বাংলাদেশে সেই বিতর্কিত ঘটনা তবুও অনুতপ্ত নন হারমানপ্রিত!
২০ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
মিরপুরে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য ও সেদিনের নানা বিতর্কিত কা-ে কোনো অনুতাপ বা অনুশোচনা নেই হারমানপ্রিত কৌরের। কোনো ক্রিকেটার বা কাউকে ভুল কিছু বলেননি বলেও দাবি করলেন তিনি। ভারতীয় অধিনায়ক বললেন, মাঠে তিনি যা দেখেছেন, সেসবই তুলে ধরেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ‘টাই’ হয়। ১-১ সমতায় শেষ হয় সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজের শেষ ম্যাচে গত ২২ জুলাই আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্প উড়িয়ে দেন হারমানপ্রিত। ম্যাচে ভারতের রান তাড়ার ৩৪তম ওভারে নাহিদা আক্তারের বলে আউট হন হারমানপ্রিত। আম্পায়ারের আঙুল উঠতে দেখেই তিনি ফুঁসে ওঠেন যেন। শুরুতে এক হাত দিয়ে থাবা মারেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। আম্পায়ারের দিকে তাকান আগুনে দৃষ্টিতে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে থাকেন টানা। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের উদ্দেশে দেখান ‘থামস আপ।’
আম্পায়ার তাকে দিয়েছিলেন ক্যাচ আউট। টিভি রিপ্লে থেকে বোঝা যায়নি, আদৌ বল তার ব্যাটে বা গ্লাভসে লেগেছিল কি না। ওই সিরিজে ডিআরএস ছিল না। তবে ব্যাটে বা গ্লাভসে যদি বল স্পর্শ নাও করে, এলবিডব্লিউ একরকম নিশ্চিতভাবেই ছিলেন তিনি। পুরস্কার বিতরণী শেষে যখন বাংলাদেশ দল উল্লাস করছিল ট্রফি ও পতাকা নিয়ে, সেদিকে তাকিয়ে হারমানপ্রিত মন্তব্য করেন, এই ট্রফি বাংলাদেশ জেতেনি, আম্পায়াররা জিতিয়েছে। গ্যালারির দিকে ভারতীয় অধিনায়ক অনেকটা কটাক্ষ করেই যেন হাত নাড়েন, ‘থামস আপ’ দেখান। বাংলাদেশ দলের দিকে তাকিয়ে বলেন, ফটোসেশনে যেন আম্পায়ারদেরও সঙ্গে নেওয়া হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে তিনি নজিরবিহীনভাবে সরাসরি কড়া সমালোচনা করেন আম্পায়ারদের। পরে তিনি কটূ মন্তব্য করেন বাংলাদেশ দল ও অধিনায়ক নিগার সুলতানাকে উদ্দেশ্য করে। দিন তিনেক পরে আইসিসি তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় এবং জরিমানা করা হয় ম্যাচ ফির ৭৫ শতাংশ। ঘটনার প্রায় এক মাস পর জানা গেল হারমানপ্রিতের মন্তব্য। ইংল্যান্ডের দা ক্রিকেট পেপারকে ভারতীয় অধিনায়ক যা বললেন, তাতে পরিষ্কার যে নিজের জায়গায় তিনি এখনও অটল, ‘আমি বলব না যে কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ আছে, কারণ দিনশেষে ক্রিকেটার হিসেবে চাওয়া থাকে মাঠে যেন ন্যায্য কিছু হয়। ক্রিকেটার হিসেবে সবসময়ই অধিকার আছে নিজের অনুভূতি প্রকাশ করার। আমার মনে হয় না, কোনো ক্রিকেটার বা কোনো ব্যক্তিকে ভুল কিছু বলেছি আমি। মাঠে যা হয়েছে, সেসবই বলেছি। এটা নিয়ে কোনো আক্ষেপ করি না।’ নিজেকে একজন ভালো ‘রোল মডেল’ মনে করেন কি না, এই প্রশ্নে হারমানপ্রিতের সরাসরি উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই।’ এটা বলার সময় তার কণ্ঠে সংশয়ের কোনো ছাপ ছিল না বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
তার এসব কথা ও কা-ে তুমুল সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে। আন্তর্জাতিক আঙিনায়ও আলোচনা হয় বেশ। এমনকি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মদন লাল এই আচরণকে ‘প্যাথেটিক’ উল্লেখ করে হারমানপ্রিতের বিরদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভারতীয় বোর্ডের কাছে। হারমানপ্রিতের আচরণে কড়া সমালোচনা করেন ভারতের সাবক অধিনায়ক ও ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়াও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'