প্রথম পদকের খোঁজে হ্যাংজু যাচ্ছে বাংলাদেশ শুটিং দল
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
এশিয়ান গেমসের ১৯তম আসরের শুটিং ডিসিপ্লিনে অংশ নিয়ে প্রথম পদকের খোঁজে চীনের হ্যাংজু যাচ্ছে বাংলাদেশ জাতীয় শুটিং দল। সোমবার মধ্যরাতে ঢাকা থেকে হ্যাংজুর উদ্দেশ্যে রওয়ানা হবেন লাল-সবুজের শুটাররা। দলে আছেন ১৫ শুটার এবং কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৬ জন সহ মোট ২১ জন। একই দিন শুটিং দল ছাড়াও এশিয়ান গেমসে খেলতে হ্যাংজু যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল।
ম্যানচেষ্টার কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের সেরা শুটার অভিনব বিন্দ্রাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলেন বাংলাদেশের আসিফ হোসেন খান। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে একই ইভেন্টে আবদুল্লাহেল বাকী রূপা জেতেন। চার বছর পর গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ফের রৌপ্যপদক জয় করেন বাকী। একই গেমস থেকে দেশকে আরেকটি রূপা এনে দেন পিস্তল শুটার শাকিল আহমেদ। এছাড়া দক্ষিণ এশিয়া (এসএ) গেমসেও স্বর্ণপদক অর্জন করেন বাংলাদেশের শুটাররা। কিন্তু এশিয়ান গেমসের মতো বড় আসরে এখনো পদকের দেখা পাননি লাল-সবুজের শুটাররা। তবে এবার হ্যাংজু এশিয়ান গেমস থেকে প্রথমবারের মতো পদক জিততে চান তারা। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই কাল রাতে দেশ ছেড়ে যায় বাংলাদেশ শুটিং দল।
এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশ যে কয়টি পদক জিতেছে তা কেবল এসেছে ক্রিকেট, কাবাডি ও বক্সিং ডিসিপ্লিন থেকেই। যদিও প্রতি এশিয়ান গেমসেই একরাশ স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে গেছেন শুটাররা। অনুশীলনের ঘাটতিও ছিল না। কিন্তু অলিম্পিক গেমসের পর বৈশ্বিক দ্বিতীয় বৃহৎ এই ক্রীড়া আসরে সব সময়ই পদকহীন থেকেছে বাংলাদেশের শুটিং। পদক জয়ের প্রত্যাশা নিয়ে আরও একটি এশিয়ান গেমস খেলতে হ্যাংজুতে যাওয়া বাংলাদেশের ১৫ শুটারের মধ্যে রাইফেল এবং পিস্তল ইভেন্টের খেলোয়াড়রাই রয়েছেন। তবে দুই কমনওয়েলথ গেমস থেকে ১০ মিটির এয়ার রাইফেল ইভেন্টে রূপা জেতা আবদুল্লাহেল বাকী এবার তার প্রিয় এই ইভেন্টে খেলছেন না। কোমড়ের ব্যথার কারণে তিনি ইভেন্ট পরিবর্তন করে হ্যাংজু এশিয়ান গেমসে খেলবেন ৫০ মিটার রাইফেল ইভেন্টে।
এবারের এশিয়াডে ভাল করার প্রত্যয় পিস্তল শুটার শাকিল আহমেদের। দেশ ছাড়ার আগে সোমবার বিকালে তিনি বলেন,‘এবার দীর্ঘ অনুশীলনে ছিলাম আমরা। আমার প্রস্তুতি বেশ ভলোই হয়েছে। স্কোরও বেড়েছে। আশাকরি এবার হ্যাংজুতে সাফল্য পেয়ে শুটিংয়ের পদকখরা ঘুচাতে পারবো।’ হ্যাংজু এশিয়াডে শাকিলকে খেলতে হবে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। যদিও তার প্রিয় ইভেন্টে ৫০ মিটার এয়ার পিস্তল। তাই কিছুটা হতাশাতো রয়েছেই, ‘আমার আত্মবিশ্বাস রয়েছে পদক জয়ের ব্যাপারে। কিন্তু নিজের প্রিয় ইভেন্ট নেই বলে কিছুটা মন খারাপ। তারপরও ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে নিজের সেরাটা দিয়েই পদকের জন্য লড়বো।’
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর প্রত্যাশা দেশের শুটাররা এবার এশিয়ান গেমসে ভালো করবে। তিনি বলেন, ‘আমি সরাসরি পদক জয়ের কথা বলবো না। তবে যেভাবে ছেলে-মেয়েরা অনুশীলন করেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে, তাতে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে এটা বলতে পারি।’
এশিয়ান গেমসে বাংলাদেশ শুটিং দল : রাইফেল ইভেন্ট- আবদুল্লাহেল বাকী, তামজিদ বিন আলম, রবিউল ইসলাম, অর্নব শারার, শোভন চৌধুরী, কামরুন নাহার কলি, শায়েরা আরেফিন, নাফিসা তাবাসসুম ও নুসরাত জাহান সামসী। পিস্তল ইভেন্ট- শাকিল আহমেদ, সাব্বির আলামিন, সাকের আহমেদ, আনজিলা আমজাদ, আরমিন আশা ও ফাহমিদা আলম। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন ইরানের মোহাম্মদ জয়ের রেজায়ি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের