রাজার ডেরায় দর্শকও প্রতিপক্ষ জোকারের!
১০ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
কোর্টে বরাবরই আগ্রাসী নোভাক জোকোভিচ। কিন্তু সেটা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বলেও মনে করা যেতে পারে। যদিও গতপরশু রাতে তার আগ্রাসনের শিকার হলেন দর্শকেরা। এদিন লন্ডনের সেন্টার কোর্টে উইম্বলডনের শেষ ষোলর লড়াইয়ে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি। ৬-৩, ৬-৪, ৬-২ গেমে প্রায় উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ডের তারকা হলগার রুনেকে। ম্যাচে সুযোগ পেলেই দর্শকেরা জোকোভিচকে টিটকিরি দিচ্ছিলেন। স্ট্রেট সেটে জিতেও মেজাজ ঠিক রাখতে পারেননি জোকোভিচ। দর্শকদের চরম সমালোচনা করলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বলেন, ‘যে সমর্থকেরা সম্মান জানিয়ে এখানে খেলা দেখতে এসেছিলেন, তাঁদের হৃদয় থেকে ধন্যবাদ। আর যাঁরা এসেছিলেন এক জন খেলোয়াড়কে, এই ক্ষেত্রে সেই খেলোয়াড়টি আমি, বিদ্রুপ করার জন্য, তাঁদের শুভরাত্রি।’ সেই ‘শুভরাত্রি’ বলার মধ্যে বিদ্রুপ স্পষ্ট। জোকোভিচ স্পষ্ট করে বলে দিলেন তিনি অসম্মানিত। সঞ্চালক সামাল দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। তিনি জোকোভিচকে শান্ত করার জন্য বলেন, ‘রুনের জন্য সমর্থকেরা চিৎকার করছিলেন। আপনাকে অসম্মান করা হয়নি।’ জোকোভিচ মাথা নাড়তে শুরু করেন। তিনি বলেন, ‘ওঁরা বিদ্রুপ করছিলেন। এটা আমি মেনে নেব না। একদমই মানব না। আমি জানি ওঁরা রুনের জন্য চিৎকার করছিলেন। কিন্তু সেটা অজুহাত মাত্র। আমি ২০ বছর ধরে খেলছি। এই সব আমার জানা আছে। কী ভাবে বিদ্রুপ করা হয় জানি। আমি সেই সব দর্শককে সম্মান দিতে চাই, যাঁরা টিকিট কেটে টেনিসকে ভালবেসে খেলা দেখতে এসেছেন।’
সব শেষে সেন্টার কোর্টের গ্যালারিকে কার্যত হুমকি দিয়ে রাখলেন তিনি। যে দর্শকেরা কটাক্ষ করেছিলেন, তাঁদের উদ্দেশ্যে জোকোভিচ বলেন, ‘আমি এর থেকেও খারাপ পরিস্থিতিতে খেলেছি। আপনারা আমাকে ছুঁতেও পারবেন না। তবে উইম্বলডন কর্তৃপক্ষের এখানে কিছু করার আছে বলে মনে হয় না। কেউ খারাপ ব্যবহার করছে বলে তারা তো আর দর্শকদের বার করে দিতে পারবেন না।’
জোকোভিচকে আগেও উইম্বলডনে বিদ্রুপ করা হয়েছে। আসলে রজার ফেদেরারে উইম্বলডন এতটাই মুগ্ধ যে, তার থেকে শ্রেষ্ঠত্বের মুকুট তারা অন্য কাউকে দিতে চায় না। ফেদেরারর রেকর্ড ৮টি উইম্বলডন ট্রফির থেকে মাত্র এক ধাপ দূরে জোকোভিচ। এদিন প্রতিপক্ষ হিসেবে কোর্টে থাকা রুনে নিজে একজন সুইস বলেই কি-না তাঁকে বার বার বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ফেদেরার অবসরের পর সেই টিটকিরির মাত্রা আরও বেড়েছে।
তবে শুধু উইম্বলডনেই নয়, বিভিন্ন দেশে টেনিস খেলতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হয়েছেন ২৪টি গ্র্যান্ড সø্যামের মালিক। ফরাসি ওপেনে চোটের কারণে মাঝপথে সরে যেতে হয়েছিল তাঁকে। চোট সারিয়ে ফিরে উইম্বলডনে ২৫তম গ্র্যান্ড সø্যাম জয়ের লক্ষ্যে খেলছেন জোকোভিচ। রুনকে হারিয়ে এরই মধ্যে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোকোভিচ। সেখানে তাঁকে খেলতে হবে অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ রাত পৌনে ৮টায় হবে সেই ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরের ভবদহের জলাবদ্ধতায় দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ অনিশ্চিত
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
মির্জাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শিশুদের সৃজনশীলতার নতুন দ্বার উন্মোচনে ভিভো ও এসওএস-এর যৌথ উদ্যোগ
নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম সাধারণ সম্পাদক দবিরুল
বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি
সাতটি নির্ভরযোগ্য শেয়ারের তালিকায় বিএটি বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও জিপি: এসএসএল
ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
সেবাদাস হাসিনার পলায়নে সীমান্তে শক্তিশালী বাংলাদেশ দেখছে ভারত
শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের কম্বল বিতরণ
সাবেক মন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিলেটে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম
ডিএনসির ‘হাত-পা বাঁধা’ থাকায় মাদক সাম্রাজ্য চালিয়েছেন বদি
মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের উদ্যেগে ১ হাজার কম্বল বিতরণ
বিপিএলের মাধ্যমে তারুণ্যের উৎসব গতি পেয়েছে: ফাহিম
শমী কায়সারের ব্যবসায়িক তথ্য তলব
লাখো মানুষের স্বাস্থ্যসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিদ্যানন্দের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’
সৈয়দপুরে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমির টপ সয়েল
আগামীর নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের: জোনায়েদ সাকি
বিরলে একই জমিতে কলা ও বাঁধাকপি চাষ করে সফল এক নারী কৃষক