বক্সিংয়ে লড়াই করেও পদক বঞ্চিত সেলিম
০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
হ্যাংজু এশিয়ান গেমসের এগারোতম দিনে মঙ্গলবার ছয়টি ডিসিপ্লিনে অংশ নেয় বাংলাদেশ। এগুলো হচ্ছে- পুরুষ কাবাডি, আরচ্যারি, বক্সিং, ব্রিজ, ভারোত্তোলন ও দাবা। এই ডিসিপ্লিনগুলোর মধ্যে একমাত্র বক্সিংয়ের দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলাদেশ। কারণ ১৯৮৬ সালের পর এই ডিসিপ্লিনে বাংলাদেশের পদক জয়ের হাতছানি ছিল। এদিন সন্ধ্যায় হ্যাংজু জিমনেসিয়ামে পুরুষদের ৫৭ কেজি ওজনশ্রেণীর কোয়ার্টার ফাইনালে জাপানি বক্সার হারদা সুদাইয়ের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের সেলিম হোসেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পারলেন না সেমিফাইনালে জায়গা করে নিতে। লড়াইয়ে জাপানি বক্সার হারদা সুদাই জয় পেলে শেষ আটেই থামতে হয় সেলিমকে। স্বপ্নভঙ্গ হয় পদক জয়ের। সেমিফাইনালে উঠতে না পারায় পদকও জেতা হয়নি সেলিমের।
ম্যাচে হারলেও বেশ ভালো লড়াই করেছেন সেলিম। রিংয়ে নেমে লড়াইয়ের শুরু থেকেই দারুণ খেলেন তিনি। প্রতি রাউন্ডেই জাপানী বক্সারকে ডিফেন্সের পাশাপাশি আক্রমণ করেন। প্রথম দুই রাউন্ড জাপানী বক্সার এগিয়ে থাকায় জয়ের কাছাকাছিই ছিলেন। তৃতীয় রাউন্ডে সেলিম বেশ কয়েকটি পাঞ্চ করেন হারদা সুদাইকে। এতে কুপোকাতও হন জাপানি বক্সার। তারপরও তিন রাউন্ড শেষে ৫-০ পয়েন্টে হারেন বাংলাদেশের বক্সার। শক্তি ও সামর্থ্যে পার্থক্য থাকলেও রিংয়ে লাল-সবুজের প্রতিভাবান বক্সার সেলিম নিজের সেরাটাই দিয়েছেন। এবারের এশিয়ান গেমসে বক্সিং নিয়েই আশাবাদী ছিল বাংলাদেশ। সেই আশার কেন্দ্রবিন্দুতে ছিলেন আমেরিকা প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস। যাকে নিয়ে বেশি আশাবাদী ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কর্তারা সেই জিনাত দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন। তবে সেলিম হোসেন শেষ আটে উঠে চমক দেখান। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানি বক্সার হারদা সুদাইকে হারাতে পারলে সেমির পাশাপাশি ব্রোঞ্জপদক নিশ্চিত হতো সেলিমের। কিন্তু দুর্ভাগ্য তা আর হয়নি।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার কথা বললেও গতি আর ক্ষিপ্রতায় জাপানি বক্সারের চেয়ে পিছিয়ে থাকার কথাও স্বীকার করেন সেলিম। তিনি বলেন, ‘লড়াইয়ে জিততে না পারলেও ভালো খেলাই উপহার দিয়েছি। আমি মনে করি, আমার পথ ধরে দেশের বক্সিং এগিয়ে যাবে। হ্যাংজুতে না পাওয়া পদক ভবিষ্যত প্রজন্ম অর্জন করবে বলেও আশা আমার।’
মঙ্গলবার পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। হ্যাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে ভারত চারটি লোনাসহ ৫৫-১৮ পয়েন্টে হারায় লাল-সবুজদের। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ভারতীয়রা। ফলে প্রথমার্ধে ২৪-৯ পয়েন্টে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও ৩১ পয়েন্ট তুলে নিয়ে বড় জয় নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে বাংলাদেশের ভারতীয় কোচ রমেশ গিরি বেন্ডি তরুণদের খেলায় আরও সময় দিতে বলেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন গ্রুপে বাকি দুই ম্যাচ জিতে সেমিফ্ইানালে যাবে বাংলাদেশ। আজ চাইনিজ তাইপের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন তুহিন তরফদাররা।
এদিকে মঙ্গলবার ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি ওজনশ্রেণীতে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ নাইম হোসেন। স্ন্যাচে ১১৫ ও ক্লিন এন্ড জার্কে ১৪০ কেজিসহ মোট ২৫৫ কেজি ভার তোলেন তিনি। এই গ্রুপে চারজন ভারোত্তোলক অংশ নিলেও মঙ্গোলিয়ার ভারোত্তলক শেষ করতে পারেননি তার খেলা। এই খেলার মধ্য দিয়েই এবারের এশিয়ান গেমসে শেষ হলো বাংলাদেশের ভারোত্তোলন।
হ্যাংজু এশিয়ান গেমসে দাবার পুরুষ দলগত ইভেন্টের পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ০.৫-৩.৫ গেম পয়েন্টে মঙ্গোলিয়ার কাছে হেরে যায়। মঙ্গলবার হ্যাংজু কুই ইউয়ান চেস হলে পঞ্চম রাউন্ডের খেলায় মঙ্গোলিয়ার গ্র্যান্ড মাস্টার বিলগুন সুমাইয়ার সঙ্গে ড্র করেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। বাংলাদেশের আন্তর্জজাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও নিয়াজ মোরশেদ যথাক্রমে মঙ্গোলিয়ার গ্র্যান্ড মাস্টার বুচচুলুন সেগমেদ, আন্তর্জাতিক মাস্টার গগ্যান এরডেনি সুগার ও আন্তর্জাতিক মাস্টার আমারতুভসিন গেনজোরিকের কাছে হেরে যান। বাংলাদেশ দল পাঁচ খেলা শেষে বাংলাদেশের অর্জন ৩ পয়েন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ