রাজমিস্ত্রী শাওনের নতুন রেকর্ড
২৫ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০৪ এএম

শুরু হয়েছে শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিন তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েন অ্যাথলেটরা। এর মধ্যে কিশোরীদের ১০০মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বিকেএসপির সুমাইয়া আক্তার। তিনি সময় নেন ১২.৪৯ সেকেন্ড (ইলেক্ট্রনিক টাইমিং)। আগে এই ইভেন্টে রেকর্ড ছিল একই সংস্থার সোনিয়া আক্তারের। তিনি ২০১৯ সালে সময় নিয়েছিলেন ১২.৬৬ সেকেন্ড (ইলেক্ট্রনিক টাইমিং)। কিশোরদের ১৫০০মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মো. শাওন। ৪:১৪.১২ সেকেন্ড (ইলেক্ট্রনিক টাইমিং) সময় নিয়ে দৌড় শেষ করে সোনা জয় করেন রাজমিস্ত্রী শাওন। এই ইভেন্টে ২০১৮ সালে রেকর্ড গড়েছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার বিজয় মল্লিক। তার সময় ছিল ৪:১৯.২০ সেকেন্ড (ইলেক্ট্রনিক টাইমিং)। কিশোরীদের শটপুট ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপির মোছা. শারমিন আক্তার। তিনি ১২.১০ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জেতেন তিনি। ২০১৬ সালে এই ইভেন্টে ১০.৪২ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণপদক জিতেছিলেন একই সংস্থার তাহমিনা আক্তার লোপা। এছাড়া কাল বালকদের ১০০মিটার স্প্রিন্টে সোনা জিতে দ্রুততম বালক খেতাব পেয়েছেন বিকেএসপির মো. শিপন মিয়া। তিনি সময় নেন ১১.৩৭ সে (ইলেক্ট্রনিক টাইমিং)। বিকেএসপির মোছা. মিম আক্তার বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ১২.৭০ সেকেন্ড (ইলেক্ট্রনিক টাইমিং) সময় নিয়ে। আর কিশোরদের ১০০মিটারে প্রথম স্থান পান বিকেএসপির দেলোয়ার হোসেন। ১১.২০ সেকেন্ড (ইলেক্ট্রনিক টাইমিং) সময় নিয়ে দৌড় শেষ করে দ্রুততম কিশোরের খেতাব জেতেন তিনি।
মো. শাওন এক সময় ফুটবল খেলতেন। কিন্তু কুড়িগ্রামের কোচ শফিকুল ইসলামের পীড়াপীড়িতে অ্যাথলেটিক্সে চলে আসেন তিনি। এখনতো রেকর্ডবয় এই কিশোর। এবারের জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে ১৫০০ মিটার দৌড়ে পাঁচ বছর আগের রেকর্ড ভেঙ্গে গড়েছেন নতুন রেকর্ড। নুতন রেকর্ড গড়তে কত কষ্টই না করতে হয়েছে শাওনকে। এমনকি রাজমিস্ত্রীর কাজ পর্যন্ত করতে হয়েছে তাকে। বাবা মোফাসসেল হক পেশায় একজন কৃষক। দিন চুক্তিতে অন্যের জমিতে চাষ করে ৪ ছেলে ও স্ত্রীকে নিয়েই খুব কষ্টে সংসার চালান তিনি। তবে সময় বিশেষে বাবাকেও কৃষি কাজে সহযোগিতা করে শাওন। তার কথায়, ‘বাবা অনেক কষ্ট করেন। তাই উনাকে আমি সহযোগিতা করি। চার ভাইয়ের মধ্যে আমি বড়। তাই বাবাকে সহযোগিতা করতেই হয়।’
সংসার চালাতে কষ্ট হয় বিধায় নিজের বাড়তি খাবারের জন্য আর বাবাকে চাপে ফেলতে চান না শাওন। তাই শুক্রবার ও শনিবার দিনে ৩৫০ টাকা চুক্তিতে এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেন এই কিশোর। সেই টাকা দিয়েই নিজের বাড়তি পুষ্টির খাবার কিনেন তিনি। পাঁচগাছি দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র শাওন আরও বলেন, ‘এমনিতেই সংসার চালাতে হিমশিম খেতেহয় বাবাকে। তাই আমি মাদ্রাসা বন্ধের দুই দিন শুক্র ও শনিবার নিজে রাজমিস্ত্রীর কাজ করি। ওই টাকা দিয়ে অ্যাথলেটিক্স অনুশীলনের পর পুষ্টিকর খাবার কিনে খাই।’ আগে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে খেলতে গিয়ে দম হারিয়ে ফেলেছিলেন। তাই ১৫০০ মিটার দৌঁড়কেই বেছে নেন শাওন, ‘আমি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে দম পেতাম না। তাই ১৫০০ মিটারে খেলছি। এতে তৃপ্তি পাই। অনুভূতিও ভাল।’ নতুন রেকর্ড গড়ায় দশ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে শাওন। এই অর্থ দিয়ে নিজে পুষ্টিকর খাবার খেতে চায় কুড়িগ্রামের এই অ্যাথলেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

আক্রান্ত পারমাণবিক কেন্দ্রগুলো তদন্ত করে যা জানাল ইরান

কুষ্টিয়ার দৌলতপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে কৃষকদের সাফল্য

ডা. স্বপ্নীলের রোগী দেখতে পারবেন না সনদ ৫ বছর

কুষ্টিয়ার বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জর হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক কারাগারে

টাঙ্গাইলে পরিবেশ রক্ষায় বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর বৃক্ষরোপণ

শেরপুরের নকলায় লহামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে - গিয়াস উদ্দিন

রাজশাহীতে হবে বিপিএল, বাড়ানো হবে প্রিমিয়ার লিগের ম্যাচ, আশ্বাস বিসিবির

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অহত অর্ধশত গ্রেফতার ৩

স্বৈরাচারের দোসররা বাঁচার জন্য বিভিন্ন কর্ম কৌশল করতে পারে-অধ্যাপক ডা: এ. জেড. এম জাহিদ হোসেন

দেশের কল্যাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে – নাজিম উদ্দিন আলম

কুড়িগ্রামের রৌমারীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি - মতলব দক্ষিণে উত্তাপ বেড়েই চলছে,অভিযুক্ত শান্তকে দেশে ফিরিয়ে আনার দাবী

নীলফামারীতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতের মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মী প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাকিমপুরের নারী ও পুরুষ সহ ৬ জন গ্রেফতার

কমলনগরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা

নকলায় ছাত্র সাকিলের উপর লহামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

উত্তরাজুড়ে প্রশাসনের অব্যাহত অভিযানে কমেছে কিশোর গ্যাং-এর উৎপাত