সভাপতি পদে মনোনয়নপত্র তুললেন তাবিথ
১১ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র তুললেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন গতকাল তাবিথ আউয়ালের পক্ষে ফরম তুলেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এদিনের বড় চমক ছিল সভাপতি পদে দিনাজপুরের অচেনা এক ব্যক্তির মনোনয়নপত্র সংগ্রহ। সভাপতি পদে তাবিথের প্রতিপক্ষ হিসেবে দিনাজপুরের এএফ মিজানুর রহমান চৌধুরী মনোনয়নপত্র তুলেন। তবে তিনিও তাবিথের মতই সোহাগ নামের অন্য এক ব্যক্তির মাধ্যমে নিজের ফরম সংগ্রহ করেন।
এদিকে মতিঝিলের বাফুফে ভবনে মনোনয়নপত্র সংগ্রহ করতে তাবিথের স্বশরীরে উপস্থিত না হওয়ার কারণ সম্পর্কে শাহীন বলেন,‘তিনি (তাবিথ) নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি, একই ক্লাবের সাধারণ সম্পাদক আমি। যেহেতু তিনি আমার সভাপতি তাই আমি ক্লাবের প্রধান কর্মকর্তা হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। তাছাড়া তাবিথ আউয়াল একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে। তাই স্বশরীরে বাফুফে ভবনে উপস্থিত না হয়ে আমার মাধ্যমেই মনোনয়ন ফরম তুলেছেন তাবিথ।’ তবে মনোনয়ন দাখিলের দিন তাবিথ আউয়াল স্বশরীরে উপস্থিত থাকবেন বলে জানান শাহীন।
বাফুফের এবারের নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন। তিনি সবার আগে ঘোষণা দিলেও এখন অনেকটাই নিভৃতে। ফুটবলাঙ্গনে গুঞ্জন রয়েছে, তরফদার শেষ পর্যন্ত সভাপতি পদে নির্বাচন নাও করতে পারেন, ফলে তাবিথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন। তাবিথ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় না জিততে পারেন এজন্যই একজন অচেনা কাউকে দাঁড় করানো- নাকি এএফ মিজানুর রহমান চৌধুরী নিজ ইচ্ছায় আলোচনায় আসতে সভাপতি পদে মনোনয়ন কিনেছেন? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবলবোদ্ধাদের মনে।
বাফুফের আসন্ন নির্বাচনে মনোনয়পত্র সংগ্রহের প্রথম দিনে বুধবার ২৫ জন ফরম সংগ্রহ করেন। যেখানে সিনিয়র সহ-সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে চারটি এবং সদস্য পদে ২০টি মনোনয়নপত্র ছিল। কাল দ্বিতীয় দিনে সভাপতি পদের দু’টি ছাড়াও সদস্য পদে তিনটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে ফরম কিনেছেন লায়ন শফিকুল আজম ভূঁইয়া, শরিফ উদ্দিন ও মঞ্জুরুল করিম।
আজ বিরতি থাকলেও আগামীকাল শেষ দিনে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি। ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিলের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। এবার মনোনয়নপত্রের দাম ধরা হয়েছে সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার ও সদস্য পদে ২৫ হাজার টাকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি