২৪০ জনের বহর নিয়ে বাংলাদেশের হ্যাংজু মিশন
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
চীনের হ্যাংজু শহরে আগামী ২৩ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৯তম এশিয়ান গেমসের। আসর শেষ হবে ৮ অক্টোবর। এশিয়ার সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞের ১৭ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জার্কাতা এশিয়ান গেমসের ১৪টি ডিসিপ্লিনে অংশ নিয়ে পদকশূন্য ফিরেছিল বাংলাদেশ দল। এবারের আসরে লাল সবুজের বিশাল বহর যাচ্ছে হ্যাংজুতে। বাংলাদেশ কন্টিনজেন্টে থাকছেন ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও কর্মকর্তা মিলিয়ে ২৪০ জন। যার মধ্যে ক্রীড়াবিদ ১৮০ জন এবং কোচ ও বিভিন্ন পদবি নিয়ে চীন যাবেন আরো ৬০ জন।
দেশের বাইরে অন্যসব ক্রীড়া আসরের মতো এবার হ্যাংজুতেও ভালো করার প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে গতকাল দুপুরে ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন,‘সম্ভাব্য সেরা দল নিয়েই এবার হ্যাংজু এশিয়ান গেমসে অংশ নেব আমরা। আশা করি, কয়েকটি ডিসিপ্লিনে আমাদের ক্রীড়াবিদরা সম্মানজনক ফলাফল করতে পারবেন।’ শাহেদ রেজা যোগ করেন,‘এশিয়ান গেমসকে সামনে রেখে আমাদের কয়েকটি ফেডারেশন বিদেশি কোচের অধীনে ক্রীড়াবিদদের অনুশীলন করিয়েছে। এবার ক্রিকেট, আরচ্যারি, শুটিংয়ে আমরা ভালো করতে পারি। ভালো কিছু আশা করছি দুই প্রবাসী ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুর রহমান ও বক্সার জান্নাত ফেরদৌসকে নিয়েও।’ সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলে বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু,কোষাধ্যক্ষ এবং গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন একে সরকার, ডেপুটি সেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিওএর মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব ড. সিরাজউদ্দীন মো. আলমগীর।
২৩ সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল (পুরুষ) ডিসিপ্লিনের খেলা দিয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে যাবে এশিয়ান গেমসের মাঠে লড়াই। প্রথম দিনই শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। যে কারণে বাংলাদেশ কন্টিনজেন্টের পুরুষ ফুটবল দল সবার আগে হ্যাংজুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। তারা রওয়ানা হবে ১৫ সেপ্টেম্বর রাতে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা যাবেন। গেমস শেষে কয়েকটি ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল।
গেমসের আগের আসরে পদকশূন্য থাকলেও হ্যাংজুতে এবার ক্রিকেট ফেরায় পদকের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। পুরুষ ও নারী-ক্রিকেটের দুই বিভাগেই অংশ নেবে লাল-সবুজরা। এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে খেলতে। হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের ডিসিপ্লিনগুলো হচ্ছে-অ্যাথলেটিক্স, বক্সিং, কারাতে, ভারোত্তোলন, দাবা, হকি, জিমন্যাস্টিক্স, ফেন্সিং, ব্রিজ, সাঁতার, তায়কোয়ান্দো, শুটিং, কাবাডি (পুরুষ ও নারী), গলফ, ফুটবল (পুরুষ ও নারী), আরচ্যারি এবং ক্রিকেট (পুরুষ ও নারী)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্টাবস-কোয়েটজির ব্যাটে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
শেষ ওভারের থ্রিলারে কিউইদের নাটকীয় জয়
দফতর পুনর্বণ্টনের পর কে পেলেন কোনটি
গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা বন্ধ করেছে কাতার
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চায় না ইইউ
ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান
আড়াই হাজার লিটার বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড
পরাজয় নিয়ে ডেমোক্র্যাট শিবিরে উত্তাপ, পাল্টাপাল্টি দোষারোপ
দলীয় পদে শামা ওবায়েদের স্থগিতাদেশ প্রত্যাহার
পরকীয়ার জন্য স্বামী আত্মঘাতী হলে দায় স্ত্রীর নয় : আদালত
ফের রাজপথে
মার্কিন-মেক্সিকো চুক্তি
বিশ্ব সেরা স্কুল
দুঃসংবাদ
৮৮ হাজার টাকা জরিমানা, ৯৩৬ কেজি পলিথিন জব্দ
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সিলেটে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় টিমের মতবিনিময়
শহীদ নুর হোসেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান
সিলেটের বন্ধ থাকা সকল পাথর কোয়ারী খুলে দিতে হবে: চরমোনাইর পীর
সাইবার বুলিং বন্ধে অন্তর্বর্তী সরকার আলাদা ফ্রেমওয়ার্ক তৈরি করছে : নাহিদ ইসলাম