তারকা শাটলারের প্রতিপক্ষ ক্রীড়া সংগঠক পরিষদ!
১৫ মে ২০২৩, ০৮:৩০ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
মনোনয়নপত্র জমাদানের মধ্যদিয়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দু’পক্ষ এখন সরব। একদিকে সাবেক জাতীয় তারকা শাটলাররা। অন্যদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠকরা। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাবেক তারকা শাটলার জোবায়েদুর রহমান রানার প্রতিপক্ষ হয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দুই পক্ষই তাদের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক শাটলার ও সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল ২১ টি এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত আমির হোসেন বাহারের প্যানেল ২৭টি মনোনয়ন জমা দিয়েছে। ব্যাডমিন্টনের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক একটি, যুগ্ম সম্পাদক দু’টি, কোষাধ্যক্ষ একটি, সহ-সভাপতি চারটি ও নির্বাহী সদস্য ১৬টি পদ রয়েছে। সাধারণ সম্পাদক পদে জমা পড়েছে তিনটি মনোনয়নপত্র। রানা ও বাহার ছাড়াও সাধারণ সম্পাদক পদে নিজের মনোনয়নপত্র জমা দেন আলমগীর হোসেনও। একই সঙ্গে এই তিনজন সহ-সভাপতি পদেও মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ দফায় দফায় একক প্যানেল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। দু’পক্ষই দুই বিষয়ে অনড় থাকায় দুই প্যানেল থেকে মনোনয়ন জমা পড়েছে। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে অবশ্য আলোচনার সুযোগ দেখছেন দুই প্যানেলের সংগঠকরাই। রানার নেতৃত্বাধীন প্যানেল তারকাখচিত। ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী নারী শাটলার ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা, মরিয়ম তারেক, সাবেক চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন, আন্তর্জাতিক আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল যথাক্রমে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধক্ষ্য পদে প্রার্থী হয়েছেন। অন্য দিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে তারকা ক্রীড়াবিদ নেই বললেই চলে। সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনে তাদের পরিচিতিও খুব কম। এরপরও ভোটযুদ্ধে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ ব্যাডমিন্টনের নির্বাচনে ৯৮ ভোটের মধ্যে ৬৯ টি জেলা-বিভাগের।
মনোনয়নপত্র জমা দিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আপনারা যদি দু’টি প্যানেল বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন ব্যাডমিন্টনের প্রকৃত এবং যোগ্য মানুষ কোথায় বেশি। ব্যাডমিন্টনের উন্নয়নের জন্য আশা করি ভোটাররা তা বিবেচনা করবেন।’ আমির হোসেন বাহার বলেন,‘দেশে ব্যাডমিন্টন খেলাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে এবং খেলাটির উন্নয়নে কাজ করবো বলেই প্রার্থী হয়েছে। অতীতে দায়িত্বে থেকে যা করতে পারিনি নির্বাচিত হলে এবার তা করে দেখাবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে যারা আছেন
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা