মোহামেডানকে উড়িয়ে সুপার ফোরে আবাহনী
০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচ। সেই দুই দলের নাম আবার আবাহনী ও মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জমজমাট লড়াই দেখার আশা করায় ভুল কিছু ছিল না। কিন্তু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল সেই লড়াই জমল না মোটেই। একতরফা ম্যাচে মোহামেডানকে ৮ উইকেটে হারিয়ে আট ম্যাচে অষ্টম জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবস্থান আরও শক্ত করেছেন আবাহনী। এই জয়ে প্রথম দল হিসেবে সুপার লিগ খেলা নিশ্চিত করেছে আবাহনী।
টস জিতে ফিল্ডিং নেওয়া আবাহনী প্রথম ৬ ওভারেই ২১ রানের মধ্যে মোহামেডানের প্রথম ৩ উইকেট তুলে নেয়। এই ৩ উইকেটের মধ্যে ছিল টানা পাঁচ ম্যাচে ফিফটি করা মাহিদুল ইসলামের উইকেটও। তাঁকে বোল্ড করে দেন জাতীয় দলের পেসার তানজিম হাসান। এই ধাক্কা আর সামলাতে না-পারা মোহামেডান ৫০ ওভারে করে ৯ উইকেটে ১৯০ রান। আবাহনী ১৫ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় স্কোরটা।
এর আগে ২১ রানে ৩ উইকেট হারানো মোহামেডান ৯০ রান তুলতেই হারায় আরও ৩ উইকেট। এরপরও যে রানটা ১৯০ হলো, তাতে বড় অবদান মাহমুদউল্লাহর। জাতীয় দলের এই ব্যাটসম্যান ৮৩ বলে ৩ ছক্কায় করেছেন ৫৪ রান। মাহমুদউল্লাহ ফেরেন মোহামেডানকে ১৩০ রানে রেখে সপ্তম ব্যাটসম্যান হিসেবে। এরপর আরিফুল হক (৫৪ বলে ৩৩) ও আবু হায়দারের (১৫ বলে ২২) ১৯০ রান এনে দেয় অষ্টম ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া মোহামেডানকে।
রান তাড়ায় আবাহনী ১৬ রানে হারায় ওপেনার এনামুল হককে। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া এনামুল এদিন করেছেন ১২ রান। এরপর দ্বিতীয় উইকেটে ১০৬ রান যোগ করে ম্যাচ থেকে মোহামেডানকে ছিটকে ফেলেন মোহাম্মদ নাঈম ও জাকের আলী। ওপেনার নাঈম ৬২ বলে ৬৩ রান করে ফিরে গেলেও জাকের আলী ৯০ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন। ৬টি ছক্কা মেরেছেন জাতীয় দলের ব্যাটসম্যান। নাঈম মেরেছেন ৩টি। ৩টি ছক্কা মেরেছেন নাঈমের বিদায়ের পর উইকেটে আসা আফিফ হোসেনও। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার ৩৫তম ওভারে শেষ দুই বলে আসিফ হাসানকে টানা দুই ছক্কা মেরে শেষ করেন ম্যাচ। ৩৮ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কে তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন লাগার ঘটনায় সৃষ্ট যানজটের কারণে কোনো দল বিকেএসপিতে পৌঁছাতে না পারায় বাতিল হয়েছে দিনের অন্য দুটি ম্যাচ। বিকেএসপির দুই মাঠে শেখ জামাল ধানমন্ডি-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্সের মুখোমুখি হবার কথা ছিলো। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে আজ। লিগের আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘দুর্ঘটনার কারণে দলগুলো যেতে পারেনি। তাই ম্যাচ বাতিল করতে হয়েছে। ম্যাচ দুটি বডিলি শিফট করা হয়েছে। আজকের (গতকালের) ম্যাচগুলো কাল (আজ) হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিমলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিচার শেষ হওয়ার পূর্বে আ.লীগের সাংগঠনিক কার্যক্রম-নিবন্ধন স্থগিত করতে হবে: রাশেদ খান
ফরিদপুরের নিজ বাড়িতে মামা-ভাগ্নের দাফন সম্পন্ন
পেকুয়ায় বৃহত্তর তাফসির মাহফিল ঘিরে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
‘প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে’
র্যাবের অভিযানে জাহাজে সাত খুনের ঘটনার হোতা গ্রেফতার
গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই
ব্রাহ্মণপাড়ায় আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর
টেস্টে ফেরা আরও দীর্ঘ হচ্ছে রশিদের
দেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান, ২ ভাগ অন্য ধর্মাবলম্বী: বিশ্ব জরিপ সংস্থা
কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড় দিন উদযাপন
ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক
চার দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ, থানায় অপহরণের অভিযোগ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তোরেসকেও হারাল বার্সা
সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের ২ যুবক নিহত
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সোহেল হাফিজ সভাপতি, সালেহ্ সম্পাদক
চাঁদপুরে সারবাহী জাহাজে নৃশংস হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান
টঙ্গীতে হত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ