ফ্রাঞ্চাইজি লিগ-বোর্ড টানাপোড়েন সংঘর্ষ এড়াতে সমঝতা চান সাউদি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম

বিশ্বের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে খেলোয়াড়দের চাহিদাও বাড়ছে। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিও আছে। বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগগুলোর ভিন্ন ভিন্ন সময়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের ওপরে লিগগুলোকে প্রাধান্য দিচ্ছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে লিগগুলোর দুয়ার খোলা রাখতে কেইন উইলিয়ামসনসহ নিউজিল্যান্ডের বেশ কয়েকজন শীর্ষ সারির ক্রিকেটার বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে যাননি। এই ‘সংঘর্ষ’ এড়াতে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ও ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলোকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি।

গত কয়েক বছরে উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনের মতো নিউজিল্যান্ড ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি একই সিদ্ধান্ত নিয়েছেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। অ্যালেন বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। কনওয়ে অবশ্য ‘ক্যাজুয়াল কন্ট্রাক্ট’ নামের চুক্তিতে আছেন, মানে এ মৌসুমে নিউজিল্যান্ডের হয়ে সব কটি টেস্টের জন্য তাঁকে বিবেচনা করা যাবে। তবে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলবেন বলে জাতীয় দলের হয়ে সে সময় সীমিত ওভারের ম্যাচগুলোতে তাঁকে পাওয়া যাবে না। এখনো অনেক ক্রিকেটারই টেস্ট সংস্করণকে সবচেয়ে এগিয়ে রাখেন জানিয়ে সাউদি বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বোর্ড ও লিগগুলোর একসঙ্গে কাজ করা ছাড়া উপায় নেই। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এ পেসার বলেন, ‘এ পর্যায়ে অবশ্যই ফ্রাঞ্চাইজি লিগগুলোর পরিধি বাড়ছে। আন্তর্জাতিক বোর্ড এবং লিগগুলো একত্রে কাজ করলে ভালো হবে। কারণ, আমার মনে হয় এখনো অনেক খেলোয়াড়ই টেস্ট ক্রিকেটকে সবার ওপরে মনে করে।’

আপাতত নির্দিষ্ট কোনো বোর্ডের তাদের খেলোয়াড়দের পরিস্থিতি বিবেচনায় কাজ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখেন না সাউদি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ক্রিকেট এভাবেই এগোচ্ছে এখন। এরপর যে পরিমাণে টি-টোয়েন্টি লিগ গজাচ্ছে। কেইন ও ডেভনের দিক দিয়ে দেখলে, তারা নিউজিল্যান্ডের হয়ে খেলতে সংকল্পবদ্ধ। আমাদের সামনে নয়টি টেস্ট ম্যাচ আছে। ফলে তারা সেগুলোতে খেলতে সংকল্পবদ্ধ। টেস্ট দলের ক্ষেত্রে খুব নতুন কিছু নয় এটি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে চুক্তি না থাকলেও তারা কিন্তু খেলবে।’ এমন পরিস্থিতি থেকে বের হয়ে আসার উপায় কী, সেটির সরাসরি জবাব নেই সাউদির কাছেও, ‘আমার কাছে উত্তর (সমাধান) নেই। আমার মনে হয় না এ মুহূর্তে খুব বেশি মানুষের কাছে উপায় আছে। ফলে প্রতিটি বোর্ড এবং তাদের খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো কোনটি, সেটিই বের করতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেট মনে করছে আগামী এক বছরে এটিই তাদের সবচেয়ে ভালো উপায়। আমার মনেও হয় না কেইন ও ডেভন নিউজিল্যান্ডের অনেক ক্রিকেট মিস করবে। ফলে তাদের যেমন (ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার দুয়ার) খোলা থাকছে আবার তারা নিউজিল্যান্ডের হয়ে খেলতেও সংকল্পবদ্ধ—এখানেই আসলে “ক্যাজুয়াল কন্ট্রাক্ট”-এর ব্যাপারটি আসছে।’

আপাতত উইলিয়ামসন-কনওয়েরা নিউজিল্যান্ডের হয়ে খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট মিস করবেন না। কারণ, টি-টোয়েন্টি লিগগুলোর সঙ্গে সূচি তেমন সাংঘর্ষিক নয়। তবে ভবিষ্যতের প্রশ্ন থেকেই যায়। সামনে আরও বেশি ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির পথে না হাঁটলে স্বাভাবিকভাবেই একধরনের অচলাবস্থা তৈরি হবে। সাউদি অবশ্য নিজের ক্ষেত্রে বলছেন, তিনি যেমন টেস্ট ক্রিকেটকে ‘হৃদয়ের খুব কাছে’ রাখেন, তেমনি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলার প্রয়োজনীয়তাও দেখেন। তার মতে, ‘সংস্করণভেদে টেস্ট ক্রিকেটই আমার কাছে সবার ওপরে, এটিকে আমি হৃদয়ের মধ্যে লালন করি। (আবার) আমি টি-টোয়েন্টি ক্রিকেট সত্যিই উপভোগ করি। দ্য হানড্রেডের মতো সংস্করণ আপনাকে তরুণ রাখবে। আপনাকে নতুন উপায় বের করাবে, খেলার উন্নতি ঘটাবে, দক্ষতার উন্নতি ঘটাবে। সেটি আবার অন্য সংস্করণেও কাজে লাগবে।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজা চার্লসের দাতব্য প্রধান ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধুর ব্যাংক হিসাব জব্দ

রাজা চার্লসের দাতব্য প্রধান ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধুর ব্যাংক হিসাব জব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি

চানখারপুলে গণহত্যা : আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

চানখারপুলে গণহত্যা : আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর

‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর

দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া

দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া

পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন

পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের

দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের

হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত

হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত

শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন

শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন

আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়

আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়

ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান

ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা  বাড়ছে

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে

আজ গরম চা দিবস

আজ গরম চা দিবস

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন