এনএসসি’র জিমন্যাশিয়াম আসলে কার?
২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
দেশে স্বীকৃত ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন প্রায় অর্ধশতাধিক থাকলেও এর অধিকাংশেরই নেই নির্দিষ্ট কোনো অনুশীলন বা প্রশিক্ষণ ভেন্যু। যে কারণে রাজধানীর পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মালিকানাধীন কয়েকটি ক্রীড়া স্থাপনায় এই সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশন নিজেদের অনুশীলন সারার পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে। এ নিয়ে প্রায়ই নানা ঝামেলায় পড়তে হয় ক্রীড়া ফেডারেশনের কর্তাদের। বর্তমান সময়ে এই ভেন্যু সংকট চরম আকার ধারণ করেছে বলে যা নিয়ে কর্মকর্তাদের মাঝে চলছে অন্ত:র্দ্বন্দ্ব। এই অন্ত:র্দ্বন্দ্ব অনেক সময় ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। ফলে সমালোচনার মধ্যে পড়তে হয় দেশের ক্রীড়া প্রশাসনকে।
দেশের সব ক্রীড়া স্থাপনা ও মাঠের মালিক এনএসসি। সেই হিসাবে পল্টনস্থ এনএসসি’র পুরাতন ভবনের জিমন্যাশিয়ামে অনুশীলন, প্রশিক্ষণ ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে জিমন্যাস্টিক্স, তায়কোয়ান্দো, কুস্তি, কারাতে ও ভারোত্তোলন ফেডারেশন। এই এক ভেন্যুতে পাঁচ খেলাকে কেন্দ্র করেই সমস্যার সৃষ্টি হয়েছে। যার ফলে এখন কারাতে, ভারোত্তালন ও কুস্তি ভেন্যুহীন। আর সেই জিমন্যাশিয়াম নিয়ে অন্ত:র্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দো ফেডারেশন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টনস্থ এনএসসি’র পুরাতন ভবনের জিমন্যাশিয়ামের অধিকাংশ স্থানজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জিমন্যাস্টিক্সের সরঞ্জামাদি। বাকি অংশটুকু অন্য ফেডারেশনের জন্য খেলার অনুপযোগি অনেকটাই। এছাড়া জিমন্যাস্টিক্স অনুশীলনের স্থান পেরিয়ে ভেতরে যাওয়ার রাস্তাও বন্ধ করা কাঠের গ্যালারি দিয়ে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একান্ত সহকারী রশিদুজ্জামান সেরনিয়াবাত এবং এনএসসি’র উপ-পরিচালক (ক্রীড়া) তাসলিমা আক্তারসহ অনেকেই পরিদর্শন করেছেন জিমন্যাশিয়াম। আগের দিন জিমন্যাসিয়ামের এই বেহাল দশা দেখতে যান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পদাক আসাদুজ্জামান কোহিনুর। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাও ছিলেন তাদের সঙ্গে। জিমন্যাসিয়ামের এমন বেহাল অবস্থা সম্পর্কে রানা বলেন, ‘এই জিমন্যাসিয়ামটি এনএসসির মালিকানাধীন, নির্দিষ্ট কোনো ফেডারেশনের নয়। রাজধানীতে ভেন্যু সংকটের কারণে দীর্ঘদিন ধরেই এই জিমন্যাসিয়ামকে অনুশীলন ভেন্যু হিসেবে আমরা সবাই মিলেমিশে ব্যবহার করছি। যা দেশের ক্রীড়া প্রশাসনের সংশ্লিষ্টরা জানেন। তবে জিমন্যাস্টিক্স ফেডারেশনের অসহযোগীতার কারণে এখানে বর্তমানে আমরা খেলা আয়োজন তো দূরের কথা অনুশীলনও করতে পারছি না! সম্প্রতি প্রায় তিনশ’ তায়কোয়ান্দোকার অংশগ্রহণে বিজয় দিবসের খেলা দুই দিন ছিল। কিন্তু জিমন্যাস্টিক্সের খেলোয়াড়দের অনুশীলনের স্বার্থে একদিনে প্রতিযোগিতা শেষ করে দিয়েছি। অথচ তারপরও আমাদের খেলোয়াড়দের অনুশীলনস্থলে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে জিমন্যাস্টিক্স ফেডারেশন। পুরো জিমন্যাশিয়ামের তিনভাগের আড়াইভাগই দখল করে নিয়েছে তারা। যা জবরদখলের পর্যায়ে পড়ে।’ এ বিষয়ে বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল বলেন, ‘জিমন্যাস্টদের অনুশীলনের জন্য কিছুটা বেশী জায়গার প্রয়োজন। তাছাড়া আমাদের বেশ কিছু সরঞ্জামাদি বিদেশ থেকে এসেছে। অনুশীলন ও সরঞ্জামাদি জিমন্যাশিয়ামে রাখা হয়েছে বিধায় জায়গাও লেগেছে বেশি।’
এনএসসি’র এই জিমন্যাশিয়াম ছেড়ে আগেই চলে গেছে কারাতে। সম্প্রতি এই ভেন্যু ছেড়ে অন্যত্র কষ্ট করে টুর্নামেন্ট চালাচ্ছে বাংলাদেশ ভারোত্তোলন ও কুস্তি ফেডারেশন। জিমন্যাসিয়াম ব্যবহার প্রসঙ্গে ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘জিমন্যাশিয়ামের নীচতলা প্রায় পুরোটাই জিমন্যাস্টিক্স দখল করে নিয়েছে। তাই আমরা বেশ ক’বছর ব্যায়ামাগার রুমে প্রতিযোগিতা করেছি। এখন ঢাকার বাইরের যেতে হয় টুর্নামেন্ট করতে।’ তিনি যোগ করেন, ‘লটারির অর্থে ৪২ কোটি টাকা দিয়ে এনএসসি পুরাতন ভবন সংলগ্ন বহুতল টাওয়ার বানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখানকার বেশ ক’টি ফ্লোর খালি পড়ে আছে। ভেন্যু সংকটে থাকা ফেডারেশনগুলোকে একটি করে ফ্লোর দিলে ভাল হতো।’ কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান বলেন, ‘খেলতে চাইলেও জিমন্যাশিয়ামে পারিনি। আমরাও বিতাড়িত হয়েছি সেখান থেকে। এখন হ্যান্ডবল স্টেডিয়াম কিংবা শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আমাদের টুর্নামেন্ট করতে হয়। সরকারী স্থাপনা থাকা সত্বেও যাযাবর হয়ে গেছি আমরা।’ এই জিমন্যাসিয়াম নিয়ে জিমন্যাস্টিক্স ফেডারেশনের অসহযোগীতার কারণে ক্রীড়াঙ্গনের অনেককেই এখন বলতে শোনা যাচ্ছে ‘এনএসসি’র জিমন্যাশিয়াম আসলে কার’?
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান