এক ম্যাচ হাতে রেখেই প্রথম বিভাগ হকির চ্যাম্পিয়ন ঊষা
০২ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ঊষা ক্রীড়া চক্র। জিতলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ মাথায় নিয়ে রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হন ঊষার খেলোয়াড়রা। ম্যাচটি ভারতীয় রিক্রট ইশরাত ইখতিদারের হ্যাটট্রিকে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ঊষা। বিজয়ীদের পক্ষে ইশরাত তিনটি, দেবাশীষ কুমার রায় দু’টি এবং বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। হকি ঢাকা ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন তাওহিদ।
রোববার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে ১০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ঊষা। এসময় বাগাত সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা (১-০)। এক মিনিট পর ইশরাত ইখতিদারের গোলে ব্যবধান বাড়ায় দলটি (২-০)। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে ঢাকা ইউনাইটেড কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে আর রাখতে পারেনি। ম্যাচের ৩৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ঊষা। ৪০ ও ৪১ মিনিটে টানা দুই গোল করে নিজেদের হ্যাট্রিক পূর্ণ করেন ইশরাত (৫-০)। ম্যাচের ৪৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। কিছুটা আক্রণাত্মক হকি খেলে ম্যাচের ৫০ মিনিটে হকি ঢাকা ইউনাইটেডের তাওহিদের একটি গোল শোধ দেন (১-৬)। তবে ৫৫ মিনিটে হাবিব হোসেন বিজয়ীদের পক্ষে সপ্তম গোল করলে বড় জয়ের পাশাপাশি লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয় ঊষার (৭-০)। ১১ দলের এই লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলোতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় ঊষা। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হকি ঢাকা ইউনাইটেড।
প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে ঊষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগ নিশ্চিত করে খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন উষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার। তিনি বলেন,‘দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডানকে সবাই চেনেন। বাংলাদেশের হকির সুতিকাগার আরমানিটোলা, মাহুতটুলি থেকে উষার জন্ম। হকির সৌন্দর্য ঊষা ক্রীড়া চক্র। যখন প্রিমিয়ার বিভাগে ছিলাম তখন আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছি। কয়েক বছরের ব্যবধানে ফের প্রিমিয়ারে ফিরছি। এটা আমাদের জন্য বড় পাওয়া।’
এবার চ্যাম্পিয়ন উষার অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক অসীম কুমার গোপ। তার অধিনায়কত্বে ঊষা প্রিমিয়ারে উঠতে পেরেছে বলে তিনি তৃপ্ত। অসীম বলেন,‘নানা জটিলতায় গত প্রিমিয়ার লিগে মোহামেডানে খেলতে পারিনি৷ এবার একটা চ্যালেঞ্জ নিয়ে উষায় এসেছিলাম। প্রথম বিভাগ লিগ এবার অনেক প্রতিদ্বন্ধিতাপুর্ণ হয়েছে। এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি আমরা। অধিনায়ক হিসেবে এটা বড় পাওয়া আমার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইবিতে হাতেনাতে ২ চোর আটক
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মেজর এম.এ জলিলকে বীর উত্তম খেতাব ফিরিয়ে দিতে হবে : মেজর হাফিজ
সজাগ-সতর্ক না থাকলে হায়নারা আবারও পরিবেশকে বিনষ্ট করবে : এ্যানি
ইসলামী শক্তিগুলোর উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কেউ কেউ : ড. আহমদ আবদুল কাদের
ইসরায়েলি হামলায় গাজার এক নারী বন্দী নিহত, দাবি হামাসের
সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে ১০ শ্রমিক দগ্ধ
গাজীপুরের আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
পাঁচ ঘন্টা পর প্রশাসনিক ভবনের অবরোধ তুলে নিল জাবি শিক্ষার্থীরা
সোহরাওয়ার্দী-নজরুল কলেজে বহিরাগতদের হামলা ভাঙচুর,পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ
বিএনপি ক্ষমতায় এলে চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে: আমীর খসরু
মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়,মোদীর নেতৃত্বে বিজেপির নতুন উত্থান
‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটের সদস্য হয়েছে বাংলাদেশ
ইসলামাবাদের দিকে যাচ্ছে ইমরান খানের সমর্থকদের বিশাল বহর
আদালতের নির্দেশনায় ব্যাটারি চালিত রিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রেল পথে চলল পরীক্ষামূলক ট্রেন
"অবশেষে গুজব ছড়ানোর অভিযোগ নিয়ে প্রকাশ্যে আসলো সায়রা বানুর বার্তা"
এস আলমের মালিকানাধীন কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ বিক্ষোভ