বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২৮ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ মে ২০২৪, ১২:০৩ এএম
টানা দুই বিশ্বকাপের সেমিফাইনালিষ্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়েই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করে স্বাগতিক বাংলাদেশ। এবার মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো লাল-সবুজরা। গতকাল বিকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালেয়শিয়াকে ছয়টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। খেলার প্রথমার্ধে ৩৭-৪ পয়েন্টে এগিয়ে ছিল বিজয়ীরা। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশ দলের রাইট রেইডার আল-আমিন। মালয়েশিয়ার হারিয়ে দারুণ খুশি বাংলাদেশের কোচ আবদুল জলিল। ম্য্যাচ শেষে তিনি বলেন, ‘শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে দল। আজ (গতকাল) মালয়েশিয়ার বিপক্ষেও বড় ব্যবধানে জিতেছে তারা। আমি যেভাবে ছেলেদের পরিকল্পনা সাজিয়ে দিয়েছি সেটা তারা ম্যাচে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে। ছেলেদের পারফরম্যান্সে আমি অত্যন্ত আনন্দিত।’
ম্যাচ সেরার পুরস্কার জেতা আল-আমিন বলেন, ‘আমি আজ (কাল) সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি এটা বড় কথা নয়। দল জয় পেয়েছে এটাই আমার কাছে বড়। টানা দ্বিতীয় জয় পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। মালয়েশিয়া শক্ত প্রতিপক্ষ। কিন্তু ম্যাচে আমরা দারুণ খেলে তাদের কাছ থেকে পয়েন্ট তুলে নিয়েছি। এই ধারাবাহিকতা পুরো টুর্নামেন্ট জুড়ে ধরে রাখতে চাই। চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আগামীকাল ফের ম্যাটে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এর আগে একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত ‘এ’ গ্রæপের আরেক ম্যাচে পোল্যান্ডকে তিনটি লোনাসহ ৪৬-৪০ পয়েন্টে হারায় ইন্দোনেশিয়া। প্রথমার্ধে বিজয়ী দল ২৫-১৭ পয়েন্টে এগিয়েছিল। বিজয়ী দলের সুয়াসতিকা ম্যাচ সেরার পুরস্কার পান।
এদিকে সন্ধ্যায় অনুষ্ঠিত ‘বি’ গ্রæপের ম্যাচে চারটি লোনাসহ ৫৬-২৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে সহজেই হারায় কেনিয়া। প্রথমার্ধে বিজয়ী দল ২৫-১৯ পয়েন্টে এগিয়েছিল। ম্যাচ সেরার পুরস্কার পান কেনিয়ার জেমস। রাতে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে ইরাক একটি লোনাসহ ৪০-৩৩ পয়েন্টে হারায় উগান্ডাকে। প্রথমার্ধে বিজয়ী দল ২০-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। ইরাকের হাসান ফজল ম্যাচ সেরার পুরস্কার পান।
আজ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ইন্দোনেশিয়া। বিকাল ৫টায় এই গ্রæপের আরেক ম্যাচে নেপাল খেলবে পোল্যান্ডের বিপক্ষে। সন্ধ্যা ৬ টায় ‘বি’ গ্রুপের দল জাপান খেলবে কেনিয়ার বিপক্ষে এবং সন্ধ্যা ৭টায় এই গ্রুপের অন্য ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি