বেক্সিমকো এক্সেল বক্সিং রিংয়ে গড়াবে আজ
২৫ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০৪ এএম
এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশন্সের আয়োজনে পেশাদার বক্সিংয়ে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০ আজ রিংয়ে গড়াবে। বিকাল ৪টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হবে এই বক্সিং ইভেন্ট। চলবে রাত ১১টা পর্যন্ত। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশন্স গেল ২ বছর ধরে বাংলাদেশে এই বক্সিং প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয় আয়োজন। এক্সবিসি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিরিজের এই আয়োজনে বাংলাদেশের বক্সারদের বিপক্ষে লড়বেন ইরান, ভারত, তানজানিয়া এবং চীনের বক্সাররা। দেশ-বিদেশের মোট ২২ জন বক্সার এ প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতায় আট ওজন শ্রেণীতে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণীগুলো হচ্ছে- ব্যান্টামওয়েট, ফেদারওয়েট, সুপার লাইটওয়েট, মিনিমাম ওয়েট, ওয়েল্টার, সুপার মিডল, সুপার ফ্লাই এবং সুপার ওয়েল্টারওয়েট।
এক্সেলের আসন্ন এই বক্সিং ইভেন্ট নিয়ে গতকাল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় ওয়ে-ইন সেশন। এই সেশনে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বক্সারদের ওজন মাপা হয়। ওয়েট ক্যাটাগরি বা ওজন শ্রেণী অনুযায়ী বক্সার ওজন ঠিক আছে কিনা তা পরখ করে দেখা হয় এই ওয়ে-ইন সেশনে। বক্সাররা লড়াইয়ের জন্য উপযুক্ত আছেন কিনা তা নিশ্চিত করতে একটি মেডিকাল চেকআপও করা হয়। এছাড়া সকল খেলোয়াড়দের ইভেন্টের আয়োজকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের (বিবিএফ) চেয়ারম্যান আদনান হারুন এবং ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের (ডব্লিউবিসি) এশিয়া অঞ্চলের সহ-সভাপতি থাইল্যান্ডের মেজর জেনারেল ড্যামরং সিমাকাজর্নবুন সহ অন্যান্য কর্মকর্তারা।
এবারের প্রতিযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি) বেল্টের জন্য প্রথমবারের মতো কোনো বাংলাদেশির লড়াই। মোহম্মদ আলী এবং মাইক টাইসনের মতো কিংবদন্তীরা এই বেল্টের জন্য এক সময় খেলেছেন। ‘ডব্লিউবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপার জন্য এবার বাংলাদেশের বক্সার উৎসব আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের সুপার ফ্লাইওয়েট বক্সার মাজহার হুসেনের বিপক্ষে। ডব্লিউবিসি ম্যাচটির তত্বাবধানে থাকবেন মেজর জেনারেল ড্যামরং সিমাকাজর্নবুন। এই টুর্নামেন্টে আরও চমক যোগ করবেন দেশসেরা বক্সার সুরো কৃষ্ণ চাকমা। ‘এবিএফ সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন’ সুরো কৃষ্ণ এবার লাইটওয়েট বিভাগে লড়বেন চীনের বক্সার বিয়াও লিউয়ের বিরুদ্ধে। এছাড়া, নারী বক্সারদেরকেও এবারের বক্সিং মঞ্চে দেখা যাবে। দুই নতুন বাংলাদেশি বক্সার নওশিন তাসনিম এবং রিমা সরকার ফেদারওয়েট বিভাগে লড়বেন। অন্যদিকে, সানজিদা জান্নাত এবং নবাগত রুবিনা আখতার মুখোমুখি হবেন মিনিমাম ওয়েট ক্যাটাগরিতে। এছাড়া ভারতীয় বক্সার আশা রোকা লড়বেন তানজানিয়ার বক্সার লুলু কায়াজের বিরুদ্ধে।
এই আয়োজনে বাংলাদেশের বেশ ক’জন উদীয়মান বক্সাররা অংশ নেবে। দুই বাংলাদেশি বক্সার ইয়াসিন এবং শিহাবের মধ্যকার ব্যান্টামওয়েট বিভাগের লড়াই দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে। স্বাগতিকদের লালক্সাম সাং এবং রতন কুমার সুপারলাইট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওয়েল্টার বিভাগে বক্সার মোকসাদুল রানা মুখোমুখি হবেন ফ্রান্সের বক্সার টমাস গুইলেমেটের। মিনিমাম ওয়েট ক্যাটাগরিতে লড়বেন আমরানুল ফয়সাল ও হোসেন। বাংলাদেশের ইমন টংচঙ্গিয়া সুপার মিডল বিভাগে ইরানের মাহদি সারবাজের মুখোমুখি হবেন। সুপার ওয়েল্টার বিভাগে লড়াই করবেন ফরাসি বক্সার ফ্লোরেন্ট ডারভিস ও ভারতীয় বক্সার অভিষেক শর্মা। বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপের খেলা টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতেও সম্প্রচারিত হবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতা নিয়ে বিবিএফের চেয়ারম্যান আদনান হারুন বলেন,‘আমরা তৃতীয়বারের মতো এক্সবিসির বক্সিং টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে আনন্দিত ও গর্বিত। এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের (ডব্লিউবিসি) একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি মনে করি এই পর্যায়ের গ্লোবাল বক্সিং ম্যাচ বাংলাদেশের বক্সারদেরকে আরও উৎসাহিত করবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা