প্যারিসে ৪৯ জনের মধ্যে ৪৩তম বাংলাদেশের রবিউল!
২৯ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
অলিম্পিক গেমসে বরাবরই বাংলাদেশের পদক জয় দূরাশার। সব আসরেই ভালো করার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে লাল-সবুজের ক্রীড়াবিদরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। তাই তো প্যারিস অলিম্পিকে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছিলেন,‘আমরা চাই অলিম্পিকে ভালো ফলাফল করবে বাংলাদেশের ক্রীড়াবিদরা। অন্তত তারা যেন বাছাই পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যেতে পারে। মোদ্দাকথা নিজেদের শতভাগ দিয়ে যেন চেষ্টা করে ছেলে-মেয়েরা।’ কিন্তু কিসের কী? পর্যাপ্ত প্রস্তুতির পরও প্যারিসে নিজেদের মান রাখতে পারেননি বাংলাদেশের সেরা শুটার রবিউল ইসলাম। প্যারিস অলিম্পিকে শুটিং ডিসিপ্লিনের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাই পর্বে ৪৯জন প্রতিযোগির মধ্যে ৪৩তম স্থান পান তিনি! রোববার প্যারিসের সাতেউরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাইয়ে রবিউল ৬২৪.২ স্কোর করে অলিম্পিক থেকে বিদায় নেন। বাছাইয়ে অংশ নেওয়া ৪৯ জন শুটারের মধ্যে এই পর্বের সেরা ৮ শুটার ফাইনাল পর্যায়ে খেলবেন।
প্যারিস অলিম্পিকে বাংলাদেশ ক্রীড়া দলের ভরসার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরচ্যার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলাম। আরচ্যার সাগর র্যাঙ্কিং রাউন্ড পেরিয়েছেন ইতোমধ্যে। গত ২৪ জুলাই রিকার্ভ একক ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডের খেলায় মোট ৭২০ স্কোরের মধ্যে ৬৫২ স্কোর করে ৬৪ জনের মধ্যে ৪৫তম হন সাগর। আগামী বুধবার ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলায় অংশ নেবেন তিনি। তাই বলা যায় প্যারিস অলিম্পিকে এখানো টিকে আছেন সাগর। তবে বাছাই থেকে বাদ পড়ে আশার গুড়ে বালি ছিটিয়েছেন রবিউল।
সাধারণত ওয়াইল্ড কার্ডের কৃপায় অলিম্পিকে খেলে থাকেন বাংলাদেশের শুটাররা। সেই সুবাদে ২০১৬ সালে রিও অলিম্পিকে আবদুল্লাহ হেল বাকী ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন। যা অলিম্পিক গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো শুটারের সর্বোচ্চ অবস্থান। অন্য ডিসিপ্লিনে প্রত্যাশা না থাকলেও এবারের অলিম্পিকে আরচ্যারি ও শুটিংয়ের শেষ আটে খেলার আশা ছিল বাংলাদেশের। শুটার রবিউল ইসলাম প্যারিসের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার আশার বাণীও শুনিয়েছিলেন। কিন্তু অলিম্পিকে নিজের সেরা স্কোরটাও করতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তার সেরা হলেও অলিম্পিকে তিনি করেন ৬২৪ প্লাস! বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর থাকে ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাইয়ে প্রথম হন চীনের শেন লিয়াও। তিনি স্কোর করেন ৬৩১.৭। আর্জেন্টিনার গুতিরেজ মার্সেলো ৬৩১.৭ স্কোর করে দ্বিতীয় এবং ইতালির সোলার্জ ডেনিলো ডেনিস ৬৩১.৪ স্কোর করে হন তৃতীয়। আর ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোর করে পেয়েছেন অষ্টম স্থান। বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন রবিউল। সোমবার এই ইভেন্টে পদকের লড়াইয়ে নামবেন বাছাই পেরুনো আট শুটার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান