শেখ কামাল পুরস্কার দেয়া হচ্ছে ১০ ক্রীড়া ব্যাক্তিত্বকে
০৩ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:১০ এএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের নামে এবারের জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেয়া হচ্ছে ১০ ক্রীড়া ব্যাক্তিত্বকে। সঙ্গে পুরস্কৃত করা হবে দু’টি প্রতিষ্ঠানকেও। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্রের ৭৪তম জন্মবার্ষিকীর দিন শনিবার সকাল সাড়ে ৯টায় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য মনোনীতদের হাতে তুলে দেয়া হবে ১ লাখ টাকার চেক, ক্রেস্ট ও একটি করে সনদপত্র। এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. নজরুল ইসলাম, এনএসসি’র সচিব পরিমল সিংহ এবং সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, এবার ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। নিজ বক্তব্যে তিনি বলেন,‘আমরা তরুন খেলোয়াড়দের উৎসাহিত করতে চাই। বর্ষিয়ানদের সম্মান জানাতে চাই। ক্রীড়াঙ্গণে পৃষ্ঠপোষকদের আরও আগ্রহী করে তুলতে চাই। এছাড়া অনেক সংগঠক রয়েছেন, যারা নিভৃতে কাজ করে যাচ্ছেন, তাদেরকে স্বীকৃতি দিতে চাই। সে লক্ষ্যেই আমাদের এই শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের আয়োজন। তৃতীয়বারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছি আমরা।’
টানা তৃতীয়বারের মতো আয়োজিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ হকির জীবন্ত কিংবদন্তি সাবেক খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক। এছাড়া খেলোয়াড় ক্যাটাগরিতে দেশের তারকা নারী ফুটবলার সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ, ভারোত্তোলক জিয়ারুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে টেবিল টেনিসের মুহতাসিন আহমেদ হৃদয় ও হকির আমিরুল ইসলাম, ক্রীড়া সংগঠক হিসাবে কলসিন্দুরের মালা রানী সরকার ও হকির ফজলুল ইসলাম (ওস্তাদ ফজলু), ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে খন্দকার তারেক মো. নুরুল্লাহ এবং ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে নন্দিত ধারাভাষ্যকার আতাহার আলী খান। সেরা ক্রীড়া সংস্থা হিসেবে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন এবং ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে এই পুরস্কার পাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ওস্তাদ ফজলু ওরফে ফজলুল ইসলাম একজন নিভৃত হকি কোচ। করোনাকালীন সময়ে তিনি ধারাবাহিকভাবে হকি খেলোয়াড় তৈরীর জন্য কাজ করেছেন। উনার হাতে গড়া খেলোয়াড়রাই আজ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। যদিও এই পুরস্কারের জন্য তিনি আবেদন করতে চাননি। আমরা স্বপ্রোণদীত হয়েই তাকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিচ্ছি।’
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন যারা-
আজীবন সম্মাননা: আব্দুস সাদেক
ক্রীড়াবিদ: সাবিনা খাতুন,তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
উদীয়মান ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম
ক্রীড়া সংগঠক: মালা রাণী সরকার ও ফজলুল ইসলাম
ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক
ধারাভাষ্যকার: আতাহার আলী খান
ক্রীড়া সংস্থা: আরচ্যারি ফেডারেশন
পৃষ্ঠপোষক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা