স্টেডিয়ামগুলো পরিদর্শন করবেন পাপন
২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
স্পোর্টস রিপোর্টার
নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নাজমুল হাসান পাপন। মন্ত্রী হওয়ার পর গত সপ্তাহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি। এদিন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও প্রতিবন্ধি স্টেডিয়াম নির্মাণ এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের অগ্রগতি সম্পর্কে জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা সভায় বসেন ক্রীড়া মন্ত্রী পাপন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তারা নতুন মন্ত্রীকে স্টেডিয়ামগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত করেন। প্রায় ঘন্টা দেড়েক সভা করার পর নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রতিবন্ধী স্টেডিয়ামের কাজ জুনের মধ্যে শেষ হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কর্মকান্ড চলমান রয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংশোধিত পরিকল্পনায় সংস্কার কাজ এ বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।’
দেশজুড়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম রক্ষণাবেক্ষন ও ব্যবহার নিয়ে ক্রীড়া মন্ত্রী বলেন, ‘এই মাঠ ব্যবহার করবে কিভাবে সেটাও একটা বিষয়। সবার জন্য উš§ুক্ত থাকবে কিনা তাও একটা বিষয়। আমি চাই মাঠগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উš§ুক্ত থাকলে সবাই খেলার সুযোগ পাবে।’ বঙ্গবন্ধু স্টেডিয়াম ইতোমধ্যে পাঁচ দশক পার করেছে। এরপরও আবার সেই স্টেডিয়ামে দেড়শ কোটি টাকা ব্যয় হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে স্পেন সরকার একটি প্রস্তাব দিয়েছিল। সেই বিষয়টিও জানা ছিল পাপনের। তার কথায়, ‘স্পেন বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল এমনটা আমি শুনেছিলাম। কেন হয়নি সেই বিষয়টি আমার জানা নেই। যাই হোক এখন যেহেতু সংস্কার কাজ চলছে, নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ প্রতিবন্ধী এবং মিনি স্টেডিয়ামও পরিদর্শন করতে চেয়েছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজস্ব অর্থায়নে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করছে। সেই স্টেডিয়ামের কাজও বেশ জোরেসরে চলছে বলে জানান বিসিবি সভাপতি ও নতুন ক্রীড়া মন্ত্রী পাপন, ‘পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে। এছাড়া দাবা, বিলিয়ার্ড, ভারত্তোলন সহ পাঁচটি ফেডারেশন সেখানে থাকার কথা রয়েছে। এই ফেডারেশনের পরিবর্তে অন্যরাও আসতে পারে। এখনো চূড়ান্ত হয়নি। যারাই আসবে তাদের মতো করে সব কিছু করে দেয়া হবে।’
মঙ্গলবার পল্টনস্থ এনএসসি টাওয়ারে দেশের নয়টি ক্রীড়া ফেডারেশন ও একটি সংস্থার কর্মকর্তাদের মত বিনিময়ের জন্য ডেকেছেন নাজমুল হাসান পাপন। জানা গেছে, ওই দিন সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং, আরচ্যারি, ভারত্তোলন, ক্যারম, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ফেডারেশন এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মত বিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সভাপতি বা সাধারণ সম্পাদকের পাশাপাশি এ নয় ফেডারেশন ও একটি সংস্থাকে মত বিনিময় সভায় একজন বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং একজন টেকনিক্যাল ব্যক্তিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। মত বিনিময়ে ফেডারেশনগুলো নতুন মন্ত্রীকে তাদের সংকট-সম্ভাবনার বিষয়গুলো উপস্থাপন করবে। পরদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের কর্তাদের সঙ্গে বসবেন ক্রীড়া মন্ত্রী। জানা গেছে, বাফুফেকে বুধবার সকাল ১১টার সময় সভায় উপস্থিত হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। বাফুফের কর্তারা এক ঘন্টা মন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। এরপর ১২টা থেকে হকি ফেডারেশন মত বিনিময় করবে। দেশের ক্রীড়াঙ্গণের অন্যতম এই দুই ফেডারেশনের সভাপতি বা সাধারণ সম্পাদক ছাড়াও একজন বাজেট কর্মকর্তা এবং একজন টেকনিক্যাল ব্যক্তিকে সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সূত্রটি আরও জানায়, নতুন ক্রীড়া মন্ত্রীর কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দ্রুততম সময়ের মধ্যে চাইবে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিন শারীরিকভাবে অসুস্থ। তাই নতুন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফুটবল ফেডারেশনের একজন সহ-সভাপতির প্রতিনিধিত্ব করার সম্ভাবনাই বেশি। অবশ্য সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
সাইফের হামলাকারী বাংলাদেশি?