শঙ্কায় আবাহনী-মোহামেডান দ্বৈরথ!
১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
ঘরোয়া হকির সর্বোচ্চ আসর চলমান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ লিগের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মোহামেডান-আবাহনী ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে! কারণ লিগ নিয়ে নানা অভিযোগে ক্ষিপ্ত মোহামেডান তাদের শেষ ম্যাচটি খেলবে কিনা তা ২৪ ঘন্টা আগে গণমাধ্যমের কাছে পরিস্কার করেছে। ম্যাচ শুরুর আগের দিন গতকাল বিকালে হঠাৎ এক সংবাদ সম্মেলনে মোহামেডান কর্তারা সাংবাদিকদের জানান, তাদের নির্ভরযোগ্য খেলোয়াড় ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমির বহিস্কারদেশ না তুললে আবাহনীর বিপক্ষে খেলবে না সাদাকালোরা!
তিন হলুদ কার্ড পেয়ে ইতোমধ্যে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জিমি। ফলে আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে খেলতে পারবেন না তিনি। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) লিগ কমিটি চিঠি দিয়ে বিষয়টি মোহামেডানকে জানালে এর তীব্র প্রতিবাদ করে সাদাকালো শিবির। আবাহনীর বিপক্ষে জিমিকে খেলতে না দেয়ার সিদ্ধান্ত লিগ কমিটি বাইলজ মেনে গ্রহণ করেনি বলে দাবী মোহামেডানের। ক্লাবটির ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের স্বাক্ষরিত এক চিঠি পরশু সন্ধ্যায় বাহফেতে পাঠায় মোহামেডান। চিঠিতে বলা হয়, ‘রাসেল মাহমুদ জিমির নিষিদ্ধ হওয়ার ব্যাপারে লিগের বাইলজের ১৫ (ক) ধারা সঠিকভাবে পরিপালন করা হয়নি। তাই জিমির নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে আবাহনীর বিপক্ষে খেলার অনুমতি দিতে হবে। অন্যথায় লিগ বর্জন করবে মোহামেডান।’ একই কথা কাল সংবাদ সম্মেলনেও বলেন ক্লাবটির কর্মকর্তারা। জিমি ইস্যু ছাড়াও লিগে অনিয়ম, নিন্মমানের আম্পায়ারিং, বাহফে কর্তাদের পক্ষপাতমূলক আচরণ ও ক্লাব কর্মকর্তার উপর হামলার জন্য এই সম্মেলন ডাকা হয়। প্রিমিয়ার লিগের যাবতীয় অনিয়ম তুলে ধরে ইতোমধ্যে বাহফে বরাবর চিঠি দিয়েছে মোহামেডান কর্তৃপক্ষ। ওই চিঠির উত্তর পেলেই বিষদ সিদ্ধান্ত নেবে ক্লাবটির গভর্নিং বডি। সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক জামাল রানা ও আবু হাসান চৌধুরী প্রিন্স, সাবেক পরিচালক সারোয়ার হোসেন, স্থায়ী সদস্য শফিকুল ইসলাম লিটু এবং স্থায়ী সদস্য ও হকি কমিটির সম্পাদক আবু সায়েম শাহিন উপস্থিত ছিলেন। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদের সই করা লিখিত বক্তব্যে সাবেক পরিচালক সারোয়ার হোসেন বলেন, ‘গত ৩০ মার্চ আবাহনীর বিপক্ষে ম্যাচে আমাদের একটি বৈধ গোল বাতিল করে দেন আম্পায়ার। ফেইজবুক পেইজে দেখানো লাইভ ভিডিও তুলে ধরে চিঠি দিলেও তা শুধরায়নি ফেডারেশন। ১ এপ্রিল বর্তমান ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের বিপক্ষে ম্যাচে আম্পায়ার সেলিম লাকী ভিডিও রেফারেলের দায়িত্বে থাকলেও আমাদের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রতিবাদে চিঠি দিলেও ফেডারেশন থেকে কোন উত্তর মেলেনি। ১৬ এপ্রিল হকি ফেডারেশনের দোতালায় আমাদের সহকারী ম্যানেজার সোহেল রানার উপর হামলা চালায় মেরিনারের কর্মকর্তা ও হকি ফেডারেশনের সদস্য নাসিম রেজা মিজান। এ বিষয়ে লিগ কমিটির কাছে চিঠি দিলেও তার কোনো জবাব এখনও পাইনি আমরা। পরদিন আমাদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে বাইলজের ১৫ (ক) ধারা অনুযায়ী পরবর্তী ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়। সেই সিদ্ধান্ত প্রত্যাহার প্রসঙ্গে লিগ কমিটির কাছে বাইলজের সুনির্দিষ্ট ধারা উল্লেখ করে চিঠি দিলেও তার উত্তর মেলেনি। যা উদ্দেশ্যপ্রনোদিত এবং আমাদের পক্ষে তা মানা অসম্ভব।’ তিনি যোগ করেন, ‘আজ (গতকাল) আমরা আবারও চিঠি দিয়েছি হকি ফেডারেশনে। সেই চিঠির উত্তর আসার পর আমাদের গভর্নিং বডিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জিমির বহিস্কারদেশ না তুলে নিলে আগামীকাল (আজ) আবাহনীর বিপক্ষে ম্যাচ আমরা নাও খেলতে পারি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়কে ছয় লেনের কাজ এগিয়ে চলছে গাড়ি চলবে ১০০ কি.মি গতিতে
আটঘরিয়ায় ঘন কুয়াশায় বিনা চাষে রসুনের জমি পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক
সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা
সখিপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
রামগড়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪লক্ষ টাকা জরিমানা
আমতলীর ইউএনও’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন
নবীনগর ও কসবায় বিভিন্ন রকমের মাদকসহ তিন যুবক গ্রেপ্তার
মণিপুর গৃহযুদ্ধে ইন্ধন দিচ্ছে মিয়ানমার, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে
চাঁদপুর মেঘনায় জাহাজে মিলল ৫ জনের মরদেহ
বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার ৭৮তম মাহফিল ও ইসলামী মহাসম্মেলন শুরু
বিনা খরচে কৃষকের দেড়’শ ধানের চারা রোপন করে দিল কালীগঞ্জ কৃষি আফিস
সিরিয়ার নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে উদ্দীপন যুব সংঘ চ্যাম্পিয়ন
সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল
অর্থনৈতিক সংকটে আফগান রুটি, ঐতিহ্য ও জীবনের অংশ
আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
উত্তরপ্রদেশে ৩ খলিস্তানি বিদ্রোহীকে গুলি করে হত্যা পুলিশের
শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার
হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল