ক্লাব বিশ্বকাপের ফাইনাল মেটলাইফে
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনটি হতে যাচ্ছে ২০২৫ সালে। ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের রাজকীয় এ আসরটি। আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। গতপরশু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র। কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়েই বিশ্বকাপ আয়োজন করবে তারা। সেই বিশ্বকাপেও ভেন্যু হিসেবে থাকছে এই নিউ লাইফ স্টেডিয়াম।
আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু ১৫ জুন, আর শেষ ১৩ জুলাই। ক্লাব বিশ্বকাপে সব মিলিয়ে খেলা হবে ১২ ভেন্যুতে। নিউ জার্সি ছাড়া আরও ভেন্যু হিসেবে থাকছে—মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম। একই সময়ে যুক্তরাষ্ট্রে কনকাকাফ গোল্ড কাপও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে ড্র অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। ৩২টি দলের মধ্যে এখন পর্যন্ত ৩০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ প্রথম চালু করে ২০০০ সালে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত এর আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।
ইউরোপের দলগুলোর মধ্যে থাকছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দল। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে আছে আর্জেন্টিনার রিভার প্লেট, বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। আগেই সিদ্ধান্ত হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ
এলোপাতাড়ি গোলাবর্ষণে ১২০ নিহত সুদানে
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সউদীর
দুর্গের মতো পুলিশের ঘেরাটোপে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি
প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
প্রশ্ন: চিন্তা কি অপরাধ?