মোহামেডানকে উড়িয়ে সুপার ফোরে আবাহনী
০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচ। সেই দুই দলের নাম আবার আবাহনী ও মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জমজমাট লড়াই দেখার আশা করায় ভুল কিছু ছিল না। কিন্তু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল সেই লড়াই জমল না মোটেই। একতরফা ম্যাচে মোহামেডানকে ৮ উইকেটে হারিয়ে আট ম্যাচে অষ্টম জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবস্থান আরও শক্ত করেছেন আবাহনী। এই জয়ে প্রথম দল হিসেবে সুপার লিগ খেলা নিশ্চিত করেছে আবাহনী।
টস জিতে ফিল্ডিং নেওয়া আবাহনী প্রথম ৬ ওভারেই ২১ রানের মধ্যে মোহামেডানের প্রথম ৩ উইকেট তুলে নেয়। এই ৩ উইকেটের মধ্যে ছিল টানা পাঁচ ম্যাচে ফিফটি করা মাহিদুল ইসলামের উইকেটও। তাঁকে বোল্ড করে দেন জাতীয় দলের পেসার তানজিম হাসান। এই ধাক্কা আর সামলাতে না-পারা মোহামেডান ৫০ ওভারে করে ৯ উইকেটে ১৯০ রান। আবাহনী ১৫ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় স্কোরটা।
এর আগে ২১ রানে ৩ উইকেট হারানো মোহামেডান ৯০ রান তুলতেই হারায় আরও ৩ উইকেট। এরপরও যে রানটা ১৯০ হলো, তাতে বড় অবদান মাহমুদউল্লাহর। জাতীয় দলের এই ব্যাটসম্যান ৮৩ বলে ৩ ছক্কায় করেছেন ৫৪ রান। মাহমুদউল্লাহ ফেরেন মোহামেডানকে ১৩০ রানে রেখে সপ্তম ব্যাটসম্যান হিসেবে। এরপর আরিফুল হক (৫৪ বলে ৩৩) ও আবু হায়দারের (১৫ বলে ২২) ১৯০ রান এনে দেয় অষ্টম ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া মোহামেডানকে।
রান তাড়ায় আবাহনী ১৬ রানে হারায় ওপেনার এনামুল হককে। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া এনামুল এদিন করেছেন ১২ রান। এরপর দ্বিতীয় উইকেটে ১০৬ রান যোগ করে ম্যাচ থেকে মোহামেডানকে ছিটকে ফেলেন মোহাম্মদ নাঈম ও জাকের আলী। ওপেনার নাঈম ৬২ বলে ৬৩ রান করে ফিরে গেলেও জাকের আলী ৯০ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন। ৬টি ছক্কা মেরেছেন জাতীয় দলের ব্যাটসম্যান। নাঈম মেরেছেন ৩টি। ৩টি ছক্কা মেরেছেন নাঈমের বিদায়ের পর উইকেটে আসা আফিফ হোসেনও। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার ৩৫তম ওভারে শেষ দুই বলে আসিফ হাসানকে টানা দুই ছক্কা মেরে শেষ করেন ম্যাচ। ৩৮ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কে তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন লাগার ঘটনায় সৃষ্ট যানজটের কারণে কোনো দল বিকেএসপিতে পৌঁছাতে না পারায় বাতিল হয়েছে দিনের অন্য দুটি ম্যাচ। বিকেএসপির দুই মাঠে শেখ জামাল ধানমন্ডি-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্সের মুখোমুখি হবার কথা ছিলো। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে আজ। লিগের আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘দুর্ঘটনার কারণে দলগুলো যেতে পারেনি। তাই ম্যাচ বাতিল করতে হয়েছে। ম্যাচ দুটি বডিলি শিফট করা হয়েছে। আজকের (গতকালের) ম্যাচগুলো কাল (আজ) হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কফিন কাঁধে মিছিল, আ.লীগ নিষিদ্ধ চাইল ছাত্র-জনতা

শিরোপার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

মেয়েদের ক্রিকেট

এতীমের মা খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় মানুষের ঢল : বিভিন্ন মহলের শোক

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কেউ সংবিধান সংশোধন করতে পারে না

মুন্সীগঞ্জে থেমে থাকা বাসে আগুনে ঘুমন্ত হেলপারের মৃত্যু

ডেভিল হান্টে ধরা আরো ৫৯১ জন

ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি :গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশে আস্থা ফেরাতে ডিসিদের প্রস্তাব

বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য মৃৎশিল্প

নাফিজের নিথর দেহের সেই ছবির স্কেচ জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদে

তিন ফুট বাই এক ফুটের সেল, টয়লেট ও বিছানা

আয়নাঘরেও উল্টো ঝুলিয়ে নির্যাতন করা হয় মাজেদকে

৭০০ থেকে ৮০০ আয়নাঘর থাকতে পারে সারা দেশে :প্রেস সচিব

‘আয়নাঘর’ বীভৎস দৃশ্য দেখলেন ড. ইউনূস

মানবাধিকারের চরম লংঘনকারী হাসিনা

রক্তের দাগ মুছার আগেই আওয়ামী লীগ নেতা মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী

অবৈধ পথে ইনকাম করা টাকা মসজিদের উন্নয়ন কাজে দান করা প্রসঙ্গে।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি নিয়ে আলোচনা সোমবার

স্ত্রীসহ জাপার মুজিবুল হক চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা