রাওয়ালপিন্ডি টেস্ট পাকিস্তানের পথে ইংল্যান্ডও
২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
পাকিস্তানের পথেই হাঁটল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে বেন স্টোকসের দল। ম্যাচ শুরুর দুই দিন আগেই আজ একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। মুলতানে খেলা দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচের সঙ্গে যোগ হয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হবে আগামীকাল। তিন টেস্টের সিরিজে এখন ১-১ সমতা। তিন স্পিনারের পথে না হেঁটে ইংল্যান্ডের উপায় ছিল না। মুলতানে দ্বিতীয় টেস্টে স্পিনে নাজেহাল হয়েই হেরেছেন বেন স্টোকসরা। ওই টেস্টের মতোই রাওয়ালপিন্ডিতেও স্পিন-বান্ধব উইকেট বানিয়েছে পিসিবি। তাই পেসার কমিয়ে তিন স্পিনার নিয়ে খেলার এই সিদ্ধান্ত।
মুলতানের প্রথম টেস্টে হারের পর অভাবনীয়ভাবে প্রথম টেস্টের উইকেটেই দ্বিতীয় ম্যাচটি আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরোনো উইকেটে স্পিন ধরবে, তাই সে ম্যাচে তিন বিশেষজ্ঞ স্পিনার নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদকে নিয়ে খেলে। এঁদের দুজন নোমান ও সাজিদ মিলেই ইংল্যান্ডের ২০ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন। মুলতানে খেলা দুই পেসার ব্রায়ডন কার্স ও ম্যাথু পটসকে ইংল্যান্ড রাখেনি তৃতীয় টেস্টের দলে। দলে ফেরানো হয়েছে পেসার গাস অ্যাটকিনসনকে। এ ছাড়া পেসার হিসেবে আছেন অধিনায়ক বেন স্টোকসও। তিন স্পিনার নেওয়ার ব্যাখ্যায় ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুক বিবিসিকে বলেছেন, ‘এখানে সম্ভবত সুইং ও সিম (মুভমেন্ট) পাওয়া যাবে না। পিচ দেখার আমরা ভেবেছি কীভাবে সেরা দল নিয়ে মাঠে নামা যাবে।’
দুই বছর আগে পাকিস্তানেই টেস্ট অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সী রেহান আহমেদের। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়া রেহান এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে পেয়েছেন ১৮ উইকেট। মুলতানে দ্বিতীয় টেস্টের আগে উইকেটের দুই প্রান্তে বিশাল দুই ফ্যান বসিয়ে পিচে বাতাস দিয়েছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতেও একই দৃশ্য দেখা গেছে গত কয়েক দিনে। উইকেট শুকনা রেখে বেশি স্পিন পেতে ও স্পিনারদের গ্রিপ রাখতেই এই ব্যবস্থা। আর সেটি দেখেই তিন স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
ক্যাপশন : উইকেটের দুই প্রান্তে বিশাল ফ্যান বসিয়ে পিচে বাতাস দেয়া হচ্ছে। মূলত উইকেট শুকনা রেখে বেশি স্পিন পেতে ও স্পিনারদের গ্রিপ রাখতেই এই ব্যবস্থা পাকিস্তানের। সেটিই পরখ করছেন ইংলিশ অধিনায়ক অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম। গতকাল রাওয়ালপিন্ডিতে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাত্র-জনতা গণহত্যার মূলহোতা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে আইনী লড়াইয়ের ঘোষণা দিয়ে তোপের মুখে পান্না
রহস্যময় ‘ফরেন অফিশিয়াল ১’, আদানি ঘুষ কাণ্ডে কে এই সরকারি কর্মকর্তা?
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সম্মানে জাতি আনন্দিত: ফখরুল
পাকিস্তানে মাইক্রোবাসে বন্দুক হামলায় নিহত ৩৮
রুয়েটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারী
মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো : খোকন
শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয়, সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে : নতুন সিইসি
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ