ব্যাডমিন্টন ফেডারেশনে নির্বাচনী হাওয়া
০৬ মে ২০২৩, ০৯:৪১ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
দীর্ঘ প্রায় সাত বছর ধরে ঘরোয়া ব্যাডমিন্টনের লিগ বন্ধ। নানা কারণে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এই সময়ের মধ্যে বাৎসরিক কোন পঞ্জিকাও দিতে পারেনি। নির্বাচিত কমিটির মেয়াদ শেষে গত আড়াই বছরে তিনটি এডহক কমিটি দেখেছে এই ফেডারেশন। যে কারণে দেশে খেলাটির মান ক্রমাগত পিছিয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব পরিমল সিংহ ব্যাডমিন্টন ফেডারেশনের পুনর্গঠিত অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনের উদ্যোগ নেন। ফলে এখন নির্বাচনী হাওয়া বইছে ব্যাডমিন্টন ফেডারেশনে। বহুল প্রতিক্ষিত এই নির্বাচন আগামী ২২ মে। নির্বাচনকে সামনে রেখে ব্যাডমিন্টনের বৃহত্তর স্বার্থে একটি সম্মিলিত প্যানেল গঠন করার আলোচনা চলছে। ব্যাডমিন্টন যখন ইতিবাচক ধারায় ফেরার অপেক্ষায়, ঠিক তখনি চিহ্নিত একটি মহল নানারকম বানোয়াট তথ্য দিয়ে ও মিথ্যাচার করে কুৎসা রটিয়ে এই উদ্যোগকে ব্যহত করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, পরিক্ষীত ব্যাডমিন্টন সংগঠকদের নিয়ে একটি কমিটি হলে বিগত তিন বছর ধরে ফেডারেশনে গড়ে ওঠা বাণিজ্যিক সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে বলেই ওই মহলটি নানারকম মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ও কল্পকাহিনী ছড়াচ্ছে। যাতে নির্বাচন বানচাল হয়ে ফের অ্যাডহক কমিটির যাতাকলে চাপা পড়ে ব্যাডমিন্টন ফেডারেশন। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক শাটলার জোবায়েদুর রহমান রানা এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ব্যাডমিন্টনের বৃহত্তর স্বার্থে একটি কার্যকর ঐক্যবদ্ধ প্যানেল গঠনের জন্য আলোচনা করছি। নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করলে জনপ্রিয় এই খেলাটি হারিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। আমি মনে করি ষড়যন্ত্রকারী ব্যবসায়ী সিন্ডিকেট যারা গেড়ে বসেছে তারা স্বাভাবিকভাবেই ইতিবাচক উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেবে। নির্বাচনের মাধ্যমে কাউন্সিলররাই তাদেরকে বয়কট করবেন এবং দেশের ব্যাডমিন্টন সুষ্ঠ ধারায় ফিরে আসবে। এই সিন্ডিকেটের প্রচার করা বিভ্রান্তিকর তথ্য, কুৎসা রটনা, মিথ্যাচার ও ষড়যন্ত্র নির্বাচনকে রুখতে পারবে না। দেশের ব্যাডমিন্টন খেলার উন্নয়নে কাজ করতে বৃহত্তর স্বার্থে সুষ্ঠধারায় ফিরে নির্বাচনে অংশ নিতে আমি তাদেরকে আহবান জানাই।’
অনুসন্ধানে জানা যায়, এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কুৎসা রটানো সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে ২০১০-২০১২ সাল পর্যন্ত সময়ের অ্যাডহক কমিটির তৎকালীন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। যারা নীট কনসার্ন ক্লাবের এক কোটি ১৮ লাখ টাকার হিসাব দিতে পারেনি। ওই ক্লাবের খেলোয়াড়দের বেতন ও ভাতাও তারা লোপাট করেছিল। এমনকি নিম্নমানের চারটি চায়নিজ ম্যাট (যার একেকটির মূল্য এক লাখ ২০ হাজার টাকা করে) এনে ইউনেক্স লোগো লাগিয়ে তা ২০ লাখের অধিক টাকায় ফেডারেশনের নিকট বিক্রি করে। এছাড়া নিন্মমানের কপি শাটল ফেডারেশনের সরবরাহ করে বেশি দামে। এছাড়া এই সিন্ডিকেটের একজন জাতীয় দলের কোচ হয়ে খেলোয়াড়দের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠানের আমাদানীকৃত ক্রীড়া সামগ্রী কিনতে বাধ্য করেন। সূত্রে আরও জানা যায়, এই সিন্ডিকেটের পক্ষ নিয়ে আদাজল খেয়ে নেমেছেন ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। তারা তাদের পছন্দের লোকদের নিয়ে গঠিত সিন্ডিকেটকে নির্বাচনে জিতিয়ে আনার বিষয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃবৃন্দের উপর বিভিন্নভাবে অনৈতিক চাপ প্রয়োগ করছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ