সেল্টার দায়িত্ব নিলেন বেনিতেজ
২৫ জুন ২০২৩, ১০:২৬ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০১ এএম
সদ্য সমাপ্ত মৌসুমে লা লিগায় টিকে থাকতে প্রবলভাবে ধুঁকতে হয় সেল্টা ভিগোকে। শেষ ম্যাচ পর্যন্ত তুমুল লড়াইয়ের পর তারা কোনোরকমে টিকে যায়। পরে পর্তুগিজ কোচ কার্লোস কার্ভালহালকে বরখাস্ত করে তারা। আগামী মৌসুমে ক্লাবটি ১০০ বছর পূর্তির উৎসব করবে। শত বছর পূর্তিতে মাঠের ফুটবলেও দারুণ কিছুর আশায় আছে সেল্টা বোর্ড। তাই তারা হাত বাড়িয়েছে স্পেনের বর্ষীয়ান কোচ রাফায়েল বেনিতেজের দিকে। পরশু রাতে সেল্টা এই ৬৩ বছর বয়সী কোচের সঙ্গে ৩ বছরের চুক্তির ব্যাপারটি বিবৃতির মাধ্যমে জানায়। সেল্টা বিবৃতির মাধ্যমে জানায়, ‘আমাদের দেশের ইতিহাসের সেরা কোচদের একজন বেনিতেজ এবং মূল ধারার ইউরোপিয়ান লিগগুলোতে বিশ্বমানের সব দলকে কোচিং করিয়েছেন। আমাদের শতবর্ষ পূর্তির মৌসুমে, সেল্টা সমর্থকদের জন্য স্মরণীয় মুহূর্তে দুর্দান্ত একজন নেতাকে আমরা পেতে যাচ্ছি।’
খেলোয়াড়ী জীবনে শীর্ষ পর্যায়ের ফুটবলে কখনও খেলতে পারেননি বেনিতেজ। মাত্র ২৬ বছর বয়সে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ দল দিয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথম কোনো বড় ক্লাবের দায়িত্ব পান রিয়াল ভাইয়াদলিদে, ৩৫ বছর বয়সে। এরপর স্পেনের ফুটবলেই ওসাসুনা, এক্সত্রেমাদুরা, তেনেরিফে হয়ে নাম লেখান ভালেন্সিয়ায়। এই ক্লাবের হয়ে দুটি লা লিগা ও ২০০৪ সালে উয়েফা কাপ জেতেন তিনি। পরে ওই বছরই দায়িত্ব নেন লিভারপুলের। ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় ইংলিশ এই ক্লাবেই ছিলেন তিনি। তার কোচিংয়ে ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসি মিলানের বিপক্ষে স্মরণীয় এক ম্যাচে শিরোপা জিতে নেয় লিভারপুল। এক মৌসুম পরে আবার ফাইনালে উঠে তারা হেরে যায় এসি মিলানের কাছেই। এছাড়াও লিভারপুল একবার করে এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও উয়েফা সুপার কাপ জেতে তার কোচিংয়ে। ২০১০ সালে লিভারপুলের অধ্যায় শেষ হওয়ার পর প্রথমবার ইতালিয়ান ফুটবলে পা রাখেন তিনি ইন্টার মিলানের দায়িত্বে। সেবার ক্লাবটি ইতালিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান।
এরপর বছর দুয়েক বিরতি দিয়ে ২০১২-১৩ মৌসুমে চেলসির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নিয়ে দলকে এনে দেন ইউরোপা লিগের শিরোপা। পরে নাপোলির হয়ে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতেন, নিউক্যাসল ইউনাইটেডের হয়ে জেতেন লিগ কাপ। মাঝে রিয়াল মাদ্রিদের হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। তাকে ছাঁটাই করে জিনেদিন জিদানকে দায়িত্বে এনেছিল রিয়াল। সবশেষ ২০২১ সালে এভারটনের দায়িত্ব নিয়ে টিকতে পারেন কেবল মাস ছয়েক। এবার স্প্যানিশ এই কোচের নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে আবার স্পেনের ফুটবলে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো