোয়াড়রা। ম্যাচটি ভারতীয় রিক্রট ইশরাত ইখতিদারের হ্যাটট্রিকে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ঊষা। বিজয়ীদের পক্ষে ইশরাত তিনটি, দেবাশীষ কুমার রায় দু’টি এবং বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। হকি ঢাকা ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন তাওহিদ।
রোববার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে ১০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ঊষা। এসময় বাগাত সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা (১-০)। এক মিনিট পর ইশরাত ইখতিদারের গোলে ব্যবধান বাড়ায় দলটি (২-০)। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে ঢাকা ইউনাইটেড কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে আর রাখতে পারেনি। ম্যাচের ৩৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ঊষা। ৪০ ও ৪১ মিনিটে টানা দুই গোল করে নিজেদের হ্যাট্রিক পূর্ণ করেন ইশরাত (৫-০)। ম্যাচের ৪৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। কিছুটা আক্রণাত্মক হকি খেলে ম্যাচের ৫০ মিনিটে হকি ঢাকা ইউনাইটেডের তাওহিদের একটি গোল শোধ দেন (১-৬)। তবে ৫৫ মিনিটে হাবিব হোসেন বিজয়ীদের পক্ষে সপ্তম গোল করলে বড় জয়ের পাশাপাশি লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয় ঊষার (৭-০)। ১১ দলের এই লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলোতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় ঊষা। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হকি ঢাকা ইউনাইটেড।
প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে ঊষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগ নিশ্চিত করে খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন উষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার। তিনি বলেন,‘দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডানকে সবাই চেনেন। বাংলাদেশের হকির সুতিকাগার আরমানিটোলা, মাহুতটুলি থেকে উষার জন্ম। হকির সৌন্দর্য ঊষা ক্রীড়া চক্র। যখন প্রিমিয়ার বিভাগে ছিলাম তখন আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছি। কয়েক বছরের ব্যবধানে ফের প্রিমিয়ারে ফিরছি। এটা আমাদের জন্য বড় পাওয়া।’
এবার চ্যাম্পিয়ন উষার অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক অসীম কুমার গোপ। তার অধিনায়কত্বে ঊষা প্রিমিয়ারে উঠতে পেরেছে বলে তিনি তৃপ্ত। অসীম বলেন,‘নানা জটিলতায় গত প্রিমিয়ার লিগে মোহামেডানে খেলতে পারিনি৷ এবার একটা চ্যালেঞ্জ নিয়ে উষায় এসেছিলাম। প্রথম বিভাগ লিগ এবার অনেক প্রতিদ্বন্ধিতাপুর্ণ হয়েছে। এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি আমরা। অধিনায়ক হিসেবে এটা বড় পাওয়া আমার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফের মিয়ানমারে ভূমিকম্প

পহেলা বৈশাখকে কেন্দ্র করে আকাশচুম্বী ইলিশের দাম

আলাদা সচিবালয় ছাড়া সংস্কার অসম্ভব: প্রধান বিচারপতি

পহেলা বৈশাখের লোকসংগীতের বিশেষ আয়োজন “গাই বাংলার গান”

বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা হবে দুঃখজনক

বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেল চালক নিহত

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় ২০ জনের কারাবাস

ডিবি প্রধানের পদ থেকে সরানো হলো আলোচিত মল্লিককে

শেরপুরে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক, নতুন হিমাগার নির্মাণের দাবি

সাভারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

বেরোবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড় !

মাগুরার শালিখার আড়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধীর মৃত্যু

ইরানে আট পাকিস্তানি মোটর মেকানিককে গুলি করে হত্যা

কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা

আর্মেনিয়ার সংবিধান বদলের দাবি আজারবাইজানের

মহিপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

শেরপুর গারো পাহাড়ের বালুমহাল বিলুপ্ত ঘোষণা

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সুপার ফ্লপ সিনেমা

অবশেষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবের আদেশ বাতিল হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র্যাব