অনিশ্চিত নাদাল, শুধু দ্বৈতে মারে
২৭ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
রোঁলা গাঁরোয় অনুশীলনের সময় ঊরুতে চোট পেয়েছেন অলিম্পিকে দুবার সোনাজয়ী টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। এতে প্যারিস অলিম্পিকে এ স্প্যানিশের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গতপরশু এ কথা জানিয়েছেন নাদালের কোচ ও সাবেক টেনিস খেলোয়াড় কার্লোস ময়া।
ফ্রেঞ্চ ওপেনের কোর্ট রোঁলা গাঁরোয় এবার অলিম্পিকের টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২২টি গ্র্যান্ড সøামজয়ী নাদাল লালমাটির এই কোর্ট থেকে ১৪টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা তুলে নিয়েছেন। এবার ছেলেদের অলিম্পিক টেনিসের একক ও দ্বৈত ইভেন্টে অংশ নেওয়ার কথা নাদালের। দ্বৈত ইভেন্টে তার সতীর্থ বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। স্প্যানিশ রেডিওকে নাদালের অবস্থা প্রসঙ্গে ময়া বলেছেন, ‘গতকাল (বুধবার) সকালে সে অস্বস্তি অনুভব করেছে। বিকেল নাগাদ আরও খারাপ হয়েছে। ব্যাপারটা আরও খারাপ হওয়ার আগেই সে থেমেছে।’
৩৮ বছর বয়সী নাদাল গতপরশু অনুশীলন করেননি। ময়ার চোখে নাদালের জন্য এটাই ছিল সবচেয়ে দায়িত্বপূর্ণ কাজ। তিনি আরও বলেছেন, ‘এখন জোরাজুরির প্রয়োজন নেই। দেখা যাক সে কতটা সেরে ওঠে। আগামীকাল (গতকাল) এবং শনিবার (আজ) সে কেমন অবস্থায় থাকে, সেটা আমরা দেখব।’
কোমরের লম্বা চোট কাটিয়ে এ বছর টেনিসে ফিরেছেন নাদাল। গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে ২০২২ ফ্রেঞ্চ ওপেন জয়ের পর প্রথম এটিপি ফাইনালেও উঠেছিলেন। কিন্তু পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে যান। প্যারিস অলিম্পিকে আগামী রোববার একক ইভেন্টে প্রথম রাউন্ডে হাঙ্গেরির মারতন ফুচোভিসের মুখোমুখি হওয়ার কথা নাদালের। এর আগে আলকারাজকে সঙ্গে নিয়ে দ্বৈত ইভেন্টের কোর্টে নামার কথা আজ। একক ইভেন্টের প্রথম রাউন্ডে জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ।
কিন্তু নাদাল অলিম্পিকে খেলতে পারবেন কি না, সেটাই এখনো নিশ্চিত নয়। ময়ার ভাষায়, ‘তার খেলা না খেলা নিয়ে কোনো কিছুর নিশ্চয়তা আমি দিতে পারব না। এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন, চিকিৎসা নিতে হবে। সে অবশ্যই অলিম্পিকে খেলতে মুখিয়ে আছে। বছরের পর বছর সে এটাতে (অলিম্পিকে) চোখ রেখে আসছে। সে জন্মগতভাবেই প্রতিদ্বন্দ্বী। একক ও দ্বৈত ইভেন্টে খেলতে চায়। আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলতেও মুখিয়ে আছে। এই প্রথম তারা একসঙ্গে খেলবে এবং স্প্যানিশ টেনিসের জন্য সেটা হবে ঐতিহাসিক।’
২০০৮ বেইজিং অলিম্পিকের একক ইভেন্টে সোনা জিতেছেন নাদাল। ২০১৬ রিও অলিম্পিকের দ্বৈত ইভেন্টে সোনা জেতেন মার্ক লোপেজের সঙ্গে।
এদিকে, ক্যারিয়ারের বিদায়ী মঞ্চ প্যারিস অলিম্পিকসের একক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যান্ডি মারে। কেবল দ্বৈতে খেলবেন বলে জানিয়েছেন এই ব্রিটিশ টেনিস তারকা। এবার দিয়ে পঞ্চমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন মারে এবং এখান থেকেই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছেন তিনবারের গ্র্যান্ড সø্যাম জয়ী।
ক্যারিয়ারে অনেকবার চোট সমস্যায় পড়েছেন মারে, বারবার ছিটকে পড়েছেন কোর্টের বাইরে। তার মাঝেই, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ দারুণ সফল তিনি। ২০১২ ও ২০১৬ সালের অলিম্পিকসে সোনার পদক জিতেছেন স্কটল্যান্ডে জন্ম নেওয়া এই খেলোয়াড়। সবশেষ তিনি চোট পান গত জুনে। কুইন্সে জর্ডান থম্পসনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন পিঠের সমস্যায় ছিটকে যান তিনি। সেটাই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ একক ম্যাচ। ওই চোটেই উইম্বলডন থেকে সরে দাঁড়ান ৩৭ বছর বয়সী মারে। তবে এই আসরেই ডাবলসে একটি ম্যাচ খেলেছিলেন তিনি, হেরে যান প্রথম রাউন্ডেই। উইম্বলডনেই দুটি শিরোপা জিতেছেন তিনি, ২০১৩ ও ২০১৬ সালে; এককে আরেকটি গ্র্যান্ড জিতেছেন ২০১২ সালের ইউএস ওপেনে।
এবার প্যারিস গেমসে ড্যান ইভান্সের সঙ্গে জুটি বেঁধে খেলবেন মারে। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ জাপানের তারো দানিয়েল ও কেউ নিশিকোরি জুটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছে, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত