ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

কোরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৭ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০৩ এএম

টানা দুই বিশ্বকাপের সেমিফাইনালিষ্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। গতকাল বিকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫টি লোনাসহ ৬৭-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারায় লাল-সবুজরা। প্রথমার্ধে বিজয়ী দল ২৪-১১ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাটের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালিষ্ট কোরিয়া। টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ চতুর্থ আসরেও চ্যাম্পিয়নদের মতই শুরু করেছে। ফলে তাদের সামনে পাত্তাই পায়নি দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান একাই দলকে ২১ পয়েন্ট এনে দেন। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি প্রতিপক্ষের কাছ থেকে তুলে আনেন ১০ পয়েন্ট। ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর।
খেলা শেষে বাংলাদেশ দলের কোচ আব্দুল জলিল বলেন, ‘দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বড় জয় পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। ছেলেদের যেভাবে পরিকল্পনা দেয়া হয়েছিল সেটা তারা ম্যাটে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আগামীকাল (আজ) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। আশাকরি এই ম্যাচেও প্রত্যাশিত জয় ছিনিয়ে আনবে আমার ছেলেরা।’ ম্যাচসেরা হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন রেইডার মিজানুর রহমান, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাই। দলের সবাই যে যার অবস্থানে থেকে সেরাটা দিয়েই কোরিয়ার কাছ থেকে ম্যাচ বের করে এনেছি। আমাদের একমাত্র লক্ষ্য টানা চতুর্থ শিরোপা জেতা। আশাকরি জয়ের ধারাবাহিকতায় থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবো।’ এদিকে দিনের দ্বিতীয় খেলায় মালয়েশিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে নেপাল। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত এ ম্যাচে নেপাল ৪টি লোনাসহ ৬৭-৩০ পয়েন্টে হারায় মালয়েশিয়াকে। প্রথমার্ধে বিজয়ী দল ৩৫-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হন নেপালের ঘনশ্যাম।
এর আগে বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনকের নামে টুর্নামেন্টের জাঁকজমক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের মোট ১২টি দল অংশ নিচ্ছে। এরা হলো- পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।
উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে অংশ নেন অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। মার্চপাস্ট শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে আত্মহারা হয়ে পড়ে স্টেডিয়ামের গ্যালারিপূর্ণ দর্শকরা। বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দল এবং সরকারী শিশু পরিবারের (ভানুয়া, গাজীপুর) সদস্যরা এই অনুষ্ঠানে পারফর্ম করেন। তারা অংশগ্রহণকারী ১২ দেশেরই সংস্কৃতি অত্যন্ত মনোহরভাবে ফুটিয়ে তোলেন। সাউন্ডবক্সে ভেসে আসা সঙ্গীতের মূর্ছনার মধ্যে দর্শকরা অবিরাম বাংলাদেশের জয় কামনা করে শ্লোগান দিয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখেন। ফাইনালের মধ্য দিয়ে আগামী ৩ জুন শেষ হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের খেলা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৮

আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৮

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড

রাতেও বিমান হামলা, লেবাননে সহস্রাধিক মানুষ হারিয়েছে আশ্রয়

রাতেও বিমান হামলা, লেবাননে সহস্রাধিক মানুষ হারিয়েছে আশ্রয়

তিন সংস্করণ মিলিয়ে বুমরাহ-ই সেরা: স্মিথ

তিন সংস্করণ মিলিয়ে বুমরাহ-ই সেরা: স্মিথ

ড. তাহমিদ আহমেদ গেটস ফাউন্ডেশনের গোলকিপারস চ্যাম্পিয়ন স্বীকৃতি অর্জন

ড. তাহমিদ আহমেদ গেটস ফাউন্ডেশনের গোলকিপারস চ্যাম্পিয়ন স্বীকৃতি অর্জন

কুলাউড়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

কুলাউড়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর