স্টাবস-কোয়েটজির ব্যাটে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
১১ নভেম্বর ২০২৪, ০৪:৫০ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫০ এএম
লো স্কোরিং থ্রিলার যে কাল কেবল ডাম্বুলায় হয়েছে তা নয়। পোর্ট এলিজাবেথেও ভারত- দক্ষিণ আফ্রিকা পুরোনো ধাচের এক রোমাঞ্চকর টি-টোয়েন্টি উপহার দিয়েছে।চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত করেছিল ৬ উইকেটে ১২৪ রান। ৮৬ রানে ৭ উইকেট হারালেও এক ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে যায় প্রোটিয়ারা।
প্রোটিয়াদের জয়ের নায়ক ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজি। ৮৬ রানে ৭ উইকেট খোয়ানোর পর ভারতীয়দের হতাশ করে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েন দুজন। চারে নামা স্টাবস ৪১ বলে ৪৭ রানে ও নয়ে নামা কোয়েটজি ৯ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ এ সমতায়।
১২৫ রানের লক্ষ্যে নেমে ১৭ বলে ২২ রানের ওপেনিং জুটি ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার। তারপর বরুণের দুর্দান্ত বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকে তারা।
ষষ্ঠ ওভারে এইডেন মার্করামকে নিজের প্রথম শিকার বানান বরুণ। তারপর টানা তিন ওভারে রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, আইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন ভারতীয় স্পিনার। ১৩তম ওভারে তার বোলিং কোটা শেষ হয় প্রোটিয়াদের ভীষণ চাপে রেখে।
বরুণ চার ওভার বোলিং শেষে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন।
এরপর রবি বিষ্ণয় ও হার্দিক পান্ডিয়ার তিন ওভারে মাত্র ২১ রান নিতে পারে দক্ষিণ আফ্রিকা, হারায় আরও একটি উইকেট। ৮৬ রানে সাত উইকেট তুলে নিয়ে ভারত সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল।
কিন্তু ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে কোয়েটজির ছক্কা ও স্টাবসের চারে দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘুরিয়ে দেয়। আবেশ খানও পরের ওভারে কোয়েটজির কাছে দুটি চার হজম করেন। উল্টো চাপে পড়ে ভারত। ১৯তম ওভারে স্টাবস চারটি বাউন্ডারিতে দলের জয় নিশ্চিত করেন। তাদের জুটি ছিল ২০ বলে ৪২ রানের। ১৯ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে প্রোটিয়ারা।
স্টাবস ৪১ বলে ৭ চারে ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন। ৯ বলে দুটি চার ও এক ছয়ে ১৯ রানে অপরাজিত ছিলেন কোয়েটজি।
এর আগে দক্ষিণ আফ্রিকার বোলারদের সমন্বিত পারফরম্যান্সে ভারত চার ওভারের মধ্যে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবকে হারায়। তিলক ভার্মা ভালো কিছুর ইঙ্গিত দিলেও ২০ রানের বেশি করতে পারেননি। অক্ষর প্যাটেল ২৭ রান করে দুর্ভাগ্যজনকভাবে বোলিং প্রান্তে রান আউট হন।
শেষ দিকে হার্দিকের অপরাজিত ৩৯ রানের সৌজন্যে ভারত ১২০ রান অতিক্রম করে। তারা হারায় ৬ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ