ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

হকিতে লজ্জার হার, মাবিয়ার বিদায়, বক্সিংয়ে পদকের আশা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

হ্যাংজু এশিয়ান গেমসের দশম দিনে গতকাল ছয়টি ডিসিপ্লিনে অংশ নিয়ে চারটিতেই চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে এদিন পুরুষ কাবাডির প্রথম ম্যাচ জিতে এবং আরচ্যারির পুরুষ বিভাগে রিকার্ভ দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে আশার প্রদ্বীপ জ্বালিয়ে রেখেছে লাল-সবুজরা। বাকিগুলোর মধ্যে পুরুষ হকিতে ভারতের বিপক্ষে লজ্জার হার উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। কাল দুপুরে গুয়াংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ‘এ’ গ্রæপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে ভারত ৬-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা আর ছয়টি গোল করলে লজ্জার হার নিয়েই মাঠ ছাড়তে হয় রাসেল মাহমুদ জিমিদের।
ম্যাচে ভারতের মানদ্বীপ সিং ও হারমানপ্রীত সিং হ্যাটট্রিক করেন। এছাড়া অভিষেক দু’টি এবং ললিত কুমার, অমিত রোহিদাস, নীলকান্ত শর্মা ও গুরজান্ত সিং একটি করে গোল করেন। হকির সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আশরাফুল ইসলামরা হ্যাংজুতে এলেও এখন তাদের লড়তে হবে সপ্তম স্থানের জন্য। ৬ অক্টোবর ওমানের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ বাংলাদেশের। ওই ম্যাচে হারলে অষ্টম হয়ে শূন্য হাতেই ঢাকায় ফিরতে হবে বাংলাদেশকে। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসের পুরুষ হকিতে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ দল।
হ্যাংজু এশিয়ান গেমসের কাবাডিতে কাল পুরুষ ও নারী বিভাগের খেলা শুরু হয়েছে। প্রথম দিন দুই বিভাগেই বাংলাদেশের খেলা ছিল। তবে পুরুষ বিভাগে জিতলেও হার দিয়ে গেমস শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এদিন হ্যাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে ‘এ’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে চারটি লোনাসহ ৫২-১৭ পয়েন্টে জাপানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫-৫ পয়েন্টে এগিয়ে ছিলেন তুহিন তরফদাররা। বাংলাদেশ দল দুই অর্ধে দু’টি করে লোনা পায়। পুরো ম্যাচে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে খেলে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন নারী বিভাগে ‘বি’ গ্রæপের প্রথম ম্যাচে নেপাল দুইটি লোনাসহ ৩৭-২৪ পয়েন্টে হারায় বাংলাদেশকে। আগামীকাল গ্রæপের শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী কাবাডি দল।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনাময় এক ডিসিপ্লিনের নাম আরচ্যারি হলেও এবারের এশিয়ান গেমসে চরম ব্যর্থ হয়েছেন লাল-সবুজের তীরন্দাজরা। চলমান হ্যাংজু এশিয়ান গেমসে আরচ্যারির দশটি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। যার নয়টি ইভেন্ট থেকেই কাল বিদায় নিয়েছে তারা। একমাত্র পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে টিকে আছে লাল-সবুজরা। ফুইয়ং ইনহু স্পোর্টস সেন্টারে এদিন দুপুর ও বিকালে হওয়া ব্যক্তিগত চার ইভেন্টেও বাদ পড়েছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দুই আরচ্যার দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হন। সোহেল ও আশিকুজ্জামানের লড়াইয়ে সোহেল এক পয়েন্টের ব্যবধানে জেতেন। ১৪৬-১৪৫ পয়েন্টে জেতা সোহেল প্রি কোয়ার্টারে তাজিকিস্তানের আন্দেরির বিপক্ষে ১৪০-১৪৪ পয়েন্টে হারেন।
কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে পুষ্পিতা জামান দ্বিতীয় পর্ব পার হতে পারেননি। ইন্দোনেশিয়ার শাহরার কাছে ১৪৫-১৪৩ পয়েন্টে হারেন তিনি। বন্যা অবশ্য এক ধাপ পেরিয়ে প্রি কোয়ার্টার থেকে বিদায় নেন। বন্যা দ্বিতীয় রাউন্ডে কাজাখ আরচ্যারকে হারালেও প্রি কোয়ার্টারে কোরিয়ান আরচ্যারের কাছে ১৪০-১৪৩ পয়েন্টে হারেন। রিকার্ভ ব্যক্তিগত এককের প্রি কোয়ার্টারে শুট অফে বাদ পড়েন আব্দুল হাকিম রুবেল। তিনি ভারতীয় শুটার ধীরাজের বিপক্ষে ৫-৫ সেট পয়েন্টে ড্র করেন। শুট অফে রুবেল ৮ আর ধীরাজ এক্স (দশের বিন্দুতে একেবারে) মারলে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টের অধ্যায় শেষ হয়। এই ইভেন্টে বাংলাদেশের আরেক আরচ্যার সাগর দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেন। রিকার্ভ ব্যক্তিগত নারী এককে দিয়া সিদ্দিকী কোয়ার্টারে উঠতে ব্যর্থ হন। প্রি কোয়ার্টারে কোরিয়ান আরচ্যারের বিপক্ষে দিয়া ০-৬ সেট পয়েন্টে হেরে যান। শিমু আক্তার ভারতের আরচ্যার কৌরের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে (০-৬) হেরে বিদায় নেন। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় বাংলাদেশ।
৬ অক্টোবর শেষ আটের লড়াইয়ে বাংলাদেশের (সাগর ইসলাম, রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল) প্রতিপক্ষ থাইল্যান্ড। এদিকে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের কাছে হেরেছে ৫-১ সেট পয়েন্টে। আর মিক্সড ইভেন্টে জাপানের কাছে ৫-৩ সেট পয়েন্টে হার মানে লাল-সবুজরা। কম্পাউন্ডেও লড়াই করে জিততে পারেনি বাংলাদেশ। পুরুষ দল ২৩১-২২৯ পয়েন্টে মালয়েশিয়ার কাছে,নারী দল ২২৫-২১৮ হংকংয়ের কাছে আর মিশ্র দল ভিয়েতনামের কাছে হারে ১৫৪-১৫৩ পয়েন্টে।
অন্যদিকে ভারোত্তলনে নিজের সেরাটা দিতে পারেননি মাবিয়া আক্তার সীমান্ত। জিয়াংশু জিমন্যাশিয়াম স্পোর্টস সেন্টারে নারীদের ৬৪ কেজি ওজনশ্রেণীর ‘বি’ গ্রæপে পাঁচ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হন তিনি। স্ন্যাচে সর্বোচ্চ ৭৭ ও ক্লিন এন্ড জার্কে ৯৮ কেজিসহ সীমান্ত মোট ভার তুলেন ১৭৫ কেজি। তার গ্রæপে সর্বোচ্চ ২১৫ কেজি তোলেন ইন্দোনেশিয়ার সাবিথা রামদানি। নিজের সেরাটা দিতে না পারায় হতাশ মাবিয়া, বাজে পারফরম্যান্সের কারণ খুঁজছেন নিজেও। ‘এ’ গ্রæপের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে পদক। তবে সেরা দশে থাকাটাও অনিশ্চিত বলে জানান মাবিয়া আক্তার সীমান্ত।
ব্রিজ ডিসিপ্লিনের রাউন্ড রবিন লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন গতকাল দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনকে হারায় বাংলাদেশ। তবে তারা হেরেছে পাকিস্তানের কাছে।
দাবার পুরুষ দলগত ইভেন্টের চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করেছে। হ্যাংজু কুই ইউয়ান চেস হলে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও নিয়াজ মোরশেদ যথাক্রমে দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক মাস্টার লি জুন হাইওক এবং আহন হংজিনকে হারান। বাংলাদেশের আন্তর্জজাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে দক্ষিণ কোরিয়ার ফিদে মাস্টার কওন সেহাইউন এবং গু ইন জংয়ের কাছে হেরে যান। বাংলাদেশ দল চার খেলায় ৩ পয়েন্ট পেয়েছে।
গেমসের দশম দিনটিও যথারীতি হতাশায় কাটলেও আজ বক্সিং থেকে ভালো কিছু পাওার সম্ভাবনা রয়েছে। এদিন হ্যাংজু জিমনেসিয়ামে ৫৭ কেজি ওজনশ্রেণীর কোয়ার্টার ফাইনালে জাপানের শুদাই হারাদার বিপক্ষে রিংকে নামবেন বাংলাদেশের মো. সেলিম। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই বাউট। এ ম্যাচ জিতলে সেমিফাইনালে জায়গা করে নেবেন সেলিম। সেই সঙ্গে ৩৭ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক নিশ্চিত হবে বাংলাদেশের। এর আগে শ্রীলঙ্কা ও তাজিকিস্তানের প্রতিপক্ষকে হারিয়ে শেষ আটে জায়গা পান সেলিম।

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা