অবসর ভেঙে ফিরছেন ইমাদ!
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় জানার পরও গত নভেম্বরে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইমাদ ওয়াসিম। তবে মাস তিনেক যেতেই সূর বদলে ফেলেছেন তিনি। স্থানীয় একটি নিউজ পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই পাকিস্তানি।
ইমাদের অবসর তখন সবাইকেই অবাক করেছিল। কারণ ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছিলেন তিনি। যদিও অবসর নিয়ে কোনো আক্ষেপও নেই ইমাদের। তবে দলের প্রয়োজনে যদি অবসর ভেঙ্গে ফিরতে হয় তবে তা করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। স্থানীয় নিউজ পোর্টালে দেওয়া সেই সাক্ষাৎকারে ইমাদ বলেন, ‘হ্যাঁ, কখন কী হয় বলা যায় না। তবে আমি এটাও বলছি, যে সিদ্ধান্ত আমি নিয়েছি আমি সে সিদ্ধান্তে শতভাগ সম্মত ছিলাম এবং দিনশেষে এটা ছিল শুধুই আমার সিদ্ধান্ত। তবে বলা যায় না কখন পাকিস্তানের আমাকে দরকার হয়। সেক্ষেত্রে কিছু একটা তো করতে হবে।’
তবে নিজের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেই ফিরবেন বলে জানান তিনি, ‘আমার ভূমিকা কি হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা চাই। আমি অধিনায়কত্ব চাই না, কিন্তু সিনিয়র ক্রিকেটার হিসেবে মর্যাদা চাই। দল নিয়ে সিনিয়র ক্রিকেটাররা কী ভাবছে বা দলটাকে কোথায় নিয়ে যেতে চাইছে এসব তো গুরুত্ব দেওয়া উচিৎ।’ মানসিকভাবে ঠিক ছিলেন না বলেই তখন অবসরে গিয়েছিলেন বলে জানান বর্তমানে আইএল টি-টোয়েন্টি লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন ইমাদ, ‘আমি সব জায়গায় ক্রিকেট খেলে যাচ্ছি। অবসরের আগেও খেলতাম। আশা করছি, সামনে ভালো কিছু হবে। মানসিক দিক থেকে আমি ঠিক ছিলাম না। যদি থাকতাম, আমি এমন সিদ্ধান্ত নিতাম না। জীবনে সবকিছুই হতে পারে। তবে আমি কখনো ফিরব না, এটা ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত নই, জীবন আমার জন্য কী রেখেছে।’
২০১৫ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে রঙিন জার্সিতে মোট ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তবে টি-টোয়েন্টি খেলেছেন বেশি। ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৫ উইকেটের সঙ্গে ৪৮৬ রান করেন। আর ৫৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৪টি উইকেট নেওয়ার সঙ্গে রান করেছেন ৯৮৬।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে