স্টেডিয়ামের ড্রেসিংরুমেই ক্যাম্প!
০৮ মে ২০২৩, ১০:৪৮ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ০১:০৫ এএম
রাজধানীর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে বর্তমানে চলছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগের খেলা। এই লিগে সাতটি ক্লাব অংশ নিচ্ছে। তবে অবাক করা কা- হচ্ছে- মওলানা ভাসানী স্টেডিয়ামের ড্রেসিংরুমেই সাত ক্লাবের মেধ্য চারটি ক্যাম্প করা হয়েছে! যা দেখে হতবাক হকি সংশ্লিষ্টরা। এই স্টেডিয়ামের মাঠের এক পাশে রয়েছে চারটি ড্রেসিংরুম। ম্যাচ শুরুর আগে যেখানে খেলোয়াড়রা তাদের প্রয়োজনীয় পোশাকাদি বদল করেন ও বিশ্রাম নেন। এই চার ড্রেসিংরুমেই খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা করেছে রক্তিম সংঘ, বর্ণক সমাজ, তেজগাঁও অগ্রগামী ও ঢাকা ইয়াং স্টার ক্লাব! এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাহী সদস্য ও দ্বিতীয় বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক জামিল আব্দুন নাসের বলেন, ‘এই চারটি ক্লাবই বাহফের কাছে আবাসিক সহায়তা চেয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে ও সামগ্রিক দিক বিবেচনা করেই ড্রেসিংরুমে তাদের খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।’
এবারের দ্বিতীয় বিভাগ লিগে অংশ নেয়া সাত ক্লাবের প্রত্যেকটিকেই এক লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। যার প্রথম কিস্তি হিসাবে ইতোমধ্যে ৩০ হাজার টাকা করে পেয়েছে ক্লাবগুলো। এই অর্থ থেকে ড্রেসিংরুমে ক্যাম্প করা চার ক্লাবকে ১০ হাজার টাকা করে জমা দিতে হয়েছে। এ প্রসঙ্গে নাসের বলেন,‘ডেসিংরুমে তাদের আবাসন বিনামূল্যে হলেও কিছু সুবিধা দেওয়ার বিপরীতে ক্লাবগুলোর কাছ থেকে ১০ হাজার করে টাকা নেওয়া হয়েছে।’
চার ক্লাব চারটি ড্রেসিংরুম ক্যাম্প হিসেবে ব্যবহার করায় বাইরে থাকা তিন দল উদিতি, ঢাকা হকি ক্লাব ও ইস্ট এন্ড গ্রিনের মধ্যে ম্যাচ হলে তখন পরিস্থিতি কেমন দাঁড়ায়? এ প্রশ্নের উত্তরে লিগ কমিটির সম্পাদক বলেন,‘ক্যাম্পের বাইরে থাকা দুই দলের ম্যাচ থাকলে আমাদের নির্দেশনা রয়েছে যে দলের যেই দিকের টেন্ট সেই দল সেই দিকের ড্রেসিংরুম ব্যবহার করবে। বিশেষ করে ওয়াশরুম যেন তারা ব্যবহারের সুযোগ পায় সেই দিকে ওই চার ক্লাবকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ গতকাল সরেজমিনে দেখা গেছে ড্রেসিংরুমে বিছানা পেতে ঘুমাচ্ছেন ১৮-২০ জন করে খেলোয়াড়। যাদের অধিকাংশই নবীন ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া হওয়ায় সুযোগ-সুবিধার অপ্রাপ্তির চেয়ে তাদের কাছে এভাবে ক্যাম্প করাটা অনেক রোমাঞ্চের। তাই তাদের মুখ থেকে কোনো অভিযোগ শোনা যায়নি।
এবারের দ্বিতীয় বিভাগ লিগ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। প্রত্যেক দলের ছয়টি করে ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠবে। এবার এই লিগে কোনো রেলিগেশন থাকছে না।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু
১১ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা