শঙ্কায় আবাহনী-মোহামেডান দ্বৈরথ!
১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
ঘরোয়া হকির সর্বোচ্চ আসর চলমান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ লিগের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মোহামেডান-আবাহনী ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে! কারণ লিগ নিয়ে নানা অভিযোগে ক্ষিপ্ত মোহামেডান তাদের শেষ ম্যাচটি খেলবে কিনা তা ২৪ ঘন্টা আগে গণমাধ্যমের কাছে পরিস্কার করেছে। ম্যাচ শুরুর আগের দিন গতকাল বিকালে হঠাৎ এক সংবাদ সম্মেলনে মোহামেডান কর্তারা সাংবাদিকদের জানান, তাদের নির্ভরযোগ্য খেলোয়াড় ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমির বহিস্কারদেশ না তুললে আবাহনীর বিপক্ষে খেলবে না সাদাকালোরা!
তিন হলুদ কার্ড পেয়ে ইতোমধ্যে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জিমি। ফলে আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে খেলতে পারবেন না তিনি। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) লিগ কমিটি চিঠি দিয়ে বিষয়টি মোহামেডানকে জানালে এর তীব্র প্রতিবাদ করে সাদাকালো শিবির। আবাহনীর বিপক্ষে জিমিকে খেলতে না দেয়ার সিদ্ধান্ত লিগ কমিটি বাইলজ মেনে গ্রহণ করেনি বলে দাবী মোহামেডানের। ক্লাবটির ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের স্বাক্ষরিত এক চিঠি পরশু সন্ধ্যায় বাহফেতে পাঠায় মোহামেডান। চিঠিতে বলা হয়, ‘রাসেল মাহমুদ জিমির নিষিদ্ধ হওয়ার ব্যাপারে লিগের বাইলজের ১৫ (ক) ধারা সঠিকভাবে পরিপালন করা হয়নি। তাই জিমির নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে আবাহনীর বিপক্ষে খেলার অনুমতি দিতে হবে। অন্যথায় লিগ বর্জন করবে মোহামেডান।’ একই কথা কাল সংবাদ সম্মেলনেও বলেন ক্লাবটির কর্মকর্তারা। জিমি ইস্যু ছাড়াও লিগে অনিয়ম, নিন্মমানের আম্পায়ারিং, বাহফে কর্তাদের পক্ষপাতমূলক আচরণ ও ক্লাব কর্মকর্তার উপর হামলার জন্য এই সম্মেলন ডাকা হয়। প্রিমিয়ার লিগের যাবতীয় অনিয়ম তুলে ধরে ইতোমধ্যে বাহফে বরাবর চিঠি দিয়েছে মোহামেডান কর্তৃপক্ষ। ওই চিঠির উত্তর পেলেই বিষদ সিদ্ধান্ত নেবে ক্লাবটির গভর্নিং বডি। সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক জামাল রানা ও আবু হাসান চৌধুরী প্রিন্স, সাবেক পরিচালক সারোয়ার হোসেন, স্থায়ী সদস্য শফিকুল ইসলাম লিটু এবং স্থায়ী সদস্য ও হকি কমিটির সম্পাদক আবু সায়েম শাহিন উপস্থিত ছিলেন। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদের সই করা লিখিত বক্তব্যে সাবেক পরিচালক সারোয়ার হোসেন বলেন, ‘গত ৩০ মার্চ আবাহনীর বিপক্ষে ম্যাচে আমাদের একটি বৈধ গোল বাতিল করে দেন আম্পায়ার। ফেইজবুক পেইজে দেখানো লাইভ ভিডিও তুলে ধরে চিঠি দিলেও তা শুধরায়নি ফেডারেশন। ১ এপ্রিল বর্তমান ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের বিপক্ষে ম্যাচে আম্পায়ার সেলিম লাকী ভিডিও রেফারেলের দায়িত্বে থাকলেও আমাদের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রতিবাদে চিঠি দিলেও ফেডারেশন থেকে কোন উত্তর মেলেনি। ১৬ এপ্রিল হকি ফেডারেশনের দোতালায় আমাদের সহকারী ম্যানেজার সোহেল রানার উপর হামলা চালায় মেরিনারের কর্মকর্তা ও হকি ফেডারেশনের সদস্য নাসিম রেজা মিজান। এ বিষয়ে লিগ কমিটির কাছে চিঠি দিলেও তার কোনো জবাব এখনও পাইনি আমরা। পরদিন আমাদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে বাইলজের ১৫ (ক) ধারা অনুযায়ী পরবর্তী ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়। সেই সিদ্ধান্ত প্রত্যাহার প্রসঙ্গে লিগ কমিটির কাছে বাইলজের সুনির্দিষ্ট ধারা উল্লেখ করে চিঠি দিলেও তার উত্তর মেলেনি। যা উদ্দেশ্যপ্রনোদিত এবং আমাদের পক্ষে তা মানা অসম্ভব।’ তিনি যোগ করেন, ‘আজ (গতকাল) আমরা আবারও চিঠি দিয়েছি হকি ফেডারেশনে। সেই চিঠির উত্তর আসার পর আমাদের গভর্নিং বডিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জিমির বহিস্কারদেশ না তুলে নিলে আগামীকাল (আজ) আবাহনীর বিপক্ষে ম্যাচ আমরা নাও খেলতে পারি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দেবে চীন : পররাষ্টা উপদেষ্টা
জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ১৮
আবু তাহের মিয়ার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল
চীন জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম দেবে
সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম : যোগী আদিত্যনাথ
হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেকপয়েন্টে অপেক্ষমাণ: জাতিসংঘ
মধ্যরাতে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল
দূষণের শীর্ষে ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, দ্বিতীয় স্থানে লাহোর
সংঘর্ষের পর এবার ঢাকা অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
গাজার উত্তরে ফেরার অনুমতি দিল ইসরায়েল, লেবাননে যুদ্ধবিরতি বাড়ল ফেব্রুয়ারি পর্যন্ত
শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় যা বললেন ঢাবি উপাচার্য
ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেফতার
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৭ হাজার ৩০০
মঞ্চে আসছে সুফিবাদী নাটক 'পাখিদের বিধানসভা; কেমন চলছে পাখিদের শেষ সময়ের প্রস্তুতি?
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসালো বার্সা
বিবর্ণতা কাটিয়ে ইউনাইটেডের স্বস্তির জয়
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার
রোনালদোর গোলে আল নাসেরের সহজ জয়
মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা