বোলারদের পর ব্যাট হাতে জয়ের লড়াই
২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা অনেকটাই পুষিয়ে দিতে পারলেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) বোলাররা। আগের দিন দুটি উইকেট নেওয়া রিপন মন্ডল যোগ করলেন আরও দুটি। দারুণভাবে জ্বলে উঠলেন রেজাউর রহমান রাজাও। সঙ্গে বাঁহাতি স্পিনার হাসান মুরাদও যোগ দিয়ে বাংলাদেশকে এনে দিলেন বেশ ভালো লিড। এরপর মাহমুদুল হাসান জয়ের ব্যাটে আরও বাড়ার পথে সেই লিড। অস্ট্রেলিয়া সফরে ডারউইনে দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’ দল) প্রথম ইনিংসে অলআউট হয় ১৭৯ রানে। তরুণ পেসার রিপন নেন চার উইকেট, রেজাউর তিনটি।
প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পাওয়া বাংলাদেশ এইচপি দল গতকাল দিন শেষ করে ৩ উইকেটে ৮৪ রান নিয়ে। ওপেন করতে নেমে অধিনায়ক জয় অপরাজিত আছেন ৩৯ রানে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ এইচপি এগিয়ে ১৬৩ রানে।
ডারউইনের মারারা ওভালে ২ উইকেটে ৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান শাহিনস। শুরুতেই বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দেন রেজাউর। দিনের দ্বিতীয় ওভারে তিনি বিদায় করে দেন ওমাইর বিন ইউসুফকে। আগের দিনের সাত রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি এই ব্যাটসম্যান। নাইটওয়াচম্যান মুহাম্মদ আলি ও অভিজ্ঞ উমার আমিন এরপর লড়াই চালিয়ে যান। তবে সেই প্রচেষ্টা খুব একটা দীর্ঘায়িত হতে দেননি বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের হয়ে চার টেস্ট খেলা উমারকে ২৫ রানে থামান বাঁহাতি পেসার মারুফ মৃধা। প্রায় দুই ঘণ্টা ক্রিজে কাটানো আলিকে (৪৪ বলে ৩) বিদায় করেন রেজাউর। পাকিস্তান শাহিনসের রান তখন ৫ উইকেটে ৬৯।
বিপর্যয়ে প্রতিরোধ গড়েন তাইয়াব তাহির ও কামরান গুলাম। তাদের হাত ধরেই ইনিংসের সবচেয়ে বড় জুটি পায় পাকিস্তান। তবে দুজনের কাউকেই খুব বড় ইনিংস খেলতে দেয়নি বাংলাদেশের পেসাররা। ৮ চার ও ১ ছক্কায় ৪৮ রান করা গুলামকে আউট করে ৭৮ রানের জুটি ভাঙেন রেজাউর। ৩০ রানে তাহিরকে এলবিডব্লিউ করে দেন রিপন। পেসারদের সঙ্গে কার্যকর হেয় ওঠেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদও। মুহাম্মদ ইরফান খান ও কাশিফ আলিকে বোল্ড করেন তিনি। খুররাম শাহজাদকে ফিরিয়ে ইনিংস শেষ করে দেন রিপন। পাকিস্তান শাহিনস শেষ ৫ উইকেট হারায় ৩২ রানে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এইচপির হয়ে পারভেজ হোসেনের সঙ্গে ওপেন করেন জয়। পারভেজ আউট হয়ে যান তৃতীয় ওভারেই। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন জয় ও অমিত হাসান। বাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল আকরাম ২৫ রানে অমিতকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। নাইটওয়াচম্যান হাসান মুরাদ টিকতে পারেননি বেশিক্ষণ। আইচ মোল্লাকে নিয়ে দিন শেষ করে জয়। ৩৯ রানের ইনিংসে জয় চার মেরেছেন ৭টি।
প্রথম ডোপপাপী ইরাকের
প্যারিস অলিম্পিকে ইরাকি জুডোকা সাজ্জাদ সেহেন ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) গতকাল জানিয়েছে, সাজ্জাদের নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েডস ধরা পড়েছে। প্যারিস অলিম্পিকে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার এটাই প্রথম ঘটনা। আইটিএ জানিয়েছে, সাজ্জাদের নমুনা বিশ্লেষণে ‘বিপরীতধর্মী অনির্দিষ্ট ও নিষিদ্ধ মেটানডিয়েনান এবং বোল্ডেনন পাওয়া গেছে’। ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি (ওয়াডা) এ দুটি ড্রাগকেই নিষিদ্ধ করেছে।
গত মঙ্গলবার প্যারিসে সাজ্জাদের নমুনা সংগ্রহ করে আইটিএ। প্যারিসেই ওয়াডা অনুমোদিত পরীক্ষাগারে পরের দিন এ পরীক্ষার ফল জানানো হয়। ২৮ বছর বয়সী সাজ্জাদের এটাই প্রথম অলিম্পিক। আগামী সপ্তাহে ছেলেদের ৮১ কিলোগ্রাম ক্লাসে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আইটিএ বিবৃতিতে জানিয়েছে, ব্যাপারটার সমাধান না হওয়া পর্যন্ত সাজ্জাদকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইরাক অলিম্পিক দলের ম্যানেজার হেরদা রাউফ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সাজ্জাদ ও তার কোচকে আজ জিজ্ঞাসাবাদ করবেন ডোপিং এজেন্সির প্রধানেরা। রাউফ বলেছেন, ‘খেলোয়াড়টিকে এর আগে সার্জিক্যাল অস্ত্রোপচার করাতে হয়েছে। সম্ভবত এ কারণে তাকে কিছু ওষুধ নিতে হয়েছে।’
আইটিএ জানিয়েছে, সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) প্রাথমিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন সাজ্জাদ। আরেকবার নমুনা পরীক্ষার আবেদনও করতে পারবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান