উৎসবের হাত ধরে ইতিহাস
২৭ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশের বক্সার উৎসব আহমেদের ইতিহাস গড়ার মধ্যদিয়ে শেষ হলো বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশন্সের আয়োজনে ও বেক্সিমকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় পেশাদার বক্সিংয়ের এই টুর্নামেন্ট গত পরশু রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেষ হয়। এবারের আয়োজনে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, ইরান, ভারত, তানজানিয়া এবং চীনের ২২ জন বক্সার অংশ নেন এই প্রতিযোগিতায়।
এক্সবিসি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিরিজের এটা ছিল তৃতীয় আসর। এই আসরের মূল আকর্ষণ ছিল ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি) বেল্টের জন্য প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বক্সারের লড়াই। পরশু রাতের শেষ ম্যাচটিতে ডব্লিউবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট শিরোপা জিতে নেন বাংলাদেশের উৎসব। সুপার ফ্লাইওয়েট বিভাগে উৎসবের বিপক্ষে লড়াই করেন ভারতীয় বক্সার মাজহার হুসেন। আট রাউন্ডের এই বাউটে লড়াইয়ের শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রাখেন দুই বক্সার। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশ ও ভারতের দুই বক্সার সমানতালে লড়লেও শেষ পর্যন্ত বিজয়ী হন বাংলাদেশের উৎসব আহমেদ।
বক্সিংয়ের এই টুর্নামেন্টটি শুরু হয় মোহাম্মদ ইয়াসিন এবং শিহাবের ব্যান্টামওয়েট ক্যাটাগরির লড়াই দিয়ে। যেখানে জয়ী হন ইয়াসিন। দ্বিতীয় বাউটে হয় নারী বক্সারদের একটি ম্যাচ। ফেদারওয়েট বিভাগের এই বাউটে নওশিন তাসনিমের বিপক্ষে জয় পান রিমা সরকার। সুপারলাইট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের আরও দুই বক্সার লালক্সাম সাং এবং রতন কুমার। এতে বিজয়ী হন রতন কুমার। অন্যদিকে, মিনিমাম ওয়েট ক্যাটাগরিতে সানজিদা জান্নাত জয় পান রুবিনা আখতারের বিপক্ষে।
এক্সবিসি বক্সিং চ্যাম্পিয়নশিপ এই আয়োজনে এবার আরও কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের বক্সার মোকসেদুল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন ফ্র্যান্সের টমাস গুইলেমেটের সঙ্গে। ওয়েল্টারওয়েট বিভাগের মোট ছয় রাউন্ডের এই ম্যাচে জয় পান টমাস। এর পরেই মিনিমাম ওয়েট ক্যাটাগরিতে লড়াই করেন বক্সার আমরানুল ফয়সাল ও হোসেন। যেখানে শুরু থেকেই হোসেন দারুণভাবে লড়াই করেন। ছয় রাউন্ডের এই বাউটে শেষমেষ জয়ী হন বক্সার হোসেন।
অন্যদিকে, ইরানের বক্সার মাহদি সারবাজের বিপক্ষে লড়াই করেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান বক্সার ইমন থংচয়ঙ্গা। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর এই ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। সুপার মিডল ক্যাটাগরিতে মোট চার রাউন্ডের এই বাউটে জয়ী হন বাংলাদেশের ইমন। পরবর্তী বাউটে লড়াই করেন বাংলদেশের সেরা বক্সার সুরো কৃষ্ণ চাকমা। এবিএফ সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন সুরো লাইটওয়েট বিভাগে লড়াই করেন চীনের বক্সার বাউ লিউয়ের বিপক্ষে। আট রাউন্ডের লড়াই হয় এই বাউটে। কৌশলের সঙ্গেই লড়লেও শেষমেষ হেরে যান সুরো। এছাড়া, আরও দুইটি আন্তর্জাতিক ম্যাচ হয় অন্য দেশগুলোর মধ্যে। সুপার ওয়েল্টার বিভাগে লড়াই করেন ফ্রান্সের বক্সার ফ্লোরেন্ট ডারভিস ও ভারতীয় বক্সার অভিষেক শর্মা। এতে জয় পান ফ্লোরেন্ট। নারী বক্সাদেরও দারুণ একটি ম্যাচ দেখা যায় ভারতের বক্সার আশা রোকা এবং তানজানিয়ার বক্সার লুলু কায়াগের মধ্যে। সুপার ফ্লাই ক্যাটাগরির এই বাউটে লুলু কায়াগকে নকআউট করে ম্যাচ জিতে নেন আশা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা