‘বিগ থ্রি’ হঠিয়ে ‘বিগ ওয়ান’ হতে যাচ্ছে ভারত!
১০ মে ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১২:০৩ এএম
আইসিসির রাজস্ব-বন্টনের খেলায় একসময় জন্ম নিয়েছিল তুমুল আলোচিত-সমালোচিত ‘বিগ থ্রি।’ এবার সামনে দেখা যেতে পারে ‘বিগ ওয়ান’, যেখানে আইসিসি থেকে আয়ের পালায় এককভাবে রাজত্ব করবে ভারত। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইসিসির প্রস্তাবিত পরবর্তী রাজস্ব-বন্টন মডেল অনুযায়ী, ৪০ শতাংশের কাছাকাছি আয় একাই নেবে ভারতীয় বোর্ড বিসিসিআই। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই কাঠামো এখনও প্রস্তাবনার পর্যায়ে আছে। তবে সেটির কাগজপত্র হাতে পেয়েছে বলে দাবি করেছে ইএসপিএনক্রিকইনফো।
এই প্রস্তাবনা অনুযায়ী, সামনের চার বছরে আইসিসির সম্ভাব্য আয় প্রতি বছর ৬০ কোটি মার্কিন ডলার। সেখান থেকে ভারতীয় বোর্ড পাবে প্রতি বছরে ২৩ কোটি মার্কিন ডলার। যা মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ। প্রস্তাবিত এই কাঠামোয় দ্বিতীয় সর্বোচ্চ আয় হবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের। তবে ভারতের চেয়ে তারা যোজন যোজন পিছিয়ে। ইংল্যান্ডের বোর্ড পাবে প্রতি বছর ৪ কোটি ১৩ লাখ ডলারের একটু বেশি। যা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ। ক্রিকেট অস্ট্রেলিয়া পাবে মোট আয়ের ৬.২৫ শতাংশ, অর্থের অঙ্কে যা ৩ কোটি ৭৫ লাখ ডলারের চেয়ে বেশি। এছাড়া বার্ষিক ৩ কোটি ডলারের বেশি পাবে আর কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের আয় হবে ৩ কোটি ৪৫ লাখ ডলারের একটু বেশি, শতকরা হারে ৫.৭৫ শতাংশ।
পূর্ণ সদস্য বাকি ৮ দেশের সবার আয় হবে ৫ শতাংশের নিচে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে পাবে ২ কোটি ৬৭ লাখ ডলারের একটু বেশি, মোট আয়ের যা ৪.৪৬ শতাংশ। আয়ের দিক থেকে বাংলাদেশ থাকবে তালিকার আট নম্বরে। বাংলাদেশেরও নিচে থাকবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আয়। তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ওপরে থাকা নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বোর্ডের আয় মোটামুটি কাছাকাছিই। সবচেয়ে কম ১ কোটি ৬৮ লাখ ডলার আয় হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের।
আইসিসির একটি বিশেষ দল এবং সংস্থাটির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি মিলে রাজস্ব বন্টনের এই কাঠামো তৈরি করছে। মার্চে আইসিসির বোর্ড সভায় এটি নিয়ে আলোচনা হয় এবং কাঠামোর কিছু কিছু দিক তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, রাজস্ব বন্টন পদ্ধতির মানদ-। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযাযী, চারটি মানদ- বিবেচনায় বোর্ডগুলির আয় নির্ধারণ করা হয়েছে- ক্রিকেট ইতিহাস ও ঐতিহ্য, আইসিসি টুর্নামেন্টগুলোর ছেলে ও মেয়েদের আসরে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে সম্মান, যেটি সব দেশেরই সমান। ক্রিকেট ইতিহাসের ক্ষেত্রে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড ছাড়া অন্য সব পূর্ণ সদস্য দেশই সমান ৬.৯ শতাংশ শেয়ার পেয়েছে।
আইসিসির টুর্নামেন্টগুলোয় পারফরম্যান্সের ক্ষেত্রে মূলত মানদ- ধরা হয়েছে নক আউট পর্বে পা রাখাকে। সেখানে অনুমিতভাবেই সবার ওপরে অস্ট্রেলিয়া (২১.৯ শতাংশ)। তাদের পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ) ও ভারত (১৭.৪ শতাংশ)। ভারত সবাইকে অনেক পেছনে ফেলে দিয়েছে বাণিজ্যিক আয়ের অবদানের ক্ষেত্রে। প্রস্তাবিত এই কাঠামোয় এখানে ভারতীয় বোর্ড পাচ্ছে ৮৫.৩ শতাংশ! এটি কীভাবে ঠিক করা হলো, ইএসপিএনক্রিকইনফোর পাওয়া কাগজে সেটির ব্যাখ্যা নেই। তবে সাধারণত ধারণা করা হয়, বৈশ্বির ক্রিকেট অর্থনীতিতে ভারতের অবদান ৭০ থেকে ৮০ শতাংশ। প্রস্তাবিত এই কাঠামো নিয়ে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মতামত জানানোর কথা সদস্য দেশগুলির। সেটি হয়ে গেলে ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি তা পাঠাবে আইসিসি বোর্ডের অনুমোদনের জন্য। অনুমোদনের সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে আগামী মাসে ডারবানে আইসিসির বোর্ড সভায়।
তবে সবকিছু এতটা মসৃণ নাও হতে পারে। ইএসপিএনক্রিকইনফা জানাচ্ছে, এই কাঠামোর অনেক কিছু নিয়েই অনেক প্রশ্ন আছে সদস্য দেশগুলির। একটি যেমন পারফরম্যান্সের মানদ-। গত ১৬ বছরই কেন বিবেচনায় নেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন আছে। কয়েকটি সদস্য দেশের চাওয়া, ১২ বছর বিবেচনায় নেওয়া। এছাড়া অন্যান্য মানদ- ও কাঠামোর নানা হিসাব নিয়েও বোর্ডগুলির প্রশ্ন আছে বলে জানিয়েছে এই ক্রিকেট ওয়েবসাইটটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান