ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
বক্সিং, হকি ও নারী ভারোত্তোলনে সাফল্যের দিন

জিনাতের পর ব্যর্থ আরেক প্রবাসী ইমরানুর!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

হ্যাংজু এশিয়ান গেমসের অষ্টম দিনে গতকাল ৮টি ডিসিপ্লিনে অংশ নিয়ে বক্সিং, পুরুষ হকি ও নারী ভারোত্তোলন বাদে পাঁচটিতেই চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। এদিন দুপুরে হ্যাংজু জিমনেসিয়াম থেকে দিনের সবচেয়ে বড় সুখবর আনেন বক্সার সেলিম হোসেন। তিনি অনূর্ধ্ব-৫৭ কেজি ওজনশ্রেণীর প্রি কোয়ার্টারে তাজিকস্তানের আসরর ভকিধভকে নক আউট করেন।
প্রথম রাউন্ডে পাঁচ বিচারকের রায়ে পিছিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডে ভিন্নরূপে হাজির হন সেলিম। এই রাউন্ডের তৃতীয় মিনিটে তাজিক প্রতিপক্ষকে আক্রমন করেন তিনি। আসরর ভকিধভের চোখের উপর কেটে যায় তার। ফলে রেফারি খেলা বন্ধ করে সেলিমকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে শ্রীলঙ্কান রাকমাল প্রসন্নকে প্রথম রাউন্ডে হারিয়েছিলেন বাংলাদেশি এই বক্সার। ৩ অক্টোবর জাপানী প্রতিপক্ষের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবেন সেলিম। এ ম্যাচে জিতলেই নিশ্চিত পদক তার।

এদিকে পুরুষ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হারায় উজবেকিস্তানকে। বাংলাদেশের পক্ষে আশরাফুল ইসলাম দু’টি এবং আরশাদ হোসেন ও আমিরুল ইসলাম একটি করে গোল করেন। উজবেকিস্তানের রুসলান করিমভ এবং জনিবেক ওবলোকুলভ দুই গোল শোধ দেন।
গতকাল ভারোত্তলন ডিসিপ্লিনের প্রথম দিনের খেলায় নারীদের ৫৫ কেজি ওজনশ্রেণীতে ‘বি’ গ্রুপে প্রথম হন বাংলাদেশের ভারোত্তলক স্মৃতি আক্তার। জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়াম জিমনেসিয়ামে এই গ্রুপে চারজন অংশ নেন। স্ন্যাচে সর্বোচ্চ ৭২ কেজি লিফট করেন স্মৃতি। ক্লিন এন্ড জার্কে ৮৮ কেজিসহ তিনি মোট ভার তুলেন ১৬০ কেজি। পরবর্তীতে ‘এ’ গ্রুপের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত হবে পদক।

তবে গেমসের অষ্টম দিনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে বিদায় নেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আমেরিকা প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌসের পর আরেক প্রবাসী অ্যাথলেট ইমরানুর ব্যর্থ হয়ে জাতিকে হতাশ করলেন। স্থানীয়দের বঞ্চিত করে প্রবাসী ক্রীড়াবিদদের বড় বড় আন্তর্জাতিক গেমসে পাঠানোর সংস্কৃতি বেশ কিছুদিন ধরেই চালু হয়েছে বাংলাদেশে। যা বন্ধ করার সময় এসেছে।

হ্যাংজু এশিয়ান গেমসকে সামনে রেখে কোনো ট্রায়াল না নিয়েই আমেরিকা থেকে উড়িয়ে এনে খেলানো হলো নারী বক্সার জিনাত ফেরদৌসকে। একটি রাউন্ডও টপকাতে পারলেন না তিনি। গত বুধবার গেমসের পঞ্চম দিনে নারীদের ৫০ কেজি ওজনশ্রেণীতে মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের মুখোমখি হয়ে ৫-০ তে কুপোকাত জিনাত। তার এমন ফলাফলে দেশবাসী হতাশ হলেও সবার চোখ ছিল আরেক প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের ওপর। যার কারণে স্থানীয় কোনো অ্যাথলেটকে বিবেচনায় নেননি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা। ইমরানুর এশিয়ান গেমসের ফাইনালে খেলবেন-এমন প্রত্যাশাই ছিল তাদের। কিন্তু বাস্তবে হলো উল্টো।

কাল বিকালে হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে ট্র্যাকে নেমে ইমরানুর রহমান ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়ে বিদায় নেন। ১০.৪২ সেকেন্ড সময়ে তিনি দৌড় শেষ করেন। আগের দিন হিটের টাইমিংয়ের চেয়ে সেমিতে মাত্র .০২ সেকেন্ড কমাতে পেরেছেন বাংলাদেশের লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। সবচেয়ে বড় কথা, তিনি নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি। গত ৩ সেপ্টেম্বর লন্ডনে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন স্বীকৃত একটি ঘরোয়া প্রতিযোগিতায় ইমরানুর ১০.১১ সেকেন্ড টাইমিং করেছিলেন। হ্যাংজুতে ১০.৪২ সেকেন্ডে দৌড়ি শেষ করায় আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসেও ইমরানুরের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয় তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার রাতে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে ৫ নম্বর হিটে দৌড়ে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে শেষ চারে খেলার সুযোগ পেয়েছিলেন ইমরানুর। তবে সেমিতে ব্যর্থ হয়ে আরও একবার জাতিকে নিরাশ করলেন তিনি।

গলফ ডিসিপ্লিনের তৃতীয় রাউন্ড শেষে ২১তম স্থানে আছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। কাল ভোরে ওয়েস্ট লেক ইন্টারন্যাশনাল গলফ কোর্সে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেন তিনি। তিন রাউন্ড মিলে ২০৭ শট খেলেছেন সিদ্দিক। সবমিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলেন তিনি। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে আছেন ৩৯ নম্বরে।

ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারের রেঞ্জে এদিন শুটিংয়ের দশ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ৫৬২ (শাকিল আহমেদ ২৮০ ও আনজিলা আমজাদ ২৮২) স্কোর করে ১৪তম হয়েছে বাংলাদেশ। এই ইভেন্টে ৫৭৭ স্কোর করে স্বর্ণ জিতেছে ভারত। রৌপ্য পেয়েছে চীন ও ব্রোঞ্জপদক জিতেছে ইরান।

হ্যাংজু কুই ইউয়ান চেস হলে ব্রিজ ডিসিপ্লিনের রাউন্ড রবিন লিগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন কাল চারটি ম্যাচ হয়েছে। ভারতকে হারিয়ে এদিন চমক দেখায় বাংলাদেশ দল। তবে তারা হেরেছে স্বাগতিক চীন, হংকং ও জাপানের কাছে। নবম স্থানে আছে বাংলাদেশ।

এদিকে দাবার দ্বিতীয় রাউন্ডে কিরগিজস্তানের কাছে ২.৫-১.৫ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যক্তিগত ম্যাচে ফাহাদ রহমান জিতলেও হেরে যান নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজিব। ড্র করেন জিয়াউর রহমান। আজ তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ